- কমল সরকার,গৌরীপুর ।।
- আগামী ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর বিএনপি’র সভাপতি দলের তৃনমুলের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মকুবুল হোসেন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত (সূত্র নং-বিএনপি/বহিস্কার/৭৭/৭০/২০১৪ তারিখ ৬ মার্চ/২০১৪) মুলে এক চিঠিতে দলীয় শৃংখলা ভঙ্গের কারনে দলীয় গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক এ আদেশ দেয়া হয়েছে। এ ব্যপারে প্রতিক্রিয়া জানতে উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের সাথে কথা বললে তিনি বহিষ্কারের ৬ তারিখের চিঠি ৯ তারিখে পাঠানোর বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন এই চিঠি ভুয়া। এদিকে চিঠিটি জাল উল্লেখ করেছেন বহিস্কৃত প্রার্থী আলহাজ মকবুল হোসেন খান। এ নিয়ে গৌরীপুরে সংশ্লিষ্ট দলের মাঝে শুরু হয়েছে তোলপাড় ।
রবিবার, ৯ মার্চ, ২০১৪
গৌরীপুরে বিএনপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন