শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

গৌরীপুরে ভোট কেন্দ্রে আগুন, স্বতন্ত্র প্রার্থীর ব্যানার,পোষ্টার ছেঁড়ার অভিযোগ

  1. কমল সরকার,গৌরীপুর ।।
  2. ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনের আগের দিন শুক্রবার ভোররাতে এক ভোট কেন্দ্রে আগুন ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানার পোষ্টার ছেড়াসহ কেন্দ্র এজেস্টকে আটক করে মারপিটের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র পার্থী নাজনিন আলম। এলাকাবাসী সূত্রে জানা গেজে,উপজেলার ৬১ নং কেন্দ্র রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল প্রাথমিক বিদ্যালয়ের দরজা,জানালা (৩ জানুয়ারী) ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাছির উদ্দিন বলেছেন আগুনে কেন্দ্রের খুব একটা ক্ষতি হয়নি।  তাই কেন্দ্রেটি বাতিল করা হয়নি। তিনি বলেছেন এ কেন্দ্রে যথারিতী ভোট গ্রহন চলবে।  অপর দিকে স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগে বলেছেন   শনিবার দুপুর ১২ টার দিকে ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর নামক স্থানে তার নির্বাচনী ব্যানার ও পোষ্টার একাধারে ছিড়ে ফেলা হয়েছে। এ সময় সতন্ত্র প্রার্থীর নিবাচর্নী এজেন্ট ভাংনামারী ইউনিয়নের খোদাবক্্রপুর গ্রামের জনাব আলীর ছেলে ছোটন মিয়াকে আটকিয়ে তার কাছ থেকে লিফলেট,কেন্দ্র খরচসহ তার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত র্দুবৃত্তরা। এ ব্যাপারে নাজনিন আলম নিরাপত্তা চেয়ে সহকারী রির্টানিং অফিসারের কাছে একটি আবেদন  করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন