- কমল সরকার,গৌরীপুর ।।
- ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৮মার্চ) কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলস্ এর রোটার মেশিনের ঘর্ষণে সৃষ্ট আগুনে তুলা, মেশিন ও বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ১কোটি ২৫লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঈশ্বরগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
- প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে রোটার উৎপাদন রুমে রোটার মেশিনের স্পার্কিং থেকে তুলায় আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো মিলে ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, মিলের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র, শ্রমিক-কর্মচারীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, আগুনে পুড়ে গেছে তুলা, ক্ষতিগ্রস্থ হয়েছে মেশিনের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও ভবনের কিছু অংশ। মিলের উৎপাদন ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আগুনে ৪০মেঃ টন তুলা যার মূল্য ৬৫লাখ টাকা, ৮টি মেশিনের প্রায় ৪০ লাখ টাকার যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইলেকটিক্যাল প্রকৌশলী ইসমাঈল হোসেন জানান, আগুনে বৈদ্যুতিক সরঞ্জাম প্রায় ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়।####
শনিবার, ৮ মার্চ, ২০১৪
গৌরীপুর তাল্লু স্পিনিং মিলে অগ্নিকান্ড সোয়াকোটি টাকার ক্ষয়ক্ষতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন