কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম পরিদর্শন
করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী।
তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভোটারের ছবি উত্তোলন, নাম ও ঠিকানা, স্বাক্ষর
সংগ্রহকালে তা প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষকালে তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলের
সহযোগিতা কামনা করেন ও দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভুল ভোটার তালিকা প্রনয়নে অতি
মনোযোগী থাকার নির্দেশ দেন। পরে তিনি উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে ভবনের সামনে ঔষুধি বৃক্ষ
নিমগাছের চারা রোপন করেন। ময়মনসিংহের
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন
কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, ময়মনসিংহ
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ
মাসুম আলী বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, সদর উপজেলা
নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ
আশিকুর রহমান সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মুছা, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও এনজিও কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন