- কমল সরকার,গৌরীপুর ।।
- ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নির্বাচনী কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করা পিসি এপিসি ও আনসার- ভিডিপি’র ভাতা থেকে দু দফায় ৫শ টাকা উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা আনসার অফিস সূত্রে জানা গেছে,গৌরীপুর উপজেলার ৮৭ টি নির্বাচনী কেন্দ্রে পিসি এপিসি ও মহিলা-পুরুষ আনসার ভিডিপিসহ ৯শ ৮৭ জন দায়িত্ব পালন করে। এ ক্ষেত্রে পিসি এপিসিদের ১ হাজার ৮শ ৫০ টাকা করে ও আনসার সদস্যদের ১ হাজার ৭শ টাকা করে ভাতা দেয়ার বিধান রয়েছে। অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নির্বাচনী ডিউটি তালিকায় নাম উঠানোর সময় প্রতি সদস্যর কাছ থেকে ৩শ টাকা ও ভাতা প্রদানের সময় ২শ টাকা করে মোট ৫শ টাকা আদায় করেছেন। (৯ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল থেকে অপেক্ষা করে অবশেষে শেষ বিকালে নির্বাচনী ডিউটির ভাতার টাকা হাতে পেয়ে আনসার,ভিডিপি সদস্যরা অভিযোগে বলেছেন,সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডিউটি তালিকায় নাম উঠানোর সময় ৩শ টাকা ও ভাতা প্রদানের সময় আরো ২শ টাকা তাদের সকলকেই বাধ্যতামুলক দিতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা আরো বলেন, সাংবাদিক ভাই এ কথা আমাদের নামসহ পত্রিকায় উঠলে জীবনে আর ডিউটি পাবো না। আমরা গরীব মানুষ বছরে একবার দুর্গা পূজা আর ৫ বছর পর পর একটি নির্বাচনী ডিউটিতে যা পাই তাও হারাতে হবে। তাদের অভিযোগ আনসার-ভিডিপি সদস্যদের কাছ থেকে আদায় করা টাকা উপজেলা থেকে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের মাঝে ভাগাবাটোয়ারা হয়ে থাকে। এ বিয়য়টি নাকি ওপেন সিক্রেট। ডিউটি তালিকায় নাম উঠানো বাবদ ৩শ টাকা ও ভাতা প্রদানের সময় ২ শ টাকা করে কেটে রাখা হয়েছে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন। তিনি নির্বিকারভাবে বলেছেন আমি সুষ্টভাবে ভাতা বিতরন করেছি ।
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
গৌরীপুরে আনসার ভিডিপি’র ভাতা থেকে ৫শ টাকা করে আদায়ের অভিযোগ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন