কমল সরকার,গৌরীপুর ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (১৫ অক্টোবর) বিকালে একটি ঘরে গোপন বৈঠক চলাকালে ১৮ শিবির নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশওই ঘর থেকে কিশোর কন্ঠ-শিশু মনে কার্টুনের প্রভাব নামক জেহাদী বইসহ, ছুরি ক্রয়,বিভিন্ন স্থানে যাতায়াতের বিল বাউসার উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র শিবিরের নেতা কর্মীরা উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া বাজারের পাশে সত্যেন্দ্র চন্দ্রের বাড়ীর হাফ বিল্ডিং ঘরে বসে গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে উপজেলার ইউছুফাবাদ গ্রামের আঃ আলীর ছেলে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসাইন (৩৪), নওগা গ্রামের ফয়জুর রহমানের ছেলে উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (২০) আঃ সিদ্দিকের ছিলে শিবির নেতা মতিউর রহমান (১৭), ,হায়দারের ছেলে মোফাজ্জল হোসেন (১৫),ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২২), ,দামগাও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুজন মাহামুদ (১৫),নন্দীগ্রামের আবুল হাশেমের ছেলে হৃদয় (১৮),মহিষরন গ্রামের সুরুজ আলীর ছেলে আল-আমিন (২৫),শালীহর গ্রামের হারুন-উর-রশিদের ছেলে রাকিবুল ইসলাম (১৭),তাতকুড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আবুবক্কর সিদ্দিক (১৮),গুজিখা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মোঃ পলাশ (১৭) ও তারাকান্দা উপজেলার বিষকা গ্রামের মোঃ আঃ হাই এর ছেলে শফিকুল ইসলাম সাইফুল (১৯)সহ ১৮ জনেকে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের পুলিশী জিঞ্জাসাবাদ চলছিল। পুলিশের ধারনা আটককৃত শিবির নেতা-কর্মীরা সেখানে কোন নাশকতামুলক কর্মকান্ড পরিচালনা করার গোপন বৈঠক করছিল ।
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (১৫ অক্টোবর) বিকালে একটি ঘরে গোপন বৈঠক চলাকালে ১৮ শিবির নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশওই ঘর থেকে কিশোর কন্ঠ-শিশু মনে কার্টুনের প্রভাব নামক জেহাদী বইসহ, ছুরি ক্রয়,বিভিন্ন স্থানে যাতায়াতের বিল বাউসার উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র শিবিরের নেতা কর্মীরা উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া বাজারের পাশে সত্যেন্দ্র চন্দ্রের বাড়ীর হাফ বিল্ডিং ঘরে বসে গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে উপজেলার ইউছুফাবাদ গ্রামের আঃ আলীর ছেলে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসাইন (৩৪), নওগা গ্রামের ফয়জুর রহমানের ছেলে উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (২০) আঃ সিদ্দিকের ছিলে শিবির নেতা মতিউর রহমান (১৭), ,হায়দারের ছেলে মোফাজ্জল হোসেন (১৫),ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২২), ,দামগাও গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুজন মাহামুদ (১৫),নন্দীগ্রামের আবুল হাশেমের ছেলে হৃদয় (১৮),মহিষরন গ্রামের সুরুজ আলীর ছেলে আল-আমিন (২৫),শালীহর গ্রামের হারুন-উর-রশিদের ছেলে রাকিবুল ইসলাম (১৭),তাতকুড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আবুবক্কর সিদ্দিক (১৮),গুজিখা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মোঃ পলাশ (১৭) ও তারাকান্দা উপজেলার বিষকা গ্রামের মোঃ আঃ হাই এর ছেলে শফিকুল ইসলাম সাইফুল (১৯)সহ ১৮ জনেকে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের পুলিশী জিঞ্জাসাবাদ চলছিল। পুলিশের ধারনা আটককৃত শিবির নেতা-কর্মীরা সেখানে কোন নাশকতামুলক কর্মকান্ড পরিচালনা করার গোপন বৈঠক করছিল ।