বুধবার, ১৬ জুলাই, ২০১৪

গৌরীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকরা বুধবার (১৬ জুলাই) প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মশিউর রহমান কাউসারকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর গত (৪জুলাই) হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে  গ্রেফতারের দাবিতে স্থানীয় সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। এতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু সকল সাংবাদিকদের পক্ষে স্থানীয় থানা পুলিশকে সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তিনি বিক্ষোভসহ নানা কর্মসুচী পালনের ঘোষনা দেন। মানব বন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে আন্যান্যদের  মাঝে প্রেসক্লাব সাধারণ সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, হুমায়ুন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, শেখ বিপ্লব, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ,রির্পোটার্স ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সম্পাদক আরিফ আহাম্মেদ, প্রমুখ। উল্লেখ্য ঘটনার পর সন্ত্রাসীরা  সাংবাদিক কাউসারকে তার মোবাইলে পুনরায় হত্যার হুমকিসহ তারা মটরসাইকেল যোগে শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ তাদের ধরছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন