বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

গৌরীপুরে গাছ-চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু ।। গাছ-পালা ঘর-বাড়ী ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উপর দিয়ে (৯ এপ্রিল) বুধবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে  এক মাদরাসা ছাত্রের প্রানহানী ও গাছপালা, কাঁচা ঘরবাড়ী উঠতি বোর ধানের ব্যপক ক্ষতি সাধন করেছে। প্রচন্ড ঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুত লাইনে পড়ার কারনে উপজেলায় রাত থেকে প্রায় ১০ ঘন্টা বিদ্যুত বিছিন্ন ছিল। ঝড়ে রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা সাহাদত উলুম নুরানী হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাসের উপর উপড়ে পড়া বিশাল রেন্ট্রি গাছের চাপায় হাফিজিয়া কাসের ছাত্র মোঃ নাঈমের (১০) ঘটনা স্থলেই মৃত্যু হয়। তার পিতার নাম সামছুল হক। এ সময় বাহারুল ইসলাম (১২),আসাদুল কবির (১৪),রেদুয়ান (১৪),মোস্তাকিম (১২), মেহেদি হাসান (৯), রাশেল (১০)সহ ১০ ছাত্র আহত হয়। এদের মাঝে গুরুতর আহত বাহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রচন্ড ঝড়ে উল্লেখিত ইউনিয়নের তেরশিরা বাজারের ১১টি দোকান ঘর ও  ৬০টির মত কাঁচা ঘরবাড়ী বিধ্বস্তসহ উপড়ে ও ধুমরে মুচরে ভেঙ্গে ফেলে শতাধিক ফলজ-বনজ গাছপালা। অপরদিকে একই রাতে প্রচন্ড ঝড়ে পৌরশহরসহ উপজেলার ডৌহাখলা, ভাংনামারী, সিধলা, সহনাটী, মাওহা, ২নং গৌরীপুর, অচিন্তপুর, মইলাকান্দা, বোকাইনগর ইউনিয়নের গ্রামীন  জনপদে সহস্রাধিক ফলজ-বনজ গাছপালা ও ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ১ হাজার হেক্টর উঠতি বোর ধান গাছ মাটির সাথে মিশে গেছে, ক্ষতি করেছে প্রায় ৬শ হেক্টর শাকসবজির বাগান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন