শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

গৌরীপুরের কৃতি সন্তান ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আর নেই



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গৌরীপুর অচিন্তপুর ইনিয়নের অন্যতম বিদ্যাপীঠ ড এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আরজু (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ ছেলে-মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ময়মনসিংহ নাসিরাবাদ স্কুল মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ  ও বাদ আছর নিজ জন্মস্থান গৌরীপুর এমআর করিম উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজার নামাজ শেষে তাকে স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ডঃ এ এফ এম রেজাউল করিম ফকিরের মৃত্যুতে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি,অচিন্তপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল হাই আহম্মদ আলী, মাওহা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, গৌরীপুর পৌর সভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন