- কমল সরকার,গৌরীপুর ।।
- ১৫মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরন ( দোয়াত-কলম) বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫১হাজার ৬শ ৫০। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু (আনারস) ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানাউল হক (তালা) ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫শ ৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াউল আবেদীন জিলু (টিউবওয়েল) ভোট পেয়েছেন ৩৮ হাজার ৯শ ৮৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী (কলসি) তানজিন চৌধুরী লিলি ভোট পেয়েছেন ৩৭ হাজ্রা ৬শ ৭৯। এদিকে নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলার ঘটনায় উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া, ভালুকাপুর ও গৌরীপুর ইউনিয়নের শালিহর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত ঘোষনা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রবিবার, ১৬ মার্চ, ২০১৪
গৌরীপুরে বিএনপি প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন