সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

গৌরীপুরে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে | | বিক্ষোভ মিছিল-বাসা বাড়ী ভাংচুর



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে পৌর আ’লীগের একাংশের সাধারন সম্পাদক রৌশন সারোয়ার সজির (৪৮)  রবিবার (২৫ জানুয়ারী ) বিকালে এক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। ঘটনার পর সন্ধ্যায় সন্ত্রাসী হামলার শিকার পৌর আ’লীগের একটি গ্রুপ বিচারের দাবী ও প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এরই জের ধরে রাতে পৌর শহরের নয়াপাড়াস্থ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক খায়ের উদ্দিন রতনের বাসা-বাড়ী ভাংচুর করা হয়। (২৬জানুয়ারী) সোমবার সকালে একই ঘটনার প্রতিবাদে উপজেলা আ’লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করে, দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। জানা গেছে,ঘটনার দিন বিকালে গৌরীপুর সাব-রেজিষ্টার অফিস এলাকায় পৌর আ’লীগের একাংশের সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির জমির কাগজপত্রাদি ফটোকপি করার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল তার মাথায়,বুকে, গলায়  উপুর্যপরি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকা জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে সেখানে সোমবার সকালে তার মাথায় অস্ত্রোপাচার করার পরও আশংকা কাটেনি। এ দিকে স্থানীয় পুলিশ সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত অবস্থা  বিরাজ করছে। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সানাউল হক এক বিবৃতিতে ঘটনাটির নিন্দা ও সন্ত্রীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

গৌরীপুর উপজেলার স্কুল কলেজ শিক্ষার্থীদের রকমারী পিঠা উৎসব



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে (২৩ জানুয়ারী ) শুক্রবার দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়।  প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। উক্ত অনুষ্ঠানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামূল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য্ রাখেন উপজেলা নির্বাহী অফিসার দুর-রে শাহওয়াজ, গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমিন, পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম হবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক স্টল করা হয়। এতে নরসিংদীর ভাঁপাপুলি, সুনামগঞ্জের রামাতি মালপোয়া, পাটিসাপ্টা, কুচবিহারের মুগেরপুলি, উত্তরাঞ্চলের মাশরুম পুলি, জামাই ভুলানো পিঠা, বউ পিঠা, পাতা পিঠা, ধান সিঁড়ি পিঠা, ভ্যাপা পিঠা, নকশি পিঠা,চিথল পিঠা সহ দেশীয় প্রায় ৩ সহস্রাধিক রকমারি পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার শত শত নারী-পুরুষের অংশ গ্রহন পিঠা মেলা অঙ্গন এক বিশাল মিলন মেলায় পরিনত হয়ে উঠেছিল ।