বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

গৌরীপুরে বাতিলকৃত ৩ ভোট কেন্দ্রে ২৭ মার্চ পুনঃনির্বাচন

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে ১৫ মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই  ব্যালট পুড়িয়ে ফেলা ও কেন্দ্র ভাংচরের ঘটনায় স্থগিত হওয়া শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭ মার্চ পুনঃনির্বাচনের ঘোষনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার দূর-রে-শাহওয়াজ জানিয়েছেন, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপ্ত ভোটে পার্থক্য না থাকায় উল্লেখিত ৩ কেন্দ্রে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া ৩ ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৬ হাজার ১২৬ জন। ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী  আহম্মেদ তায়েবুর রহমান ( দোয়াত কলম ) ৫১ হাজার ৬শ ৫০ ভোট পেয়ে অগ্রগামী রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস) ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকতম প্রতিদ্বন্দি হচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থী তানজিন চৌধুরী লিলি। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬শ ৭৯ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক (তালা) ৪৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী যুবদল নেতা জিয়াউল আবেদিন জিলু (টিউবওয়েল)। তিনি  পেয়েছেন ৩৯ হাজার ৮৫ ভোট। কিন্তু অগ্নিসংযোগ, ব্যালট বক্স ছিনতাই, ভোট কেন্দ্রে ভাংচুর ও ব্যালট পেপার পুড়িয়ে দেয়ার অভিযোগে ৩টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত  হওয়ায় ভোট পার্থক্যে  পুরুষ ভাইসচেয়ারম্যান পদের বিজয়ী ঘোষনা অমিমাংসিত থেকে যায়। ফলে স্থানীয় প্রশাসন ওইদিন  গননায়  প্রাপ্ত  ভোট ফলাফলের লিখিত  ঘোষনা  দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন