বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে বাড়ী ঘরে হামলা ভাংচুর আহত-১/ হামলার স্বীকার যুবক গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিপক্ষ  অপর প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় হামলাকারীদের অস্ত্রাঘাতে ১ জন গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের পশ্চিম ভালুকা গ্রামে। জানা গেছে, জমি জমা সংক্রামত্ম বিরোধের জের ধরে ল্লেখিত এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মজিবুর (৪৫) আঃ গনি (৪০),তাজু (৩৫),মজিবুরের ছেলে রাসেল (২২),রাজিব (১৮),আঃ গনির ছেলে রুবেল (২০) ঘটনার দিন সকালে দেশিয় অস্ত্র নিয়ে মৃত দুলাল শেখের ছেলে হেলাল উদ্দিন (৪০),খোকন (৩০) ও দবির শেখের ছেলে কাদীর শেখের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় কাদির শেখ ফেরাতে গেলে তাকে রামদা দিয়ে কুপিয়ে  গুরুতর আহত  করা হয়। আহত কাদির শেখকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মঈন উদ্দিন ঘটনাস্থলে হামলাকারীদের না পেয়ে হামলার স্বীকার খোকন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ গ্রেফতারের ঘটনাটি জনমনে চরম ক্ষোভের সুষ্টি করেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন