- কমল সরকার,গৌরীপুর ।।
- যে মিনি বাসটির আয় দিয়ে ২ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ সংসারের সকল ব্যয় নির্বাহ হতো। সেই পুরোনো মিনি বাসটি সদ্য সমাপ্ত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পরিবহন কাজে গিয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে। ফলে একমাত্র আয়ের উৎস মিনিবাসটি ক্ষতিগ্রস্থ হওয়ায় পথে বসেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রান্তিক পরিবহন ব্যবসায়ী রবিন্দ্র চন্দ্র সাহা। হুমকির মুখে পড়েছে তার ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যয়ের যোগান আর সংসারের ভরন পোষন দায়ভার। জানা গেছে ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পরিবহন কাজের জন্য গৌরীপুর মধ্যবাজারের পরিবহন ব্যবাসয়ী রবিন্দ্র চন্দ্র সাহার একমাত্র মিনিবাসটি (নারায়নগঞ্জ-জ-০৪-২৫২) ৩ জানুয়ারী জেলা প্রশাসক কর্তৃক রিকুইজিশন করা হয়। ৪ জানুয়ারী মিনিবাসটি নির্বাচনের ব্যালট বাক্স ও আইন শংৃখলা বাহিনীকে পরিবহন করে ময়মনসিংহ-৩ আসন গৌরীপুরের ৩১ নং কেন্দ্র খলদবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে যায়। সেখানে সরকারী হেফাজতে মিনিবাসটি ওইদিন রাতে কেন্দ্রের স্কুল মাঠে দাঁড়ানো অবস্থায় ছিল। গভীর রাতে অজ্ঞাত র্দৃবৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাস চালক আলী হোসেন, হেলপার বিজয় সাহা, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহাগ সাহাসহ অপরাপর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী আগুন নেভানোর আগেই বাসটি সম্পূর্ন পুড়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এক মাত্র আয়ের উৎস ক্ষতিগ্রস্থ হওয়ায় সর্বশান্ত হয়ে যায় মিনি বাসটির মালিক প্রান্তিক পরিবহন ব্যবসায়ী রবিন্দ্র চন্দ্র সাহা। ঘটনার পর গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ মিনিবাস মালিক রবিন্দ্র চন্দ্র সাহা জানিয়েছেন, পুড়ে যাওয়া এ গাড়ীর আয় দিয়ে তার ২ ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চলতো। মিনি বাসটি পুড়ে যাওয়ায় চরম মানবেতর অবস্থায় তার দিন অতিবাহিত করতে হচ্ছে। গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়ন সমিতির সভাপতি মোঃ আহসান উল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ বাসের সরকারী ক্ষতিপুরনের জন্য জেলা প্রশাসন বরাবরে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
নির্বাচনী কাজে একমাত্র আয়ের উৎস মিনিবাসে আগুন।। গৌরীপুরের প্রান্তিক পরিবহন ব্যবসায়ী সর্বশান্ত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন