বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

সাদা মনের মানুষ হতে চায় তানজু



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ গৌরীপুর মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারি মৃত আব্দুল কাদিরের কন্যা ও গৌরীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন পত্নির ছোটবোন সুমাইয়া আফরিন তানজু সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে।  তানজুর মা মমতাজ বেগম একজন আদর্শ গৃহিনী। তানজু সাদা মনের মানুষ হতে চায়। সে এসএসসিতে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫, ৮ম শ্রেণিতে বৃত্তি ও ৫ম শ্রেণিতেও বৃত্তি লাভ করে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া রঙিনচর গ্রামে। তানজু সকলের দোয়া প্রত্যাশী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন