কমল
সরকার,গৌরীপুর
।।
ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষক
দিগম্বর ইস্যু পুঁজি করে ডাঃ
ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ আবার পরিস্থিতি
সরগরম করে তুলেছে। তারা শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে এমপি’র একামত্ম সমর্থক নেতা-কর্মীর বাড়ী-ঘর, দোকান-পাটে ব্যপক
ভাংচুর ও লুটপাট চালিয়ে ১০-থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ সময় এমপি বিদ্রোহী গ্রম্নপ আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান
কাউসারকে বেধরক-মারপিট ও ছুরিকাঘাতে আহতসহ অপরাপর আরো ৫ জনকে পিটিয়ে আহত করে। এদের
মাঝে গুরম্নতর আহত অবস্থায় সাংবাদিক কাউসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত
থাকা সন্দেহে গৌরীপুর পৌরসভার
কাউন্সিলর আব্দুল কাদিরকে পুলিশ গ্রেফতার করেছে। এর
পূর্বে রাত ১১টা থেকে গভীর রাত পর্যমত্ম সার্টারগান,পিস্তল
নিয়ে শহরে মহড়া চালায় এমপি
বিদ্রোহীরা। এ তে পৌরশহরে ব্যপক আতংকের সৃষ্টি হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে।
জানা গেছে
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ
মুমিনুন্নিসা সরকারী মহিলা অনার্স কলেজের
ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিনকে এমপি’র ক্যডারবাহিনী কর্তৃক ২২ জুন দিগম্বর
ঘটনার বিচারের দাবীতে এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ সাধারণ জনগনকে পাশে নিয়ে বিক্ষোভ,মানব বন্ধনসহ নানা কর্মসুচী দিয়ে আন্দোলন করে আসছিল। তবে এরি মাঝে এ আন্দোলনের শিখা কিছুটা ম্রিয়মান
যখন ঠিক সেই মুহুর্তে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র বিদ্রোহী গ্রম্নপ অর্ধশতাধিক মটর সাইকেল
নিয়ে (৪জুন)
বিকালে এমপির নিজ এলাকা গৌরীপুর ময়মনসিংহ সড়কের কলতাপাড়া নামক স্থানে মহড়া দেয়ার সময় ক্যাপ্টেন সমর্থকরা তাদের উপর
হামলা চালানোর চেষ্টা চালালে পুলিশের
হস্তক্ষেপ তা ব্যর্থ হয়। সেখান থেকে ফিরে এসে এমপি
বিদ্রোহীরা ইফতারের আগমহুর্তে এমপি সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক ম ’নুরম্নল ইসলামের বাড়ী-ঘরে হামলা করে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়। পাশাপাশি সময়ে হামলাকারীরা মটর সাইকেল যোগে প্রকাশ্যে
দেশীয় অস্ত্র প্রদর্শন করে শোডাউনের
মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা সোমনাথ সাহার বাসা, কেন্দ্রীয় যুবলীগ নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাবেক এপিএস আবু
কাউছার চৌধুরী রন্টির বাসা, এমপির ভাতিজা
শাহ রফিকুল ইসলাম দিপুর প্রাইভেট কার ও আ’লীগ নেতা রঞ্জন কুমার সরকারের
ফার্নিচারের দোকান ব্যপক ভাংচুর করে। এ
সময় থানার পুলিশ ছিল নিরব দর্শকের ভুমিকায়।
আওয়ামী লীগ নেতা ম নুরম্নল ইসলাম জানিয়েছেন মেয়র গ্রম্নপের ৫০/৬০ জনের একটি
সন্ত্রাসীদল তার বাসায় ভাংচুর ও লুটপাট করে ৫ লক্ষধিক
টাকারতিসাধন করেছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রীর এপিএস যুবলীগ নেতা রন্টি জানিয়েছেন সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে তার বাসায় হামলা চালিয়ে ১টি ৪২ হাজার টাকা মুল্যমানের প্রজেক্টর ও ২৮ হাজার টাকা মুল্যের ১টি জেনারেটর লুট করে
নিয়ে গেছে। আ’লীগ নেতা সোমনাথ জানিয়েছেন সন্ত্রাসীরা তার কাপড়ের দোকান সোমণাথ
বস্ত্রালয়ে হামলা ,অগ্নিসংযোগ ও লুটপাট করে ৫ লক্ষ
টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ জানিয়ছেন হামলা ও ভাংচুরের ঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে । এদিকে ওইদিন রাত ১০টার দিকে কলতাপাড়া নামক স্থানে কেন্দ্রীয় আ’লীগ উপকমিটির সহ-সম্পাদক কৃষিবিদ সামিউল আলম লিটন,
ও মুরশেদুজ্জামান সেলিমের গাড়ী বহরে একদল দৃবত্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন