- কমল সরকার,গৌরীপুর ।।
- মটর সাইকেল চোরের নাম প্রকাশ করায় ওই চোরের রামদায়ের উপর্যপরি কোপে এক মটর সাইকেল মালিক এখন মৃত্যুশয্যায়। ঘটনাটি ঘটেছে (২০ মার্চ) রবিবার রাত পৌনে ১২ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায়।
- আহতের পরিবার সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহর সংলগ্ন রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে সম্প্রতি পৌর শহরের কলাবাগান এলাকার মুক্তার উদ্দিনের ছেলে বাবু ওরফে চোর বাবু শহরের কালীপুর মধ্যমতরফের মৃত ইব্রাহিমের ছেলে আবু সাঈদ সেলিম (৩০) এর একটি (এক্স সি ডি ১০০ সিসি) মটরবাইকের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ খবর মুহুর্তের মাঝে শহরে ছড়িয়ে পড়লে সেলিমের লোকজন চারিদিক তল্লাশী করে বাবু’র কাছ থেকে তাৎক্ষনিকভাবে মটরসাইকেলটি উদ্ধার করে। মটরসাইকেলটি সহজে উদ্ধার হওয়ায় মালিক সেলিম চোর বাবুর বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ না নিয়ে তাকে মৃদু শাসন করে ছেড়ে দেয়। কিন্তু মালিক সেলিম মটর সাইকেল চোরের নাম প্রকাশ করায় চোর বাবু ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে মধ্যমতরফ মোড়ে একাকী সেলিমের উপর হামলা করে রাম দা দিয়ে উপর্যপরি কুপিয়ে তাকে গুরুত্বর আহত করে। আহত সেলিমকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
গৌরীপুরে চোরের আক্রমনে মটরবাইক মালিক মৃত্যু শয্যায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন