কমল সরকার,গৌরীপুর ।।
- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সকল সরকারী,বেসরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন ও সঠিক সময়ে নামানো হলেও উপজেলার সদর ইউনিয়নের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ও গভীর রাত পর্যন্ত শিক্ষক সমিতির কার্য়ালয়ের পতাকা হয়নি নামানো । উভয় ঘটনার জন্য দায়ী প্রভাবশালী এক শিক্ষক দম্পতি।
- জানা গেছে, গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্বামী পৌর শহরের সূরর্যবালা সরকারী প্রাধমিক বিদালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে বাসা নিয়ে বসবাস করেন। তাই স্বাধীনতা দিবসে প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্কুলে জাতীয় পতাকা টানানো হয়নি। আবার শিক্ষক সমিতির সভাপতি স্বামী আমজাদ হোসেনের শিক্ষক সমিতির কার্যালয়ে উঠানো পতাকা গভীর রাত পর্যন্ত হয়নি নামানো। খোঁজ নিয়ে জানা গেছে ওই শিক্ষক দম্পতি ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় দুটি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম চলে আসলেও ভয়ে কেউ এর প্রতিবাদ করে না। অভিযোগ উঠেছে এই শিক্ষক দম্পতি গৌরীপুরে শিক্ষকতা করলেও থাকেন ময়মনসিংহ শহরে । তাই প্রায় প্রতিদিন বিদ্যালয়ে তাদের উপস্থিতি থাকে অনিয়মিত। সকাল ৯টার স্থলে তারা স্কুলে আসেন দপুর ১২টা থেকে-১টায়। আবার বাসায় ফেরার তাগিদে ২টায় স্কুল ত্যাগ করেন তারা। এই হলো তাদের নিয়মিত রুটিন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে অবস্থান করার কারনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রধান শিক্ষক নাছরিন সুলতানার বিদ্যালয় কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আবার শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক স্বামী আমজাদ হোসেনের সমিতির কার্যালয়ে উঠানো পতাকা সঠিক সময়ে নামানো হয়নি। যা গভীর রাত পর্যন্ত টানানো ছিল। এ ব্যপারে জানার জন্য ওই দম্পতির মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ কে উভয় বিষয়টি অবহিত করা হয়েছে।