কমল সরকার,গৌরীপুর ।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু
সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠান (২৯জুন) রোববার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে
পালন করা হয়েছে। রথ যাত্রা উপলক্ষে গোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের
পূজার্চনা,শ্রীমদ্ভাগবত পাঠ,হরিনাম সংকীর্তন ও শত শত নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ
বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৪ টায় পূজারীগণ মাঙ্গলিক
অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করেন। পরে ঢাক-ঢোল কাশর বাঁজিয়ে ও উলউধ্বনিসহকারে জগন্নাথ
দেবের প্রতিমা স্থাপিত রথটি গোবিন্দ জিউর
মন্দির থেকে সম্মিলিত শত শত নারী-পুরুষ, ছোট ছোট ছেলে-মেয়ে, কিশোর-কিশোরীরা
শহর দিয়ে টেনে টেনে বাগান বাড়ী হরিসভা
মন্দির প্রাঙ্গনে নিয়ে যায়। সেখানেই রথযাত্রার সমাপ্তি ঘটে। এ উপলক্ষে দুটি মন্দিরে বসেছিল নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে
মেয়েদের এক বিশাল মিলন মেলা। উল্লেখ্য জগন্নাথ
দেবের রথযাত্রানুষ্ঠানের (২৯জুন) রোববার থেকে
উল্টোরথ যাত্রা অনুষ্ঠান পর্যমত্ম পৌর শহরের কালিপুর হরিসভা মন্দিরে ৯ দিন
ব্যাপী হরিনাম সংকীর্তন, শ্রী মদ্ভাগবত
পাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আযোজন করা
হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন