বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

গৌরীপুরে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দম্পতির কান্ড

কমল সরকার,গৌরীপুর ।।
  1. ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সকল সরকারী,বেসরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা  উত্তোলন ও সঠিক সময়ে নামানো হলেও  উপজেলার সদর ইউনিয়নের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ও গভীর রাত পর্যন্ত শিক্ষক সমিতির কার্য়ালয়ের পতাকা হয়নি নামানো । উভয় ঘটনার জন্য দায়ী প্রভাবশালী  এক শিক্ষক দম্পতি।
  2. জানা গেছে, গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্বামী  পৌর শহরের সূরর্যবালা সরকারী প্রাধমিক বিদালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে বাসা নিয়ে বসবাস করেন। তাই স্বাধীনতা দিবসে প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্কুলে জাতীয়  পতাকা টানানো হয়নি।  আবার শিক্ষক সমিতির সভাপতি স্বামী আমজাদ হোসেনের শিক্ষক সমিতির কার্যালয়ে উঠানো পতাকা গভীর রাত পর্যন্ত হয়নি নামানো।  খোঁজ নিয়ে জানা গেছে ওই শিক্ষক দম্পতি ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় দুটি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম চলে আসলেও ভয়ে কেউ এর প্রতিবাদ করে না। অভিযোগ উঠেছে এই শিক্ষক দম্পতি গৌরীপুরে শিক্ষকতা করলেও থাকেন ময়মনসিংহ শহরে । তাই প্রায় প্রতিদিন বিদ্যালয়ে তাদের উপস্থিতি থাকে অনিয়মিত। সকাল ৯টার স্থলে তারা স্কুলে আসেন দপুর ১২টা থেকে-১টায়। আবার বাসায় ফেরার তাগিদে ২টায় স্কুল ত্যাগ করেন তারা। এই হলো তাদের নিয়মিত রুটিন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে অবস্থান করার কারনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে  প্রধান শিক্ষক নাছরিন সুলতানার বিদ্যালয় কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আবার শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক স্বামী আমজাদ হোসেনের সমিতির কার্যালয়ে উঠানো পতাকা সঠিক সময়ে নামানো হয়নি। যা গভীর রাত পর্যন্ত টানানো ছিল। এ ব্যপারে জানার জন্য ওই দম্পতির মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ কে উভয় বিষয়টি অবহিত  করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

গৌরীপুরে বাতিলকৃত ৩ ভোট কেন্দ্রে ২৭ মার্চ পুনঃনির্বাচন

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে ১৫ মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই  ব্যালট পুড়িয়ে ফেলা ও কেন্দ্র ভাংচরের ঘটনায় স্থগিত হওয়া শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭ মার্চ পুনঃনির্বাচনের ঘোষনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার দূর-রে-শাহওয়াজ জানিয়েছেন, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপ্ত ভোটে পার্থক্য না থাকায় উল্লেখিত ৩ কেন্দ্রে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া ৩ ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৬ হাজার ১২৬ জন। ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী  আহম্মেদ তায়েবুর রহমান ( দোয়াত কলম ) ৫১ হাজার ৬শ ৫০ ভোট পেয়ে অগ্রগামী রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস) ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকতম প্রতিদ্বন্দি হচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থী তানজিন চৌধুরী লিলি। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬শ ৭৯ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক (তালা) ৪৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী যুবদল নেতা জিয়াউল আবেদিন জিলু (টিউবওয়েল)। তিনি  পেয়েছেন ৩৯ হাজার ৮৫ ভোট। কিন্তু অগ্নিসংযোগ, ব্যালট বক্স ছিনতাই, ভোট কেন্দ্রে ভাংচুর ও ব্যালট পেপার পুড়িয়ে দেয়ার অভিযোগে ৩টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত  হওয়ায় ভোট পার্থক্যে  পুরুষ ভাইসচেয়ারম্যান পদের বিজয়ী ঘোষনা অমিমাংসিত থেকে যায়। ফলে স্থানীয় প্রশাসন ওইদিন  গননায়  প্রাপ্ত  ভোট ফলাফলের লিখিত  ঘোষনা  দিয়েছিলেন।

ব্যাংক কর্মকর্তার পোষ্টিং সই জাল করে ।। গৌরীপুর জনতা ব্যাংকের ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর জনতা ব্যাংক এসি শাখার  ২ ব্যাংক একাউন্টের চেকে ব্যাংক কর্মকর্তার চেক পোষ্টিং সই জাল করে একাধিক চেকের মাধ্যমে ১৩ লক্ষ টাকা  হাতিয়ে নিয়েছে  প্রতারক চক্র। ঘটনাটি  ধরা পরার পর বুধবার সংশ্লিষ্ট ব্যাংক কর্র্র্তৃপক্ষ তরিগড়ি করে ধার-দেনায় ব্যাংকের হিসেব ঠিক করলেও  শেষ মেষ বিষয়টি আর ধামা-চাপা দিতে পারেনি। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে মঙ্গলবার  (১৮ মার্চ)  সারা দিন স্বাভাবিক লেন দেন শেষে সন্ধ্যায় হিসেব মিলাতে গিয়ে ১৩ লক্ষ টাকার গড়মিল ধরা পড়ে। একপর্যায়ে পেমেন্ট চেক হিসেব করে দেখা যায় আবুল কালাম হিসাব নং-১৬২২২ ও মোঃ কামাল হিসাব নং-১৬২৩৭ থেকে ৭টি চেকে ১৩ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু উল্লেখিত হিসাব নং-দুটিতে সর্বমোট টাকা জমা রয়েছে মাত্র ৪ হাজার। ব্যাংক কতৃপক্ষ  ঘটনা ধামা চাপা দিতে রাত থেকে ধার-দেনা করে বুধবার সকাল পর্যন্ত সমুদয় টাকা ব্যাংকে জমা দিয়েছেন। ততক্ষনে বিষয়টি শহরময় চাউর হয়ে পড়ে। ব্যাংকে ছুটে যায় স্থানীয় সাংবাদিকরা। এ সময় ব্যাংক ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন বিষয়টি নিজেদের পকেটের টাকায় মিমাংসা করা হয়েছে। এদিকে  টাকা উত্তোলনের চেক পোষ্টিং কর্মকর্তা আব্দুল কদ্দুস জানিয়েছেন, ঘটনার দিন তার হাত দিয়ে বড় অংকের কোন চেক নগদ পেমেন্টের জন্য পোষ্টিং দেয়া হয়নি। তিনি বলেছেন তার পোষ্টিং সই ও আনুসাঙ্গিক সিল জাল করে প্রতারক চক্র টাকা তুলে নিয়ে গেছে। ঘটনা তদন্তে ময়মনসিংহের  জনতা ব্যাংকের জেলা যোনাল ও বিভাগীয় অফিসের  টিম   গৌরীপুর জনতা ব্যাংক পরিদর্শন করেছেন। এ নিয়ে জনতা ব্যাংক গ্রাহকদের মাঝে আতংক বিরাজ করছে।

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

গৌরীপুরের পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি



  • কমল সরকার,গৌরীপুর :
  • ময়মনসিংহের গৌরীপুর  উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের এক গৃহস্থবাড়ীর গোয়াল ঘরে  (১৭মার্চ) সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গবাদি পশু জীবন্তদগ্ধ ও বীজ আলু,গম,ধান অন্যান্য মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঈশ্বর গঞ্জের ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছার আগেই উল্লেখিত পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয় বলে বাড়ীর মালিক জানিয়েছেন। জানা গেছে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিত গ্রামের গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি হাবিবুল্লাহ’র বাড়ীর গোয়াল ঘরে মশা তাড়ানোর  আগুনের ধোঁয়া থেকে  অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এ  সময় বাড়ীর লোকজন ঘুমিয়ে ছিল। বাধাহীন আগুনের লেলিহান শিখা গোয়াল ঘর গ্রাস করে মহুর্তেই পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে জীবন্তদগ্ধ হয়ে মারা যায় ২টি ৯ মাসের পোয়াতি বকনা গাভী,১টি ষাড় গরু,১টি ছাগল, সম্পুর্ন ভস্মিভুত হয় ৪০ মন বীজ আলু, ধান গম,খড় ও অন্যান্য সামগ্রী। খবর পেয়ে ঈশ্বর গঞ্জের ফায়ার ব্রিগেড ঘটনা স্থলে পৌছার আগেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায় গবাদীপশুসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল।         












গৌরীপুরে ক্ষমতাসীন দলের নির্বাচনোত্তর সহিংসতা।। সেনাবাহিনী,বিজিবি ও পুলিশী টহল জোরদার

কমল সরকার,গৌরীপুর :
ময়মনসিংহের গৌরীপুর ১৫ র্মাচ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় ১জন আহতসহ বাড়ী-ঘর ,ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে সেনা সদস্য,বিজিবি ও পুলিশী টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে,উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ( ১৬মার্চ) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ মাষ্টার (৪৫)’র উপর  একদল সন্ত্রাসী হামলা করে ব্যাপক মারধর করে।  গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে গৌরীপুর স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন রাতে আ’লীগের বিজিত চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভীর সমর্থকরা দলের অপর বিজিত চেয়ারম্যান প্রার্থী শরিফ হাসান অনুর কর্মী ও সমর্থকদের ধাওয়া করে। এ সময় হামলাকারীরা ছাত্রলীগ নেতা সোমনাথ সাহার বাসা ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিধূ ভূষন দাসের ছেলে শ্যামল ভূষন দাসের ফার্মেসীতে  হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় শরিফ হাসান অনুর সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে  রাতেই শহরে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশী টহল জোরদার করে। এ ঘটনার প্রতিবাদে (১৭মার্চ) সোমবার দুপুরে অনুর সমর্থনকারী আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিশাল এক বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ,সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস,যুগ্ম সাধারন সম্পাদক ম নুরুল ইসলাম,ইকবাল হোসেন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু কাউসার চৌধুরী রন্টি,গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি হাবিবুল্লাহ,ছাত্রলীগ নেতা মশিউর রহমান কাউসার, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি,উপজেলা চেয়ারম্যার প্রার্থী শরিফ হাসান অনু,আ’লীগ নেতা আঃ মুন্নাফ প্রমুখ।
একই দিন বিকালে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ শহরে পৃথক মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক রৌশন সারোয়ার সজির,আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আহাম্মদ উল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান,পৌর কাউন্সিলর আঃ কাদির প্রমুখ।

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

বাড়ী ফেরা হলো না----।। গৌরীপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপনের

  1. কমল সরকার, গৌরীপুর।।
  2. আর বাড়ী ফেরা হলো না গৌরীপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন কুমার দত্তের। রিপন কুমার দত্ত ১৫ মার্চ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলেজ কেন্দ্রের সহকারি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন শেষে লাশ হয়ে বাড়ী ফিরেছে। নির্বাচনী কর্মকান্ড শেষ করে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে নান্দাইল চৌরাস্তায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রিপন কুমার দত্তের (৩৪) ঘটনা স্থলেই মৃত্যু হয়।্ মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছোট কন্যা সন্তান ও অসংখ্য সহকর্মী গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নান্দাইল উপজেলার বেলতৈল নিজ গ্রামবাসী ও পরিবার, গৌরীপুর উপজেলা কৃষি অফিসের সহকর্মী ও নান্দাইলের আতœীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার (১৬মার্চ) দুপুরে স্থানীয় শ্বশানে তার মৃতদেহের সৎকার করা হয়েছে। এ সময় গৌরীপুরের ইউএনও সহকারি রির্টানিং অফিসার দূর-রে-শাহওয়াজ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক সমির কুমার সরকার, উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ ড. জে.সি প-িত, গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, ময়মনসিংহ ডিকেআইবি’র সভাপতি সিদ্দিকুল আলম, গৌরীপুর ডিকেআইবির সভাপতি আনিছুর রহমান, প্রেসকাব প্রতিনিধি যুগান্তরের সাংবাদিক মোঃ রইছ উদ্দিন ও তার কর্মস্থলের কৃষি অফিসের কর্মকর্তা-সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখিত গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দত্তের ৪ ছেলের মাঝে ছোট ছেলে রিপন ২০০৪ সনে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথমে কিশোরগঞ্জ জেলায় পরে গৌরীপুর হর্টিকালচার সেন্টারে ও মৃত্যদিন পর্যন্ত গৌরীপুর কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।  রিপনের অকাল মৃত্যুতে সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, গৌরীপুর প্রেসকাব সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্ট, সাবেক সভাপতি কমল সরকার, সাধারন সম্পাদক এইচ এম খায়রুল বাশার গভীর শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

গৌরীপুরে বিএনপি প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

  1. কমল সরকার,গৌরীপুর  ।।
  2. ১৫মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরন ( দোয়াত-কলম) বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫১হাজার ৬শ ৫০। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু (আনারস) ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানাউল হক (তালা) ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫শ ৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াউল আবেদীন জিলু (টিউবওয়েল) ভোট পেয়েছেন ৩৮ হাজার ৯শ ৮৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী (কলসি) তানজিন চৌধুরী লিলি ভোট পেয়েছেন ৩৭ হাজ্রা ৬শ ৭৯। এদিকে নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলার ঘটনায় উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া, ভালুকাপুর ও  গৌরীপুর ইউনিয়নের শালিহর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত ঘোষনা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

গৌরীপুরে ৪র্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন

  1. কমল সরকার,গৌরীপুর।।

  2. ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪র্থ উপজেলা নির্বাচন অনুষ্ঠানের  সকল প্রস্তুতি  সস্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার ১৫ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। নিবার্চনে শান্তি-শৃংখলা রক্ষার্থে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সকল প্রস্তুতি গ্রহন করেছেন। গৌরীপুর ্ উপজেলার ৮৭টি ভোট কেন্দ্রের মাঝে ৬৪টি ভোট কেন্দ্রকে অতিঝুকিপূণ, ঝুকিপূর্ন ও অর্ধঝুকিপূর্ন বলে চিহ্নিত করে বিষেশ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনে শান্তি শৃংখলা রক্ষার্থে ১২ মার্চ থেকে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা একে এম মুসা জানিয়েছেন, পৌরশহরসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৮৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং ৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৩শ ৮৮জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭শ ৭৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে গৌরীপুর উপজেলার পৌরশহরসহ ১১টি ইউনিয়নে ১ লক্ষ ৪ হাজার ৫শ ৩০ জন পুরুষ ও ১ লক্ষ ২ হাজার ৭শ ৯৩ মহিলা ভোটার তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী  ও উপজেলা নির্বাহী দুররে-শাওয়াজ জানিয়েছেন, নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় প্রতি কেন্দ্রে ১২জন করে ১০৪৪জন আনসার ভিডিপি, পুলিশ  ও আর্মস ব্যাটিলিয়ন সদস্যরা মোতায়েন থাকবে। তাছাড়া থাকবে একাধিক স্টাইকিং ফোর্স ও ৪টি পৃথক ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট টিম। উল্লেখ্য  গৌরীপুরে উপজেলা নির্বাচনে বিএনপি ২ ও আওয়ামী লীগের ২ চেয়ারম্যান  প্রার্থীসহ মহিলা ভাইসচেয়ারম্যান পদে ২ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দিতা করছেন।


রবিবার, ৯ মার্চ, ২০১৪

গৌরীপুরে বিএনপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

  1. কমল সরকার,গৌরীপুর  ।।
  2. আগামী ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর বিএনপি’র সভাপতি দলের তৃনমুলের চেয়ারম্যান প্রার্থী  আলহাজ মকুবুল হোসেন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির  যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত (সূত্র নং-বিএনপি/বহিস্কার/৭৭/৭০/২০১৪ তারিখ ৬ মার্চ/২০১৪) মুলে এক চিঠিতে দলীয় শৃংখলা ভঙ্গের কারনে দলীয় গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক এ আদেশ দেয়া হয়েছে। এ ব্যপারে প্রতিক্রিয়া জানতে উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের সাথে কথা বললে তিনি  বহিষ্কারের ৬ তারিখের চিঠি ৯ তারিখে পাঠানোর বিষয়টি নিয়ে সন্দেহ  প্রকাশ করে বলেছেন এই চিঠি ভুয়া। এদিকে চিঠিটি জাল উল্লেখ করেছেন বহিস্কৃত প্রার্থী আলহাজ মকবুল হোসেন খান। এ নিয়ে গৌরীপুরে সংশ্লিষ্ট দলের মাঝে শুরু হয়েছে তোলপাড় ।

শনিবার, ৮ মার্চ, ২০১৪

গৌরীপুর তাল্লু স্পিনিং মিলে অগ্নিকান্ড সোয়াকোটি টাকার ক্ষয়ক্ষতি

  1. কমল সরকার,গৌরীপুর ।।
  2. ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৮মার্চ) কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলস্ এর রোটার মেশিনের ঘর্ষণে সৃষ্ট আগুনে তুলা, মেশিন ও বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ১কোটি ২৫লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
  3. প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে রোটার উৎপাদন রুমে রোটার মেশিনের স্পার্কিং থেকে তুলায় আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো মিলে ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, মিলের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র, শ্রমিক-কর্মচারীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, আগুনে পুড়ে গেছে তুলা, ক্ষতিগ্রস্থ হয়েছে মেশিনের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও ভবনের কিছু অংশ। মিলের উৎপাদন ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আগুনে ৪০মেঃ টন তুলা যার মূল্য ৬৫লাখ টাকা, ৮টি মেশিনের প্রায় ৪০ লাখ টাকার যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইলেকটিক্যাল প্রকৌশলী ইসমাঈল হোসেন জানান, আগুনে বৈদ্যুতিক সরঞ্জাম প্রায় ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়।####

গৌরীপুরে আ.লীগ আ’লীগের প্রতিদ্বন্দি বিএনপিতে চলছে একই অবস্থা

কমল সরকার,গৌরীপুর ।।

  1. আগামী ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আ’লীগের প্রতিদ্বন্দি আওয়ামী লীগ, বিএনপিতেও চলছে একই অবস্থা। ১৮ ফেব্রুয়ারি উপজেলা ও পৌর আ.লীগের তৃণমূল কাউন্সিলরদের ভোটে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে আলী আহাম্মদ খান পাঠান সেলভী (মটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে সানাউল হক (তালা)ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইসলাম ডলি (হাঁস) নির্বাচিত হয়। এর পরও দলের চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ,আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু (আনারস). ভাইস চেয়ারম্যান পদে হারুনুর রশিদ পবিত্র (মাইক), মহাজোট প্রার্থী জহিরুল আলম লিটন (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবিকা জাকিয়া সুলতানা শান্তা (প্রজাপতি) প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে রয়ে গেছেন। এদিকে ২৩ ফেব্রুয়ারী জেলা দ্বক্ষিন বিএনপি’র সভাপতি ও নির্বাচনকালীন বৃহত্তর ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত সাবেক এমপি একে এম মোশারফ হোসেনের স্বাক্ষরিত  এক চিঠিতে বিএনপি থেকে একক চেয়ারম্যান প্রাথী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরনকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু (২৬ ফ্রেব্রুয়ারী) ময়মনসিংহে ধানসিড়ি রোস্তোরার হল রুমে উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের নেতৃত্বে এক সংবাদ সম্মেলনে গৌরীপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ  মকবুল হোসেন খানকে ( ঘোড়া) দলের তৃনমুলের চেয়ারম্যান প্রার্থী  ঘোষনা করা হয়েছে। এর পর থেকেই বিএনপি’র প্রতিদ্বন্দি বিএনপি ও আ’লীগের প্রতিদ্বন্দি আ’লীগের একাধিক প্রার্থী নির্বাচন মাঠে প্রতিযোগিতামুলক শোডাউন  চালিয়ে যাচ্ছে। নির্বাচনী আচরণ বিধি লংঘন করে জীবিত ঘোড়া প্রতিক নিয়ে প্রতিযোগিতা মুলক শোডাউন করতে গিয়ে ভ্রাম্যমান আদালতকে জরিমানা দিতে হয়েছে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী আলহাজ মকবুল হোসেন খানকে। একাধিক নির্বাচনী ক্যাম্প করার অপরাধে  একইদিন জরিমানা দিয়েছেন বিএনপি’র অপর চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন। এর পরও আড়ালে আবডালে নির্বাচনী আচরণ বিধির তোয়াক্কা না করে প্রায় সকল প্রার্থীই জোড়-শোরে মিটিং-মিছিল, শোডাউন চালিয়ে যাচ্ছে। চলছে ভোটারদের কাছে একে অপরকে ঘায়েল করার নানা কুটকৌশল আর সমতালে চলছে ভোটার বন্ধনা। এদিকে ৬ মার্চ দলীয় সিদ্ধান্ত লংঘন করায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা আওয়ালীগ থেকে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনুকে বহিস্কার করা করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ বলছে কেন্দ্রীয় ছাড়া জেলা আওয়ামী লীগ  কাউকে বহিস্কার করার সাংগঠনিক বৈধতা নেই। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস বলেছেন জেলা আওয়ামী লীগের বহিস্কারাদেশ বৈধ। আবার এদিকে উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অধিকাংশ নেতৃবৃন্দ আ’লীগের একক প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভিকে বয়কট করে বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনুকে সমর্থন দিয়েছেন। নেতৃবৃন্দের ভাষায় ভোট মাঠে সেলভির গ্রহনযোগ্যতা কম থাকায় আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে প্রার্থী বদলের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই সব মিলিয়ে আ’লীগ ও বিএনপি’র মাঝে চলছে জটিল কুট কৌশল। এ কৌশলে কে হবে উপজেলা চেয়ারম্যান তা বলা যাবে ১৫ মার্চ নির্বাচন শেষে।



রবিবার, ২ মার্চ, ২০১৪

নিজের খেয়ে দোয়াত-কলমে ভোট দিন শ্লোগানে মুখরিত গৌরীপুর

কমল সরকার,গৌরীপুর।।
আগামী ১৫ মার্চ গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিএনপি’র নেতৃত্বে ১৯ দলের মনোনিত দরিদ্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ তায়েবুর রহমান হীরনের  (দোয়াত কলম) পক্ষে দলের নেতাকর্মী- সমর্থকসহ  এলাকার নানা পেশাজীবি  সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে সেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জনপদে ভোট প্রার্থনায় নেমেছেন। এ ক্ষেত্রে ধনী-গরীব লোকজনের মুখে মুখে একটি শ্লোগান উচ্চারিত হচ্ছে ‘ নিজের খেয়ে দোয়াত কলমে ভোট দিন। বিরোধী দলের আন্দোলন মাঠের অগ্রজ সৈনিক, আওয়ামী লীগ সরকারের দেয়া প্রায়  দেড় ডজনের অধিক  মামলার আসামী বিএনপি’র প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান  হীরন মইলাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করে গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেন। এতে সে প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল।  গৌরীপুর বিএনপি’র আন্দোলন মাঠের লড়াকু সৈনিক হীরন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যে কদিন চেয়ারম্যান পদে ছিলেন সে কদিন এলাকাবাসীর সুখে-দুঃখে নিয়োজিত থেকে অত্যান্ত নিষ্ঠা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন। সে সময় তার বিরুদ্ধে ছিল না কোন দুর্নীতির অভিযোগ, অসন্তোষ্ঠি ছিল না এলাকাবাসীর  মনে । ফলে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখিত মইলাকান্দা ইউনিয়নে হিরন চেয়ারম্যানের ছোট ভাই রিয়াদুজ্জামান রিয়াদ অনায়াসে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। গ্রামীন জনপদে ন্যায় বিচারক ও প্রতিবাদী কণ্ঠস্বরের অধিকারী হীরন এবার বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার পর থেকে দল ও সাধারণ মানুষ তাকে নির্বাচিত করতে আর্থিক সহায়তাসহ স্বইচ্ছায় গনসংযোগে নামেন। বর্তমানে হীরন ভক্তরা নিজের পকেটের টাকা খরচ করে ভাগাভাগি হয়ে গ্রামীন জনপদে নিরবিচ্ছিন্ন ভাবে হীরনের দোয়াত কলম প্রতিকের পক্ষে গনসংযোগসহ মিটিং-মিছিল প্রচারনা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রতিদিন হীরন ভক্তের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।