মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

গৌরীপুরে ক্ষতিগ্রস্থ প্রান্তিক-ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ প্রামিত্মক ও ক্ষুদ্র ৬৩০জন চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  করা হয়েছে।   উপজেলা নির্বাহী কর্মকতা দূর-রে-শাহ্ওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরন অনুষ্ঠানের  উদ্বোধন করেন
এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফা আক্তার, কৃষি সম্পসারণ কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, সহসহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার দে, আব্দুস সাত্তার, মকবুল হোসেন, ফেরদৌস ওয়াহিদ, উবায়দুল্লাহ নুরী, এজিএম গোলাম মোসত্মফা, নুরুন নাহার বেলী, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুমন সরকার, আব্দুল বাছেদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল জলিল,ক্ষতিগ্রস্থ কৃষক মাওহার আব্দুল মোতালিব, গিয়াস উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানিয়েছেন, গৌরীপুরে  প্রথমবারের মত  চাষ হচ্ছে আফ্রিকান হাইব্রিড্ নেরিকা জাতের ধানের । এ বীজের  ১৫ থেকে-২০দিনের চারা ক্ষেতে রোপন করলে ১১০দিনের মাঝে ফলন পাওয়া যাবে। উপজেলার মাওহা ইউনিয়নে ২৫০,সহনাটী ১৬৫, বোকাইনগরে ৯০, সিধলা ৬০ ও অচিমত্মপুর ইউনিয়নে ৬৫ জন ক্ষতিগ্রস্থ প্রান্তি-ক্ষুদ্র চাষীদের  প্রত্যেকের মাঝে  বিনামুল্যে নেরিকা জাতের ১০ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি  সার ও ১০কেজি এমওপি  সার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন