শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

গৌরীপুর উপজেলা নির্বাচনে কাউন্সিলর ভোটে আ.লীগের প্রার্থীতা চুড়ান্ত //বিএনপিতে প্রার্থীতা নিয়ে চলছে দফায় দফায় বৈঠক

  1. কমল সরকার, গৌরীপুর ।।
  2. ৩য় দফার তফসিলে ঘোষিত আগামী ১৫ মার্চ গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন।  নির্বাচনে তিনটি পদে কাউন্সিলরদের গোপন ভোটে  আওয়ামী লীগের প্রার্থীতা চুড়ান্ত হলেও বিএনপি দফায় দফায় সমঝোতা বৈঠক করেও তাদের প্রার্থীতা চুড়ান্ত করতে পারছে না।  গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা ও পৌর আ.লীগের তৃণমূল কাউন্সিলরদের ভোটে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আলী আহাম্মদ খান পাঠান সেলভী, ভাইস চেয়ারম্যান পদে সানাউল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইসলাম ডলি নির্বাচিত হন।
  3. বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিলেও শনিবার পর্যন্ত কারা দলটির একক প্রার্থী তা নিশ্চিত করা সম্ভব হয়নি। গত ১৭ ফেব্রয়ারি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী মোশারফ হোসেনের বাড়িতে বিএনপির একক প্রার্থী বাছাইয়ের বৈঠকে উপজেলা চেয়ারম্যান পদে ২ প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন ও মকবুল হোসেন সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ নেতা-কর্মী আহত হয় বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। ফলে বিএনপির একক প্রার্থী নির্বাচনী  প্রক্রিয়া ব্যহত হয়। তাই (২ ফেব্রুয়ারী) শনিবার পর্যন্ত বিএনপির একক প্রার্থী ঘোষনা না  হওয়ায় দলের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা হচ্ছেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ  মকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, আজকের খবরের সম্পাদক ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বকুল, জেলা (উঃ) যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম খোকন, ফারুক আহমেদ, আব্দুর রহমান বাবুল। ভাইস চেয়ারম্যান পদে জিয়াউল আবেদীন জিল্ল, নুরুজ্জামান সোহেল, কারিমেল হাকিম মুন্সী শাহীন। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজীন চৌধুরী লিলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় একক প্রার্থী নির্বাচিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বকুল জানান, উপজেলা ও জেলা বিএনপির অভ্যন্তরীন  কোন্দল ও প্রার্থী নির্বাচনে দলীয় সমন্বয়হীনতার কারণে একক প্রার্থী ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তাই দলীয় একক প্রার্থীতা নিশ্চিত করার জন্য সবাই ঢাকায়  সিনিয়র নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এ ব্যাপারে জানতে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মোবাইলফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান, আলাপ-আলোচনা চলছে। দুই-এক দিনের মধ্যেই বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত দলীয় জনমত জরিপে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হীরনের নাম বেশী উচ্চারিত হচ্ছে। হীরন ভক্তদের দাবী হীরনকে দলীয় প্রার্থী দিলে অনায়াসে বিজয় অর্জনের সম্ভাবনা রয়েছে। না হয় বিএনপি এ পদটি হারাতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন