কমল
সরকার,গৌরীপুর
।।
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে
উপজেলার মাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে (২৩ জানুয়ারী ) শুক্রবার
দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে
পিঠা উৎসবের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও গৌরীপুর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ডা: ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। উক্ত অনুষ্ঠানে
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামূল হক সরকারের
সভাপতিত্বে বক্তব্য্ রাখেন উপজেলা নির্বাহী অফিসার দুর-রে শাহওয়াজ, গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো: রুহুল
আমিন, পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম হবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি
শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের
শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক স্টল করা হয়। এতে নরসিংদীর ভাঁপাপুলি, সুনামগঞ্জের
রামাতি মালপোয়া, পাটিসাপ্টা, কুচবিহারের
মুগেরপুলি, উত্তরাঞ্চলের মাশরুম পুলি, জামাই ভুলানো পিঠা, বউ পিঠা, পাতা পিঠা,
ধান সিঁড়ি পিঠা, ভ্যাপা পিঠা, নকশি পিঠা,চিথল পিঠা সহ দেশীয় প্রায় ৩ সহস্রাধিক রকমারি পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার শত শত নারী-পুরুষের
অংশ গ্রহন পিঠা মেলা অঙ্গন এক
বিশাল মিলন মেলায় পরিনত হয়ে উঠেছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন