বুধবার, ২ জুলাই, ২০১৪

হ্যাচারী মালিক ও মৎস্য চাষীর সরকারী অনুষ্টান বয়কট ।। গৌরীপুরে পৃথকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন



কমল সরকার,গৌরীপুর ।।
অন্ন বস্ত্র বাসস্থান,মাছ চাষে সমাধান ’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে এবং  এলাকার মৎস্য হ্যচারি মালিক-চাষীরা উপজেলা পরিষদের অনুষ্টান বয়কট করে (২জুলাই) বুধবার পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে  মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন । এ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে স্থানীয় পাবলিক হলে ইউএনও দুর-রে শাহওয়াজ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  (অতিরিক্ত দায়িত্ব) দৌলতল্লাহ মুরাদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রমুখ। অপরদিকে গৌরীপুর উপজেলা  সিনিয়র  মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদের  বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে উপজেলার স্বনাম ধন্য,রাস্ট্রীয় পদক প্রাপ্ত হ্যাচারির মালিক ও মৎস্য চাষীরা  উপজেলা পরিষদের অনুষ্টানে যোগদান না করে তারা পৃথকভাবে মৎস্য সপ্তাহ উদযাপন করেছে। এ উপলক্ষে হাচারী মালিক ও মৎস্য চাষীরা পৃথক শোভাযাত্রা  ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে ঝলক প্রজনন কেন্দ্রের সামনে যুমুনা মুৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক আবু সিদ্দিক’র সভাপতিত্বে আলোচণা সভায় বক্তব্য রাখেন ঝলক মৎস্য প্রজনন কেন্ত্রের পরিচালক কুবের প্রসাদ চৌহান,আদি ঝলক প্রজনন কেন্দ্রের পরিচালক মাধব কুমার চৌহান, তহুরা এলাহী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক উজ্জল বক্স, ঝলক চিংড়ী প্রজনন কেন্দ্রের পরিচালক রনজিত চৌহান, বর্মন হ্যাচারী মালিক যতিন্দ্র চন্দ্র বর্মন, সোনালী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক অজিত চৌহান, মৎস্য চাষী আবুল কালাম আজাদ প্রমুখ। এ ব্যপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা দৌলত উহ মুরাদ জানিয়েছেন হ্যচারী মালিক ও চাষীদের যথারিথী দাওয়াত দেয়া হয়েছে। তবে কেন তারা অনুষ্টানে যোগদান করেনি তা তিনি সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন