কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৭টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু
সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ২৯ সেপ্টেম্বর থেকে শুরু
হয়ে ৫
দিন ব্যাপি যথাযোগ্য মর্যাদা, শান্তিপুর্ন ও সুষ্টভাবে উদযাপিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) বিকাল ৩ টার
দিকে গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহীন তৎকালীন জমিদারের প্রতিষ্ঠিত সরকারী রাজেন্দ্র
কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনের বিশাল
অনন্ত
সাগড় দীঘিতে পৌর সভার ১২টি মন্ডপের প্রতিমা বিসর্জন
দেয়া হয়। বাদবাকী পুজা মন্ডপের
প্রতিমা স্ব স্ব ইউনিয়নের নদী ও পুকুরে
বিসর্জন দেয়া হয়েছে বলে জানা গেছে। গৌরীপুরে দুর্গাপূজা চলাকালে আইন শৃংখলা রক্ষায়
৩ শতাধিক আনসার-ভিডিপি সদস্য, গৌরীপুর সরকারী
কলেজের বিএনসিসি টিম, ভ্রাম্যমান পুলিশ টিম সার্বক্ষনিক এলাকায় টহল দিয়েছে। ফলে পুজানুষ্ঠানে শান্তি
শৃংখলা বজায়সহ কোন প্রকার অপ্রিতীকর কোন
ঘটনা ঘটেনি। এ ছাড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা দুর-রে শাহওয়াজ শহরের পুজা মন্ডপগুলো একাধিকবার পরিদর্শন করে আইন শৃংখলা
পরিস্থিতি পর্যবেক্ষন
ও পুজারীদের সমস্যার
খোঁজ-খবর নিয়েছেন। পূজায় সরকারী সহযোগিতা
হিসেবে প্রত্যেক পূজা মন্ডপের সভাপতির নামে
আধা মেঃ টন চাল বিতরণ করা হয়। উল্লেখ্য
এ বছর গৌরীপুর পৌর শহরে ১২টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪৭টি পূজা অনুষ্ঠিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন