মঙ্গলবার, ২০ মে, ২০১৪

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হিরণ গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) গৌরীপুর থানার ইনচার্জ মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে তাঁতকুড়া বাজা এলাকা থেকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ ও ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আকবর আনিছ মঙ্গলবার (২০মে) জামিনে মুক্তি পান। সদ্য কারামুক্ত দু’নেতাকে বরণ করে উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিন, মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ২শতাধিক নেতাকর্মী নিয়ে গাড়ী বহর নিয়ে গৌরীপুরে আসছিলেন।  কিন্তু নেতাকর্মীদের মুক্তির উল্লাস আনন্দ বিষা পূর্ণ  হয়ে উঠে উপজেলা চেয়ারম্যানবাহী গাড়ী বহরটি তাঁতকুড়া বাজার এলাকায় আসার পরেই গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলা নেতৃত্বে একদল পুলিশ পুলিশ ভ্যান দিয়ে ব্যারিকেড দিয়ে উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেন। গৌরীপুর থানা ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্কোরক আইন, পুলিশের ওপর হামলাসহ ১০/১২টি মামলা  মাঝে কয়েকটি মামলায় জামি রয়েছে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।