কমল সরকার,গৌরীপুরঃ
প্রভাবশালীদের সহযোগীতায় নিজের ক্রয়কৃত জমির সাথে
থাকা রেল বিভাগের ২৮ শতক ভুমি জবরদখল
করে নিয়েছেন স্থানীয় এক ভূমি খেকো । ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে
জংশনের অদুরে ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল
গ্রামে।
জানা গেছে, গৌরীপুর রেলওয়ে জংশনের অদুরে
জারিয়া-মোহনগঞ্জ রেল পথ ও ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন গাভীশিমূল গ্রামের
শাহার উদ্দিনের নিজস্ব ৪২ শতক জমি মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আঃ
বারেকের নিকট বিক্রি করেন। উক্ত ভূমিটি ক্রয়ের পর ভূমি খেকো আঃ বারেক তার ৪২ শতক ক্রয়কৃত ভুমির সাথে
থাকা রেল বিভাগের ২৮ শতক ভুমির চারপাশে স্থায়ী ভাবে সিমেন্টের পিলার দিয়ে প্রাচীর
গড়ে তুলে জবর দখল করে নিয়েছেন। রেলের
সম্পত্তি দখলদার আঃ বারেকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জায়গাটি তার ক্রয়কৃত
সম্পত্তি বলে দাবী করেন। পরে
তিনি এক প্রশ্নে বলেছেন উলেস্নখিত পরিমান সম্পত্তি রেল কর্তৃপক্ষের কাছ থেকে স্থায়ীভাবে বন্দোবস্থ গ্রহন করেছেন। এ
ক্ষেত্রে দখলদার আব্দুল বারেক লিজ সংক্রান্ত
কোন কাগজ পত্রাদী দেখাতে পারেননি। এ
ব্যাপারে রেলের স্থানীয় আই ডব্লিউ
কর্মকর্তা নুরুন্নবীর
সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন জায়গাটির লীজ দেয়ার কোন রেকর্ড তার দপ্তরে নেই।
অবৈধ দখলদারের প্রশ্নে তিনি বলেছেন উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন