মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দ উদ্দীপনায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত



কমল সরকার,গৌরীপুর ।।
যথাযোগ্য মর্যাদা,ধমীর্য় ভাবগাম্ভীর্য্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পবিত্র ঈদু-উল ফিতর উদযাপিত হয়েছে।  সকাল সোয়া ১০টায় উপজেলার  প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় ষ্টেডিয়াম সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এতে ইমামতি করেন  উপজেলার কেলস্না বোকাইনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। উক্ত ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান ডাঃ আব্দুল মান্নান, প্যানেল মেয়র নবী নেওয়াজ খান পাঠান,তাতী দল নেতা শাহজাহান কবির হীরা, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মচারী, বিভিন্ন সরকারী কর্মকতা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সকাল সাড়ে ১০ টায় উপজেলার ২য় বিশাল জামাত অনুষ্ঠিত হয় শহরের ইসলামাবাদ সিনিয়র মাদ্রসা মাঠে। এতে ইমামতি করেন পৌর শহরের বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোস্তাকিম। এ ছাড়া গৌরীপুর সরকারী কলেজ মসজিদ, দাপুনিয়া কেরামতিয়া মসজিদ, ভালুকা জামে মসজিদ, পাছেরকান্দা জামে মসজিদ, নূরপুর গোলকপুর মাদ্রাসা  ও বোকাইনগর নিজাম উদ্দিন (রাঃ) আউলিয়া’র দরগা’র  ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ, ঈদগাহ মাঠ ও উন্মুক্ত প্রান্তরে প্রায় ৩৫ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মসুল্লিরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে বুক মিলিয়ে সোহার্দ্য সম্প্রীতি প্রকাশ করে ব্যপক আনন্দ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করে। ঈদ উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি ঈদের দিনসহ গত ৫দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানসহ এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন স্থরের মানুষ এবং  দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

গৌরীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকরা বুধবার (১৬ জুলাই) প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মশিউর রহমান কাউসারকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর গত (৪জুলাই) হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে  গ্রেফতারের দাবিতে স্থানীয় সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। এতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু সকল সাংবাদিকদের পক্ষে স্থানীয় থানা পুলিশকে সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তিনি বিক্ষোভসহ নানা কর্মসুচী পালনের ঘোষনা দেন। মানব বন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে আন্যান্যদের  মাঝে প্রেসক্লাব সাধারণ সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, হুমায়ুন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, শেখ বিপ্লব, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ,রির্পোটার্স ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সম্পাদক আরিফ আহাম্মেদ, প্রমুখ। উল্লেখ্য ঘটনার পর সন্ত্রাসীরা  সাংবাদিক কাউসারকে তার মোবাইলে পুনরায় হত্যার হুমকিসহ তারা মটরসাইকেল যোগে শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ তাদের ধরছে না।

রবিবার, ৬ জুলাই, ২০১৪

গৌরীপুরে দুই-শতাধিক পরিবারের বিশাল অর্থ ভান্ডারের প্রতিক প্রকৃতিজন্মা লটকন ফল



কমল সরকার গৌরীপুর ।।
কৃষির উপর নির্ভরশীল বৃহৎ জনগোষ্টীর এলাকা ময়মনসিংহ জেলার গৌরীপুর  উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২ শতাধিক পরিবারের বিশাল অর্থভাগ্যে খুলেছে মৌসুমী ফল লটকন বিক্রি করে। কোন প্রকার চাষাবাদ ও পরিচর্যা ছাড়াই প্রকৃতিগতভাবে জন্ম নেয়া পুষ্টিগুনে ভরপুর দেশীয় লটকন ফল (বুবি) বাগানের মালিকরা কয়েক দশক ধরে প্রতি মৌসুমে শুধু লটকন ফল বিক্রি করে ঘরে তুলছেন লাখ লাখ টাকা। এ বছর সমগ্র উপজেলায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা মেঃ টন দরে লটকন ল বিক্রি করে  বাগান মালিকদের ঘরে উঠবে প্রায় ৪ কোটি টাকা।
কৃষি বিশেষজ্ঞদের মতে,পানি জমে না সেই সব উচু স্থানের ঘন ঝোপ-জঙ্গলে ও বাঁশঝাড়ের নিবির ছায়ায় লটকন ফলের (আঞ্চলিক ভাষায় বুবি) গাছ আপন-আপনি বংশ বিসত্মার করে থাকে। বিশেষ করে পাকা লটকন ভক্ষনকারী নিশাচর পশু ও পাখির বিষ্টা থেকেই বেশী বংশ বিস্তার ঘটে লটকন ফল গাছের। চাষীরা জানিয়েছেন,এর বীজ মাটিতে পড়লেই অতি সহজেই চারা গজিয়ে থাকে। এক কালের চাহিদা বিমূখ লটকন ফল কালের আবর্তে এখন সকলের চাহিদা সম্পন্ন ও ব্যাপক অর্থকরী ফল হিসাবে এলাকায় অত্যাধিক গুরুত্ব বহন করছে। ফলে এখন এর সম্প্রসারণ করতে অনেক চাষীই  নতুন করে লটকন ফলের বাগান সৃষ্টি‘র চেষ্টা  চালাচ্ছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়বাগ, কিসমত বড়ভাগ,স্বল্প বড়ভাগ,গোবিন্দ নগর, রামজীবনপুর, কাশিমপুর, ইয়ারপুর, অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী,মখুরিয়া গৌরীপুর সদর ইউনিয়নের কোনাপাড়া, শালিহর, হাটশিরা, মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর, নাহড়া গাগলা,সহনাটি ইউনিয়নের সোনাকান্দি, ঘাটেরকোনা পাছার,লংকাখলা, খান্দার, সিংরাউন্ধ, আমুদপুর রাইশিমূল, ধোপাজাঙ্গালীয়া, ঝলমলা, করমরিয়া, রামগোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামসহ বিচ্ছিন্নভাবে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০টি গ্রামের  ৮০ হেক্টর  জঙ্গলাকীর্ণ জমিতে ছোট-বড় প্রায় আড়াইশ  লটকন ফলের বাগান রয়েছে। কয়েক দশক ধরে উল্লেখিত গ্রাম গুলোতে লটকন (আঞ্চলিক ভাষায় বুবি) ফল -কৃষি নির্ভর  বিশাল একটি জনগোষ্টির বিভিন্ন ধরনের আর্থিক চাহিদার যোগান দেয়াসহ অনেকের সংসারে এনে দিয়েছে স্বচ্ছলতা, তাদের করেছে অর্থনৈতিক স্বাবলমবী। সরেজমিনে গিয়ে জানা গেছে,একটি লটকন গাছ কোন প্রকার উৎপাদন ব্যায় ও পরিচর্যা ছাড়াই কয়েক দশক ধরে প্রতি মৌসুমে তার মালিককে গড়ে আড়াই থেকে তিন মন লটকন ফল উপহার দিয়ে আসছে। যার বর্তমান এ মৌসুমে বাজার মূল্কমপক্ষে হাজার টাকা। এরকম প্রকৃতিগতভাবে জন্ম নেয়া প্রতি বাগানে ১শ থেকে ১৫শ লটকন গাছ রয়েছে। লটকন ব্যবসায়ী মোঃ জহির মিয়া জানিয়েছে  উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ গ্রামের আপন বাড়ী’র লটকন বাগানের মালিক শহর বেপারী. মোতালেব, শাহজাহান, রুহুল আমিন, নজরম্নল, কাদির, আকতার,বাবুল আরশেদ আলী এ বছর কয়েক লক্ষ টাকায় তাদের লটকন বাগান আগাম বিক্রি করেছেন। উপজেলার গাগলা গ্রামের ফরাজী বাড়ী’র আজিজুল মিয়া, জানমিয়া, জালাল, জহির, হাতেম আলী মিয়া’র ৫ একরের লটকন বাগান বিক্রি হয়েছে ৩ লক্ষ টাকায়। সহানাটী ইউনিয়নের ঘাটেরকোনা, ভাঙ্গুরহাটী গ্রামে মাষ্টার লুৎফর রহমান,মহববর মাষ্টার, হীরা মিয়া’র ৩ একরের লটকন বাগান বিক্রি হয়েছে তিনক্ষ টাকা। কোনাপাড়া গ্রামের নন্দন ও লালমিয়ার ৭টি গাছের লটকন বিক্রি হয়েছে ১৫ হাজার টাকা, হাটশিরার বাবুল মিয়ার ৫টি লটকন গাছ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকা, হবি মেম্বার ৫টি গাছ বিক্রি করেছেন ১৪ হাজার টাকায়। এমনি ভাবে বেসরকারী হিসেবে উপজেলা’র ছোট-বড় লটকন বাগান আগাম বিক্রি করে মালিকরা ইতিমধ্যেই ঘরে তুলেছেন প্রায় কোটি টাকা’র মত । এক্ষেত্রে  বিনা পরিশ্রম ও মূলধনবিহীন এ মৌসুমী আয় দেশের অন্যান্য ফসলের  উৎপাদন ব্যয় ও আয়ের সাথে কোন অবস্থাতেই তুলনা করা সম্ভব নয় বলে লটকন বাগানের মালিকরা এক বাক্যে মন্তব্য করেছেন। লটকন ফল পাকার অনেক আগে থেকেই দুর-দুরান্ত থেকে লটকন ব্যবসায়ীরা দল বেঁধে লটকন প্রসিদ্ধ গৌরীপুর উপজেলায় আসতে  শুরু করে। ব্যবসায়ীরা লটকন গাছে কুড়ি লটকন দেখেই মালিকের কাছ থেকে আগাম টাকায় লটকন বাগান কিনে নেন  দীর্ঘ সময় পর লটকন পাকা ধরলে তা গাছ থেকে নামিয়ে  দেশের বিভিন্ন স্থানে পাঠাতে শুরু করে ব্যাবসায়ীরা। লটকন ব্যবসায়ীরা জানিয়েছেন এ ফল পরে বাছাই হয়ে ইংল্যান্ড, কাতার, সৌদিআরবসহ নানান দেশে রপ্তানি হয়। এলাকায় সরেজমিনে গেলে লটকন বাগান মালিকরা জানিয়েছেন,তারা প্রতিমৌসুমে লটকন বিক্রির টাকায় মেয়ে’র বিয়ে দেয়াসহ সংসারের  বৃহৎ আর্থিক ব্যয় মিটিয়ে যাচ্ছেন। তারা বলছে, বর্তমান আধুনিক কৃষি প্রযুক্তিতে লটকন চাষ সম্প্রসারিত করা হলে এ অঞ্চলে’র চাষীরা শুধু লটকন ফল বিক্রি করেই বহু বহু গুন আয় হতো। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানিয়েছেন, গৌরীপুর কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে ও  বিদেশী রাষ্ট্রের অর্থায়নে গৌরীপুর  হটিকালচার সেন্টার প্রতিবছর লটকন গাছের  কলম এবং লটকন চারা তৈরী করে সাধারন চাষীদের মাঝে  স্বল্প মুল্যে বিক্রী করছে। তাছাড়া নতুন লটকন বাগান সৃষ্টির উদ্দেশ্যে চাষীদের হাতে-কলমে শিক্ষা দেয়াসহ স্থানীয় কৃষি অফিস থেকে  লটকন চাষীদেরকে  কীটনাশক ছিটানোর জন্য ২টি ফুটপাম্প মেশিন বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া খড়া মৌসুমে লটকন বাগানে সেচ দেযার  জন্য চাষীদের মাঝে সেচ যন্ত্র সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে

গৌরীপুরের এমপি সমর্থকদের বাড়ী-ঘরে হামলা ভাংচুর ।। সাংবাদিকসহ আহত ৫- পৌর কাউন্সিলর গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষক দিগম্বর ইস্যু পুঁজি করে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ আবার পরিস্থিতি সরগরম করে তুলেছে। তারা শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে এমপি’র একামত্ম  সমর্থক নেতা-কর্মীর বাড়ী-ঘর, দোকান-পাটে ব্যপক ভাংচুর ও লুটপাট চালিয়ে ১০-থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ সময় এমপি বিদ্রোহী গ্রম্নপ আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান কাউসারকে বেধরক-মারপিট ও ছুরিকাঘাতে আহতসহ অপরাপর আরো ৫ জনকে পিটিয়ে আহত করে। এদের মাঝে গুরম্নতর আহত অবস্থায় সাংবাদিক কাউসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদিরকে পুলিশ গ্রেফতার করেছে। এর পূর্বে রাত ১১টা থেকে গভীর রাত পর্যমত্ম সার্টারগান,পিস্তল নিয়ে শহরে মহড়া চালায় এমপি বিদ্রোহীরা। এ তে পৌরশহরে ব্যপক আতংকের সৃষ্টি হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি কিছুটা শান্তয়ে আসে
জানা গেছে  গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মুমিনুন্নিসা  সরকারী মহিলা অনার্স কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিনকে এমপি’র ক্যডারবাহিনী কর্তৃক ২২ জুন দিগম্বর ঘটনার বিচারের দাবীতে এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ সাধারণ জনগনকে পাশে নিয়ে বিক্ষোভ,মানব বন্ধনসহ নানা কর্মসুচী দিয়ে আন্দোলন করে আসছিল।  তবে এরি মাঝে এ আন্দোলনের শিখা কিছুটা ম্রিয়মান যখন ঠিক সেই মুহুর্তে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র বিদ্রোহী গ্রম্নপ অর্ধশতাধিক মটর সাইকেল নিয়ে   (৪জুন) বিকালে এমপির নিজ এলাকা  গৌরীপুর ময়মনসিংহ সড়কের কলতাপাড়া  নামক স্থানে  মহড়া দেয়ার সময় ক্যাপ্টেন সমর্থকরা তাদের উপর হামলা চালানোর চেষ্টা চালালে পুলিশের হস্তক্ষেপ তা ব্যর্থ হয়। সেখান থেকে ফিরে এসে  এমপি বিদ্রোহীরা ইফতারের আগমহুর্তে  এমপি সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ম ’নুরম্নল ইসলামের  বাড়ী-ঘরে হামলা করে ব্যপক ভাংচুর ও  লুটপাট চালায়। পাশাপাশি সময়ে  হামলাকারীরা মটর সাইকেল যোগে প্রকাশ্যে দেশীয়  অস্ত্র প্রদর্শন করে শোডাউনের মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা সোমনাথ সাহার বাসা, কেন্দ্রীয় যুবলীগ নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাবেক এপিএস আবু কাউছার চৌধুরী রন্টির বাসা, এমপির ভাতিজা  শাহ রফিকুল ইসলাম দিপুর প্রাইভেট কার ও আ’লীগ নেতা রঞ্জন কুমার সরকারের ফার্নিচারের দোকান  ব্যপক ভাংচুর করে। এ সময় থানার পুলিশ ছিল নিরব দর্শকের ভুমিকায়।  আওয়ামী লীগ নেতা ম নুরম্নল ইসলাম জানিয়েছেন মেয়র গ্রম্নপের ৫০/৬০ জনের একটি সন্ত্রাসীদল তার বাসায় ভাংচুর ও লুটপাট করে ৫ লক্ষধিক টাকারতিসাধন করেছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রীর এপিএস যুবলীগ নেতা রন্টি জানিয়েছেন সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে তার বাসায় হামলা চালিয়ে ১টি ৪২ হাজার টাকা মুল্যমানের প্রজেক্টর ও  ২৮ হাজার টাকা মুল্যের ১টি জেনারেটর লুট করে নিয়ে গেছে। আ’লীগ নেতা সোমনাথ জানিয়েছেন সন্ত্রাসীরা তার কাপড়ের দোকান সোমণাথ বস্ত্রালয়ে হামলা ,অগ্নিসংযোগ ও লুটপাট করে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ জানিয়ছেন  হামলা ও ভাংচুরের ঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে এদিকে ওইদিন রাত ১০টার দিকে কলতাপাড়া নামক স্থানে কেন্দ্রীয় লীগ উপকমিটির সহ-সম্পাদক কৃষিবিদ সামিউল আলম  লিটন, মুরশেদুজ্জামান সেলিমের গাড়ী বহরে একদল দৃবত্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

গৌরীপুরের কৃতি সন্তান ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আর নেই



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গৌরীপুর অচিন্তপুর ইনিয়নের অন্যতম বিদ্যাপীঠ ড এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আরজু (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ ছেলে-মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ময়মনসিংহ নাসিরাবাদ স্কুল মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ  ও বাদ আছর নিজ জন্মস্থান গৌরীপুর এমআর করিম উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজার নামাজ শেষে তাকে স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ডঃ এ এফ এম রেজাউল করিম ফকিরের মৃত্যুতে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি,অচিন্তপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল হাই আহম্মদ আলী, মাওহা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, গৌরীপুর পৌর সভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার, ২ জুলাই, ২০১৪

হ্যাচারী মালিক ও মৎস্য চাষীর সরকারী অনুষ্টান বয়কট ।। গৌরীপুরে পৃথকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন



কমল সরকার,গৌরীপুর ।।
অন্ন বস্ত্র বাসস্থান,মাছ চাষে সমাধান ’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে এবং  এলাকার মৎস্য হ্যচারি মালিক-চাষীরা উপজেলা পরিষদের অনুষ্টান বয়কট করে (২জুলাই) বুধবার পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে  মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন । এ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে স্থানীয় পাবলিক হলে ইউএনও দুর-রে শাহওয়াজ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  (অতিরিক্ত দায়িত্ব) দৌলতল্লাহ মুরাদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রমুখ। অপরদিকে গৌরীপুর উপজেলা  সিনিয়র  মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদের  বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে উপজেলার স্বনাম ধন্য,রাস্ট্রীয় পদক প্রাপ্ত হ্যাচারির মালিক ও মৎস্য চাষীরা  উপজেলা পরিষদের অনুষ্টানে যোগদান না করে তারা পৃথকভাবে মৎস্য সপ্তাহ উদযাপন করেছে। এ উপলক্ষে হাচারী মালিক ও মৎস্য চাষীরা পৃথক শোভাযাত্রা  ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে ঝলক প্রজনন কেন্দ্রের সামনে যুমুনা মুৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক আবু সিদ্দিক’র সভাপতিত্বে আলোচণা সভায় বক্তব্য রাখেন ঝলক মৎস্য প্রজনন কেন্ত্রের পরিচালক কুবের প্রসাদ চৌহান,আদি ঝলক প্রজনন কেন্দ্রের পরিচালক মাধব কুমার চৌহান, তহুরা এলাহী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক উজ্জল বক্স, ঝলক চিংড়ী প্রজনন কেন্দ্রের পরিচালক রনজিত চৌহান, বর্মন হ্যাচারী মালিক যতিন্দ্র চন্দ্র বর্মন, সোনালী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক অজিত চৌহান, মৎস্য চাষী আবুল কালাম আজাদ প্রমুখ। এ ব্যপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা দৌলত উহ মুরাদ জানিয়েছেন হ্যচারী মালিক ও চাষীদের যথারিথী দাওয়াত দেয়া হয়েছে। তবে কেন তারা অনুষ্টানে যোগদান করেনি তা তিনি সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি।

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

গৌরীপুরে ক্ষতিগ্রস্থ প্রান্তিক-ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ প্রামিত্মক ও ক্ষুদ্র ৬৩০জন চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  করা হয়েছে।   উপজেলা নির্বাহী কর্মকতা দূর-রে-শাহ্ওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরন অনুষ্ঠানের  উদ্বোধন করেন
এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফা আক্তার, কৃষি সম্পসারণ কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, সহসহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার দে, আব্দুস সাত্তার, মকবুল হোসেন, ফেরদৌস ওয়াহিদ, উবায়দুল্লাহ নুরী, এজিএম গোলাম মোসত্মফা, নুরুন নাহার বেলী, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুমন সরকার, আব্দুল বাছেদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল জলিল,ক্ষতিগ্রস্থ কৃষক মাওহার আব্দুল মোতালিব, গিয়াস উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানিয়েছেন, গৌরীপুরে  প্রথমবারের মত  চাষ হচ্ছে আফ্রিকান হাইব্রিড্ নেরিকা জাতের ধানের । এ বীজের  ১৫ থেকে-২০দিনের চারা ক্ষেতে রোপন করলে ১১০দিনের মাঝে ফলন পাওয়া যাবে। উপজেলার মাওহা ইউনিয়নে ২৫০,সহনাটী ১৬৫, বোকাইনগরে ৯০, সিধলা ৬০ ও অচিমত্মপুর ইউনিয়নে ৬৫ জন ক্ষতিগ্রস্থ প্রান্তি-ক্ষুদ্র চাষীদের  প্রত্যেকের মাঝে  বিনামুল্যে নেরিকা জাতের ১০ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি  সার ও ১০কেজি এমওপি  সার বিতরণ করা হয়।