।। আহত দেড় শতাধিক- ৫ শ হেক্টর জমির বোর ধান মাটির নীচে।।
কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ৫টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রকান্ড খন্ডের শিলা ঝড়ে ১৫ টি গ্রামের প্রায় সহস্রাধিক কাঁচা বাড়ী-ঘরের টিন ছাউনি ঝাঝড়া করে দিয়েছে। মাটির সাথে মিশিয়ে দিয়েছে উঠতি ৫শ হেক্টর জমির বোর ধান আর দেড়শ হেক্টর জমির শাক-সবজি। এ সময় টিনের ছাউনি ভেদ করে ঘরে পড়া প্রায় ৫ থেকে ৬ কেজি ওজনের প্রকান্ড শিলাখন্ডের আঘাতে হাত-পা ভেঙ্গে যাওয়াসহ মাথায় আঘাত পেয়েছে প্রায় দেড় শতাধিক নারী পুরুষ। আহতদের স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে ওইদিন সন্ধ্যায় চারদিক কালো করে প্রবল বৃষ্টিসহ ছোট ছোট শিলাখন্ডের সাথে সমহারে ১ কেজি থেকে ৬ কেজি ওজনের শিলাবর্ষন শুরু হয়। শিলা খন্ডের আঘাত থেকে বাঁচার জন্য এলাকাবাসী ঘরের নীচে আশ্রয় নিয়েও রেহাই পায়নি। অচিন্তপুর ইউনিয়নের গাগলা, খান্দার, পাচকাহনিয়া, পালুহাটি, সিংরাউন্দ, নাজিরপুর লংকাখোলা, লংকাকান্দি ও সহনাটি ইউনিয়নের ভালুকাপুর, দৌলতাবাদ,সহনাটি গ্রামসহ মইলাকান্দা ও সিধলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রকান্ড এক একটা শিলাখন্ড ঘরের টিন ভেদ করে ঘরে পড়ে দেড় শতাধিক নারী-পুরুষ-শিশুকে আহত করেছে। আহতদের মাঝে মাওহা ইউনিয়নের তাতীর পায়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবুল হাশিম (৬০), আঃ খালেকের ছেলে আঃ ছালাম (৩০), মৃত ইব্রাহীমের ছেলে আরশেদ আলী (৪৫), রফিকুলের স্ত্রী লাভলী (২৫), মৃত হেকমত আলীর ছেলে আঃ রহমান (৫০), বদরুজ্জামানের স্ত্রী জুলেখা খাতুন (২৪), আবু সিদ্দিকের মেয়ে আখি (২৫), আজিজুল হক মেম্বারের স্ত্রী হেলেনা খাতুন (২৮), মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের এন্টাস মিয়ার স্ত্রী রওশনারা (৩৫), বাবুল মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৩০), হাশিম উদ্দিনের ছেলে আল আমিন (২৫), ছাদেক মিয়ার স্ত্রী বেদেনা খাতুন (৩০), আঃ মালেকের স্ত্রী নায়েবের মা (৬০), ওয়াহেদ আলী স্ত্রী ফুলবানু (৭০), দিলুয়ারা (৫০), ভূটিয়ারকোনা, বিষুমপুর, মাওহা, ঝলমলা গ্রামের আঃ হাইয়ের স্ত্রী দিলুয়ারা (৪০), বাবুলের স্ত্রী নুরজাহান (৪০), চান মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৫০),লাখ মিয়ার মেয়ে লামিয়া (৭),আলাল দে ছেলে হাবিবুর রহমান (৫০),আঃ হাকিমের ছেলে শেখ মোঃ বাচ্চু মিয়া (৪০),মুনসুরের ছেলে আশিকুল (৯),সৈয়দ আলীর ছেলে শেখ সাদী (৪০), বোরহান উদ্দিনের ছেলে দেলুয়ারা (২৫),আব্বাস আলীর ছেলে আজিজ (৬৫),নুর ইসলামের স্ত্রী পারুল আক্তার (৪৫),বাবর আলী স্ত্রী রাবেয়া (৫৫),বাবুলের ছেলে হুমায়ুন কবির (২৮),আব্দুল কাশেমের ছেলে হেলাল মিয়া (১৮),শাহেদ আলী (৫০) স্থানীয় হাসপাতাল, কিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। তা ছাড়া প্রকান্ড শিলাখন্ডের আঘাতে আহত বীর আহাম্মদপুর গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী ফুলবানু ( ৭০) কে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
প্রচন্ড শিলা-ঝড়ে ঘর-বাড়ীর ক্ষয়ক্ষতি ছাড়াও প্রায় ৫ শ হেক্টর জমির বোর ধান ও দেড়শ হেক্টর জমির শাক-সবজীর ক্ষেত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। রোববার সকালে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর রে শাহওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ৫টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রকান্ড খন্ডের শিলা ঝড়ে ১৫ টি গ্রামের প্রায় সহস্রাধিক কাঁচা বাড়ী-ঘরের টিন ছাউনি ঝাঝড়া করে দিয়েছে। মাটির সাথে মিশিয়ে দিয়েছে উঠতি ৫শ হেক্টর জমির বোর ধান আর দেড়শ হেক্টর জমির শাক-সবজি। এ সময় টিনের ছাউনি ভেদ করে ঘরে পড়া প্রায় ৫ থেকে ৬ কেজি ওজনের প্রকান্ড শিলাখন্ডের আঘাতে হাত-পা ভেঙ্গে যাওয়াসহ মাথায় আঘাত পেয়েছে প্রায় দেড় শতাধিক নারী পুরুষ। আহতদের স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে ওইদিন সন্ধ্যায় চারদিক কালো করে প্রবল বৃষ্টিসহ ছোট ছোট শিলাখন্ডের সাথে সমহারে ১ কেজি থেকে ৬ কেজি ওজনের শিলাবর্ষন শুরু হয়। শিলা খন্ডের আঘাত থেকে বাঁচার জন্য এলাকাবাসী ঘরের নীচে আশ্রয় নিয়েও রেহাই পায়নি। অচিন্তপুর ইউনিয়নের গাগলা, খান্দার, পাচকাহনিয়া, পালুহাটি, সিংরাউন্দ, নাজিরপুর লংকাখোলা, লংকাকান্দি ও সহনাটি ইউনিয়নের ভালুকাপুর, দৌলতাবাদ,সহনাটি গ্রামসহ মইলাকান্দা ও সিধলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রকান্ড এক একটা শিলাখন্ড ঘরের টিন ভেদ করে ঘরে পড়ে দেড় শতাধিক নারী-পুরুষ-শিশুকে আহত করেছে। আহতদের মাঝে মাওহা ইউনিয়নের তাতীর পায়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবুল হাশিম (৬০), আঃ খালেকের ছেলে আঃ ছালাম (৩০), মৃত ইব্রাহীমের ছেলে আরশেদ আলী (৪৫), রফিকুলের স্ত্রী লাভলী (২৫), মৃত হেকমত আলীর ছেলে আঃ রহমান (৫০), বদরুজ্জামানের স্ত্রী জুলেখা খাতুন (২৪), আবু সিদ্দিকের মেয়ে আখি (২৫), আজিজুল হক মেম্বারের স্ত্রী হেলেনা খাতুন (২৮), মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের এন্টাস মিয়ার স্ত্রী রওশনারা (৩৫), বাবুল মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৩০), হাশিম উদ্দিনের ছেলে আল আমিন (২৫), ছাদেক মিয়ার স্ত্রী বেদেনা খাতুন (৩০), আঃ মালেকের স্ত্রী নায়েবের মা (৬০), ওয়াহেদ আলী স্ত্রী ফুলবানু (৭০), দিলুয়ারা (৫০), ভূটিয়ারকোনা, বিষুমপুর, মাওহা, ঝলমলা গ্রামের আঃ হাইয়ের স্ত্রী দিলুয়ারা (৪০), বাবুলের স্ত্রী নুরজাহান (৪০), চান মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৫০),লাখ মিয়ার মেয়ে লামিয়া (৭),আলাল দে ছেলে হাবিবুর রহমান (৫০),আঃ হাকিমের ছেলে শেখ মোঃ বাচ্চু মিয়া (৪০),মুনসুরের ছেলে আশিকুল (৯),সৈয়দ আলীর ছেলে শেখ সাদী (৪০), বোরহান উদ্দিনের ছেলে দেলুয়ারা (২৫),আব্বাস আলীর ছেলে আজিজ (৬৫),নুর ইসলামের স্ত্রী পারুল আক্তার (৪৫),বাবর আলী স্ত্রী রাবেয়া (৫৫),বাবুলের ছেলে হুমায়ুন কবির (২৮),আব্দুল কাশেমের ছেলে হেলাল মিয়া (১৮),শাহেদ আলী (৫০) স্থানীয় হাসপাতাল, কিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। তা ছাড়া প্রকান্ড শিলাখন্ডের আঘাতে আহত বীর আহাম্মদপুর গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী ফুলবানু ( ৭০) কে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
প্রচন্ড শিলা-ঝড়ে ঘর-বাড়ীর ক্ষয়ক্ষতি ছাড়াও প্রায় ৫ শ হেক্টর জমির বোর ধান ও দেড়শ হেক্টর জমির শাক-সবজীর ক্ষেত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। রোববার সকালে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর রে শাহওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন।