বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

গৌরীপুরে হাওর এক্্রপ্রেসের ইঞ্জিন ও বগি অপসারন ।।মোহনগঞ্জ-জারিয়া রেলপথ ৩৬ ঘন্টা পর চালু

  1. কমল সরকার,গৌরীপুর।।
  2. ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে মঙ্গলবার ভোরে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস র্দুঘটনায় ধুমড়ে-মুচড়ে যাওয়া রেলপথটি রেলওয়ে কর্তৃপক্ষ রাত-দিন মেরামতের কাজ করে ইঞ্জিনসহ ২টি বগি অপসারনের মাধ্যমে (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রেলপথটি ট্রেন চলাচলের উপযোগী করতে সমর্থ হয়েছেন। এতে সময় লেগেছে প্রায় ৩৬ ঘন্টা। তবে লাইনচ্যুত আন্তঃ নগর হাওড় এক্সপ্রেসের ১ম শ্রেনীর ২টি বগিসহ অন্যান্য ৪টি বগি উঠানো সম্ভব না হওয়ায় তা র্দুঘটনাস্থলের রেলপথের পাশেই ফেলে রাখা হয়েছে। আন্তঃনগর হাওর এক্সপ্রেস ১ম শ্রেনীর ২বগি ও সুলভের ২ বগি ছাড়া ৮ বগি নিয়ে আগামীকাল শুক্রবার থেকে নিয়মিত চলাচল করবে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে। উল্লেখ্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ ষ্টেশনের আউটার সিগন্যালের কাছে মইলাকান্দা নামক স্থানে রেল লাইনের পিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার (২৬ নভেম্বর ) ভোর পৌনে ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ৭৭৭ আপ আন্তঃনগর হাওর এক্্রপ্রেসের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই সময় থেকে  মোহনগঞ্জ -জারিয়া রেলপথে ট্রেন-চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট রেলওয়ে কতৃপক্ষ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দাবী করেছে এ নাশকতার জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাই দায়ী। ঘটনার পর পরেই ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা প্রশাসক, ময়মনসিংহের পুলিশ সুপার মঙ্গনুল ইসলাম, গৌরীপুরের ইউএনও মোহাম্মদ নাছির উদ্দিন, গৌরীপুরের এএসপি সার্কেল, থানার ওসি, রেলের ঢাকা রেঞ্জের ডিএমইসহ রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে  ঢাকা বিভাগীয় প্রকৌশলী (১) লিয়াকত আলীকে প্রধান করে ৪ সদস্য বিশ্টি একটি কমিটি গঠন করা হয়েছে।

গৌরীপুর রাস্তা অবরোধ-১০টি যানবাহন ভাংচুর, রেল পথের সিগন্যাল বক্সে আগুন -১৫ যাত্রী আহত

কমল সরকার,গৌরীপুর।।
অবরোধকারীরা (২৬ নভেম্বর) মঙ্গবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর বিভিন্ন সড়ক-জনপথ অবরোধ করাসহ আগুন দিয়ে পুড়িয়ে বিকল করে দেয় গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল পয়েন্ট বক্স। ফলে ভৈরব-ময়মনসিংহ রেল পথে প্রায় ১২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। স্থানীয় প্রকৌশলীরা সারারাত মেরামত কাজ শেষে বুধবার দুপুরে সিগন্যাল পয়েন্ট বক্স সচল করে  ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।  স্থানীয় স্টেশন মাস্টার তারেক রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া একই রাতে ময়মনসিংহ-কিশোগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাজার, গাজীপুর, তাতকুড়া বাজারে, সিএনজি ও অটো বিক্সায় অগ্নি সংযোগসহ গৌরীপুর কলতাপাড়া সড়ক ও ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে রাস্তায় টায়ার জালিয়ে অবরোধ করা হয়। এ সময় কমপক্ষে ১০টি যানবাহনে ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায় অবরোধকারীরা। তাদের ছোঁড়া ইট-পাটকেলে আহত হয় ১৫ জন যাত্রী।  অবরোধের দ্বিতীয় দিনে গৌরীপুরে স্থানীয়ভাবে নানা যাবাহন চলাচল করলেও কোন  দুরপাল্লার যান-বাহন চলাচল করেনি।

গৌরীপুরে পথের মাঝে যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

কমল সরকার,গৌরীপুর ‍।। ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত র্দুবৃত্তরা পথের মাঝে আটকিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের একাউন্টিং শাখার ছাত্র আবু সাঈদ মোঃ রবিন (৩১) নামে যুবকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে । ওই যুবকের বাড়ী নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বুধপাশা গ্রামে। তার পিতার নাম ফারাস উদ্দিন মাষ্ঠার। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শাহগঞ্জ্ বাজ্্ার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা গৌরীপুর-রামপুর সড়কের বীরআহম্মদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এলকাবাসী ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে বলেছে, শিক্ষিত যুবক রবিন কোন চাকুরী না করে শাহগঞ্জ বাজারে কাপড়ের দোকান করতো। পথচারী লোকজন সুত্রে জানা গেছে ঘটনার দিন রাতে যে স্থানে রবিন অগ্নিদগ্ধ হয়েছে সেই স্থানে দাঁড়িয়ে সে উচ্চ স্বরে মোবাইলে যেন কার সাথে কথা বলছিল। এর কিছক্ষন পরেই ওই স্থানে বিশাল আগুনের কুন্ডলী দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। মৃত রবিনের চাচা তোফাজ্জল হোসেন তপন, সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হুদা বাচ্চু‘র দাবী রবিন মোটরসাইকেল যোগে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজার থেকে আসার পথে রাস্তায় বেড়িকেট দিয়ে ৪/৫জন দুর্বৃত্ত্ব পরিকল্পিত গায়ে পেট্টোল ঢেলে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেছে। মৃতের পরিবারের দাবী হত্যাকান্ডটি পরিকল্পিত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রবিন মোটরসাইকেল যোগে শাহগঞ্জ বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে শাহগঞ্জ কাপড়েরর দোকান থেকে বাড়ি ফেরার পথে ৫/৬ জনের একটি র্দুবৃত্ত দল রবিনের মটরসাইকেলের গতিরোধ করে তাকে জোরপূর্বক মটর সাইকেল থেকে নামিয়ে বীরআহম্মদপুর কুখুয়াখালী ব্রীজ সংলগ্ন স্থানে নিয়ে যায়। সেখানে রবিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা । তার আর্ত চিৎকারের আশপাশের লোকজন ছুটে এসে  পানি ঢেলে আগুন নেভানোর আগেই যুবক রবিনের পুরো শরীর জ্বলসে যায়। তাকে মুমর্ষ অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে  ভর্তি করা হয় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ওইদিন রাতেই অগ্নিদগ্ধ যুবক রবিন মারা যায়। নিহত রবিনের স্ত্রী ও ৯ মাসের এক কন্যা সন্তান রয়েছে। রবিন ও তার বাবা আ’লীগ সমর্থক। কাদের মোল্লার ফাঁসির দাবিতে বেখৈরহাটি বাজারে গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক কর্মী হিসাবে সক্রিয় ছিল রবিন। এ জন্য হত্যার হুমকি দিয়ে রবিন ও তার চাচার মোবাইলে একাধিকারবার ম্যাসেজ দেয়া হয়। ২২ নভেম্বর রবিনকে হত্যার বিষয়টি জানিয়ে কেন্দুয়া থানার এসআই সাখাওয়াত হোসেনের মোবাইলেও একটি ম্যাসেজ দেয়া হয়। এসআই সাখাওয়াত হোসেন এ প্রতিনিধির নিকট ম্যাসেজ দেয়ার বিষয়টিও স্বীকার করেছেন।
বুধবার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হারুন-অর রশিদ, সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সালাহউদ্দিন, ওসি হামিদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোলযুক্ত  প্লাস্টিকের বোতল ও অর্ধপোড়া একটি মোবাইল সেট জব্দ করেছে। এ ব্যপারে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুর থানার ওসি বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি  পূর্ব শত্রুতা হতে পারে কোন রাজনৈতিক ঘটনা নয়।

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

বিএনপি- জামাতের নাশকতা ।। গৌরীপুরে আন্তঃনগর হাওর এক্্রপ্রেসের ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত ।। আহত-শতাধিক




কমল সরকার,,গৌরীপুর ।।
বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ ষ্টেশনের আউটার সিগন্যালের কাছে মইলাকান্দা নামকম স্থানে রেল লাইনের পিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার (২৬ নভেম্বর ) ভোর পৌনে ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ৭৭৭ আপ আন্তঃনগর হাওর এক্্রপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় শতাধিক ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় মোহনগঞ্জ ও ঝারিয়া লাইনের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় বিএনপি-জামায়াত নেতা কর্মীরা মঙ্গলবার গভীর রাতে শ্যামগঞ্জ ষ্টেশনের প্রায় ১ কিঃ মিটার দক্ষিনে ৭টি  লাইনের পিসপ্øেট উঠিয়ে ফেলে। বিএনপি-জামায়াতের এই নাশকতার কারনে ঘটনার দিন ভোর ৪ টা ৩৫  মিনিটে গৌরীপুর ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর হাওর এক্্রপ্রেস ট্রেনটি উল্লেখিত স্থানে ইঞ্জিন সহ ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হাওর এক্্রপ্রেসের ৬টি বগির মধ্যে ৪টি বগি উল্টে গিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় এ দুর্ঘটনায় প্রায় শতাধিক ট্রেনযাত্রী আহত হয়েছে।
এদিকে ট্রেন চলাচলা সচল করার জন্য ময়মনসিংহ কেওয়াটখালী থেকে রেলের রিলিফ ট্রেন সকাল থেকেই উদ্ধার কাজ চালিয়ে ইতিমধ্যে ২টি বগি উদ্ধার করেছে। উদ্ধারকাজে দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান, লাইচ্যত ট্রেনের বগি উদ্ধারসহ ট্রেনচলাচল স্বাভাবিক করতে ২৪ ঘন্টার বেশী সময় লাগতে পারে। জেলা প্রশাসক মোঃ মোস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঙ্গনুল ইসলাম, রেলের ঢাকা রেঞ্জের ডিএমইসহ রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ইউএনও মোহাম্মদ নাছির উদ্দিন, ওসি হামিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে  ঢাকা বিভাগীয় প্রকৌশলী (১) লিয়াকত আলীকে প্রধান করে ৪ সদস্য বিশ্টি একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

গৌরীপুর বিএনপি-পুলিশ আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ ।। ২ রাউন্ড গুলি, ওসিসহ আহত ৭

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার পৌর শহরে সোমবার রাতে বিএনপি’র,আওয়ামী লীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম,পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা আব্দুল কাদির আহত হয়। অপর দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শাহাজাহান আকন্দ সুমন, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর মরিরুজ্জামান পলাশ, শ্রমিক দল নেতা আবুল হাসিমসহ ৫ নেতা কর্মী আহত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।   ১০ম জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে রাত ৮টার দিকে সাবেক সাংসদ এএফ এম নজমুল হুদার সমর্থিত উপজেলা বিএনপি’র একটি গ্রুপ শহরে বিক্ষোভ  মিছিল্ বের করে। মিছিলটি শহরের কালিখলা আসার পরপরেই আ’লীগ পুলিশ ও বিএনপি’র নেতা-কর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ধাওয়ার মুখে এক পর্যায়ে  বিএনপি সমর্থকরা পিছু হটে উল্টো রাস্তা ধরে মিছিল করে ষ্টেশন রোডে চলে যাওয়ার সময়  পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল দাবী করেছেন বিএনপি’র লোকজন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে দলীয় কার্যালয়ে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীর উপর হামলা চালায় । পরবর্তী  সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পাল্টা হামলা চালালে বিএনপি পিছু হটার সময় পুলিশ ও আওয়ামী লীগ- নেতা-কর্মীদের উদ্দেশ্য করে এলোপাতারী  ইটপাটকেল ছুড়েছে। এদিকে  উপজেলা বিএনপি’র  যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হীরনসহ দলীয় নেতৃবৃন্দের অভিযোগ পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সম্মিলিতভাবে তাদের শান্তিপূর্ন মিছিলে হামলা চালিয়েছে।

গৌরীপুরে জুয়ারী ছেড়ে পুলিশ টাকা ভরলো পকেটে

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর থানার এ এস আই চন্দন ও তার সঙ্গীয় আরেকজন পুলিশ কর্মকর্তা (২৫ নভেম্বর) সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ২টি জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় হাতে নাতে ধৃত ৪ জুয়ারীকে থানায় না এনে  টাকার বিনিময় তাদের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার দিন দুপুরে গৌরীপুর থানার এ এস আই চন্দন ও তার সাথের জনৈক আরেক কর্মকর্তা উপজেলার সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে জুয়ার আসর ভাঙ্গতে অভিযান চালায়। ঘটনার সময় এলাকার আঃ রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে জুয়ারীরা তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় এ এস আই চন্দন অত্র এলাকার মৃত মিরাজ আলীর ছেলে আঃ রহমান (৫৫) ও মৃত উমর আলীর ছেলে শহিদ (৪০) জুয়ারীকে আটক করে। পরে ১৫শ টাকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনার কিছু সময় পর একই ইউনিয়নের গজন্দর গ্রাম থেকে আরো ২ জুয়ারীকে আটক করে ৩ হাজর টাকা সেলামী  নিয়ে তাদেরও  ছেড়ে দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উল্লেখ্য এ এস আই চন্দন গৌরীপুর থানায় যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন সেক্টরের অপরাধীদের সাথে তার গোপন সখ্যতা গড়ে উঠে। এই সুবাদে মাদক, জুয়ারী, ও নানা অপরাধীর কাছ থেকে তিনি নিয়মিত মাসোহারা নিয়ে থাকেন।  তাছাড়া গ্রেফতার এড়ানো বিভিন্ন মামলার ফেরারী আসামী তার সামনে পড়লেও তিনি তাদের গ্রেফতার করেন না বলে একাধিক অভিযোগ রয়েছে । অপরদিকে এ এস আই চন্দনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে  তিনি যেদিন থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেন সেদিন কোন প্রকার জিডি করেন না। এক্ষেত্রে ২/১টি জিডি এন্ট্রি হলেও তা হয় টাকার বিনিময়ে। এক্ষেত্রে ভুক্তভোগী মহলকে চরম হয়রানীর স্বীকার হতে হচ্ছে। এ ব্যাপারে এ এস আই চন্দনের সাথে কথা বলার জন্য তার ০১৭৪০৫১৬১৪৪ মোবাইল নম্বরে একাধিকবার কল করলে  তিনি অজ্ঞাত কারনে ফোন রিসিভ করেননি।



গৌরীপুরে বিএনপি‘র বিক্ষোভ মিছিল-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।। আ’লীগ সরকারের দূর্নীতি,বিরোধী দলের উপর নির্যাতন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও বর্তমান সরকারের অবৈধ মন্ত্রী পরিষদ বাতিলের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা,পৌর বিএনপি পৃথক ভাবে (২৪ নভেম্বর) রোববার বিকালে শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে। বিকাল ৩ টায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে। এতে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন তালুকদার, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাঞ্জর আলী, আব্দুস সামাদ মাষ্টার, আবুল কাসেম বিএসসি, সামছুদ্দিন ম্ষ্টাার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধরণ সম্পাদক সামছুল ইসলাম, দেলোয়ার জাহান চঞ্চল, ইমরান হাসান রানা, সৈয়দ তোফিকুল ইসলাম, জেলা (উত্তর) তাতীদলের সাধারণ সম্পাদক শাহজাহান কবির হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া,তাতী দল নেতা জাহাঙ্গীর খান পাঠান, ছাত্রদল নেতা মাঈনুল ইসলাম শাহীন,শাকিব মুন্সী,সেচ্ছাসেবক নেতা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অপর দিকে বিকাল পৌনে ৪টায় উপজেলা বিএনপি‘র ৪ বারের সাবেক সাংসদ এডঃ এ এফ এম নজমূল হুদার নেতৃত্বাধীন উপজেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল ও দলের অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিন শেষে সাবেক জনতা ব্যাংক সন্মুখ চত্বরে সমাবেশে করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হীরন, ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, (মপই) সাবেক ভিপি মকবুল হোসেন বকুল, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম মিল্টন,পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর,মনিরুজ্জামান পলাশ, মোস্তফা মাসুদ আহম্মেদ লিমন, আশরাফুল হুদা উজ্জল, আনোয়ারুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা মোঃ মোস্তফা কামাল,আজাহারুল ইসলাম হৃদয়, হুমায়ুন কবির, সোহেল, , পাপ্পু, সুমন মোঃ হোসেন, শ্রমিক দল সভাপতি মোঃ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, ও শ্রমিক দল নেতা সবুজ, দুলাল প্রমুখ। এদিকে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় সংসদের বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,বিএনপি’র কেন্দ্রীয় ৫ নেতার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদল নেতা উবায়দুল্লাহ সুমনের নেতৃত্বে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা তাইজুল ইসলাম রাঙ্গা,নুর মোহাম্মদ মামুন, সনি চৌধুরী,আবিদ হাসান রাহাত, আনু ,জামাল,সাদ্দাম, এমদাদ, গৌরীপুর কলেজ ছাত্রদলের ইকবাল হাসান বিকসান, অলিউল্লাহ, রুবেল, আবুল বাশার, মোস্তফা ,মাহবুব, ফারুক, জাহাঙ্গীর প্রমুখ।

গৌরীপুরে যায়য়ায় জীবনের ২য় বিয়ে


কমল সরকার,গৌরীপুর ।। সোজা হয়ে দাঁড়াতে পারে না কুঁজো হয়ে অনেক কষ্টে হাটা-চলা করে। যিনি মৃত্যুর আগেই নিজের কবর স্থান পাকা করে রেখেছেন। ১ম স্ত্রীসহ ৩ মেয়ে ১ ছেলের ঘরের ১ ডজন বয়স্ক নাতি-নাতনী রয়েছে যার, সেই যায়যায় জীবনের বৃদ্ধ লাল মিয়া ১ হাজার টাকা দেনমহরে পঞ্চাশোর্ধ এক স্বামী পরিত্যাক্তাকে শনিবার ২য় বিয়ে করেছেন । এই চাঞ্চল্যকর অসম বিয়ের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের মধ্য ভালুকা গ্রামে। জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার যখন ৮০ বছর বয়স তখন থেকে তার ২য় বিয়ে করার অদম্য ইচ্ছা সৃষ্টি হয়। কিন্তু সে সময় স্ত্রী-ছেলে মেয়ে ও নাতি-নাতকরদের বাঁধার মুখে বৃদ্ধ লাল মিয়ার মনোবাসনা পুরন হয়নি। কিন্তু দিনান্তে ২য় বিয়ের সুপ্ত বাসনা বৃদ্ধের মনে চরমভাবে দাঁনা বাঁধতে থাকে। এ নিয়ে কাজে-অকাজে পারিবারের সদস্যদের প্রতি তিরিক্ষি মেজাজে ভৎসনাসহ ২য় বিয়ে নিয়ে তার অভিযোগের সীমা পরিসীমা ছিল না। অবশেষে বৃদ্ধ স্বামীর শেষ ইচ্ছা পুরনের জন্য ১ম স্ত্রী কোকিলের মা (৭৫) উদ্যোগী হয়ে পাশ্ববর্তী গজন্দর গ্রামের মৃত দেওয়ান আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে সালেমা খাতুন (৫০) কে স্বামীর ২য় স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন। এ বিয়েতে কোন প্রকার ধুমধাম-খানাপিনা বা সানাই না বাঁজলেও পরশী গৃহস্থবাড়ীর বৌঝিরা এসে গ্রামীন গীত গেয়ে বৃদ্ধ লাল মিয়ার ২য় বিয়ের নববধুকে বরন করেছেন। এ বিয়েতে দেনমহর বাবদ ১ হাজার টাকা, কনের শাড়ী ও অন্যান্য তৈজসপত্র বাবদ আরো ১ হাজার টাকা বৃদ্ধ লাল মিয়াই খরচ করেছেন।

ময়মনসিংহে রমজান মোল্লার বাড়ীতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ : জেলা তাঁতীদল


গত ২৪ নভেম্বর সারাদেশব্যাপী বিএনপি’র বিােভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা গুলিকরে বিভিন্ন অস্ত্রসস্ত্রে। বিএনপি’র নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। হামরাকারীর এ সময় গফরগাঁও পৌর কমিটির তাঁতীদল সভাপতি আজাদ মোল্লাহ (রমজান) এর বাড়ীতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে অনেক তি সাধন করে। জাতীয়তাবাদী তাঁতীদল ময়মনসিংহ (দণিঃ) জেলার আহ্বায়ক আফছর উদ্দিন আছর ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া, আঃ হান্নান তারা, তৌহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, রফিক বেপারী, জাবেদ ইকবাল, আব্দুর রশিদ, আঃ হামিদ, জুয়েল সহ প্রমুখনেতৃবৃন্দ। এক যৌথ বিৃবতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার ত্রি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার শাখার ত্রি বার্ষিক সন্মেলন শনিবার অমরাবতী নাট্য মন্দির (ছায়াবাণী হলে) অনুষ্ঠিত হয়েছে । সন্মেলনের উদ্বোধন করেন, এডভোকেট প্রমোদ মানকিন , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংগঠনের সভাপতি । জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, এডভোকেট সুলতানা কামাল ,সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার । বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক , সভাপতিমন্ডলীর সদস্য ও প্রাক্তন রাষ্ট্রদূত , কাজল দেবনাথ সভাপতিমন্ডলীর সদস্য , নির্মল রোজারিও যুগ্ন সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় কমিটি , এডভোকেট দীপংকর ঘোষ দপ্তর সম্পাদক , কেন্দ্রীয় কমিটি, তপন কুমার চক্রবর্তী সহযোগী সম্পাদক কেন্দ্রীয় কমিটি, প্রিয়া সাহা , সাধারণ সম্পাদক মহিলা ঐক্য পরিষদ, এডভোকেট তপু গোপাল ঘোষ , সদস্য কেন্দ্রীয় কমিটি, স্বপন সরকার সাধারণ সম্পাদক , ময়মনসিংহ জেলা শাখা । সন্মেলনের প্রারম্ভে উপরোক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক দাবী আদায়ের সংগ্রামে সকাল ১০টা ৩০ মিনিটে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর হতে র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদণি করে ।

ময়মনসিংহে প্রতিনিয়িত দুর্ঘটনা হলেও বহন করা হচ্ছে ম্যাক্সির ছাদে যাত্রী


মনোনেশ দাস: ময়মনসিংহে প্রতিনিয়িত দুর্ঘটনা হলেও বহন করা হচ্ছে ম্যাক্সির ছাদে যাত্রী । যাত্রী আহত হওয়ার পরও ম্যাক্সির ছাদে বহন করা হচ্ছে যাত্রী। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় চলছে এই অবৈধ তৎপরতা। ময়মনসিংহ সদর এবং উপজেলাগুলির সড়কে প্রতিনিয়ত চলছে রেজিস্ট্রেশন বিহীন এবং রেজিস্ট্রেশন মেয়াদউত্তীর্ন ভারতীয় তৈরী আমদানী করা এই যাত্রী বহনকারী যন্ত্র রাস ম্যাক্সি। বাংলাদেশী যানবাহন মেরামতকারী বিভিন্ন প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, ভারত থেকে যে সমস্ত ম্যক্সি আমদানী করা হয়েছে তার অধিকাংশই ত্র“টিপূর্ণ ফিটিংস । তাছাড়া ম্যাক্সীর যন্ত্রাংশগুলিও নিন্মমানের। বডি থেকে শুরু করে আকা-বাঁকা চেচিচ, ফ্রন্ট এ্যক্সেল,ডিভারেনস্যাল,চাকার ড্রাম,স্টিয়ারিং বক্স,টায়ারড.পুষরডসহ ইঞ্জিনের হেড,ভাল্ব,রিং,পিষ্টন,কানেন্টিংসহ প্রায় প্রতিটি যন্ত্রাংশই নিন্মমানের। রাবারের চাকাগুলিতে যে পরিমাণ ফাই উল্লেখ করা আছে তার অর্ধেকও পাওয়া যাবে না। নিন্মমানের বডির কারনে আমদানী করার মাত্র কয়েক বছরের মাথায় ভেঙ্গে চুড়ে ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে। অতি লাভের কথা চিন্তা বিবেচনা করে যারা এ সমস্ত ম্যাক্সী কিনেছিলেন তারা আজ ব্যবসায়ীকভাবে দেওলিয়া হয়ে পড়েছেন। আমদানীকরা ম্রাক্সির অর্ধেকরও বেশী বিকল হয়ে পড়ে রয়েছে। অপরদিকে লাখ লাখ টাকা দিয়ে ক্রয় করা ম্যক্সির অধিকাংশই নিটোল মটরর্স এর মাধ্যমে কিস্তির মাধ্যমে ক্রয় করে ভুক্তভোগীরা। ব্যবহার অনুপযোগী এবং অতিরিক্ত জ্বালানী তেল শোষনকারী এই ম্যক্সি যারা কিনেছেন,তারা ইনভেস্টের টাকা তো উঠাতে পারেননি উপরন্তু নিটল মটরর্সকে পরিশোধ করে চলেছেন কিস্তির টাকা। ম্যাক্সির মালিকরা অভিযোগ করেন, অধিক জ্বালানী ব্যায় এবং লক্কর-ঝক্কর মার্কা এসমস্ত যান ম্যাক্সি ভালো কোন ড্রাইভার চালাতে আগ্রহী নন । একদিকে কিস্তি পরিশোধের চাপ অপরদিকে মেরামত ব্যায়ের অর্থ উঠাতে বাধ্য হয়েই আনাড়ী ড্রাইভার,হেলপার দিয়ে পরিচালিত করতে হচ্ছে এই ম্যাক্সি। ছাদে যাত্রী পরিবহনের কথা স্বীকার করে তারা জানান,সারাদিন ম্যাক্সি সড়কে চালিয়ে যে আমদানী পাওয়া যায়,তার অর্ধেক টাকাই ব্যায় হয়ে যায় জ্বালানী তেল কিনতে। বাকী টাকা আমাদের আমদানী এবং পুলিশ আর সড়কের চাঁদাবাজদের দেওয়া হয়। তখন জীবিকার তাগিদে তারা বাধ্য হয়েই এই অবৈধ কার্যক্রম বেছে নেয়। আমাদের তরফ থেকে ছাদে যাত্রীবহন নিষেধ আছে ।তারপরও তারা এঅবৈধ কাজটি করছে। এ অভিযোগে চাকরী থেকে বিদায় দিলে আমাদের ম্যাক্সি বসে থাকবে । তখন ব্যায় আরো বেড়ে যায়। অর্থাভাবে মেরামত করতে না পারায় অত্রাঞ্চলে বহু ম্যাক্সি অকেজো অবস্থায় পড়ে রয়েছে । তার পরও রয়েছে নিটোল মটর্স এর ঋণ বা কিস্তি পরিশোধের চাপ।

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩

গৌরীপুর উপজেলা,পৌর বিএনপি পৃথক ভাবে শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে


কমল সরকার,গৌরীপুর ।। আ’লীগ সরকারের দূর্নীতি,বিরোধী দলের উপর নির্যাতন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পুর্নবহাল ও বর্তমান সরকারের অবৈধ মন্ত্রী পরিষদ বাতিলের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা,পৌর বিএনপি পৃথক ভাবে (২২ নভেম্বর) শুক্রবার বিকালে শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে। বিকাল ৩টায় উপজেলা বিএনপি‘র ৪ বারের সাবেক সাংসদ এডঃ এ এফ এম নজমূল হুদার নেতৃত্বাধীন উপজেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল ও দলের অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিন শেষে সাবেক জনতা ব্যাংক সন্মুখ চত্বরে সমাবেশে করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হীরন, ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, (মপই) সাবেক ভিপি মকবুল হোসেন বকুল, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম মিল্টন,পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর,মনিরুজ্জামান পলাশ, মোস্তফা মাসুদ আহম্মেদ লিমন, আশরাফুল হুদা উজ্জল, আনোয়ারুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা মোঃ মোস্তফা কামাল,আজাহারুল ইসলাম হৃদয়, হুমায়ুন কবির, সোহেল, , পাপ্পু, সুমন মোঃ হোসেন, শ্রমিক দল সভাপতি মোঃ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, ও শ্রমিক দল নেতা সবুজ, দুলাল প্রমুখ। অপর দিকে একই সময়ে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে। এতে পৌর বিএনপি’র সভাপতি আলহাজ মকবুল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন তালুকদার, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাঞ্জর আলী, আব্দুস সামাদ মাষ্টার, আবুল কাসেম বিএসসি, সামছুদ্দিন ম্ষ্টাার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধরাণ সম্পাদক সামছুল ইসলাম, দেলোয়ার জাহান চঞ্চল, ইমরান হাসান রানা, সৈয়দ তোফিকুল ইসলাম,জেলা (উত্তর) তাতীদলের সাধারণ সম্পাদক শাহজাহান কবির হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া,তাতী দল নেতা জাহাঙ্গীর খান পাঠান, ছাত্রদল নেতা মাঈনুল ইসলাম শাহীন,শাকিব মুন্সী,সেচ্ছাসেবক নেতা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে কৃষকদল নেতা ফয়সল আমিন খান পাঠান ডায়মন্ডের নেতৃত্বাধীন কৃষক দল পৃথকভাবে শহরে আরেকটি বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

গৌরীপুরে মাধ্যমিক স্কুলগুলোতে এসএসসি ফরম পুরনে বিশেষ ক্লাশের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


কমল সরকার,গৌরীপুর ।। ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক স্কুলগুলোতে এসএসসি’র ফরম পুরনে বিশেষ ক্লাশের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামুলক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে শিক্ষার্থীর ফরম পুরনের টাকার যোগান দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে অনেক দরিদ্র-হতদরিদ্র পরিবারের অভিভাবকরা। জানা গেছে, ফরম পুরনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান শাখা ১১৯০, মানবিক ও বানিজ্য শাখা ১১শ টাকা। এ ক্ষেত্রে বোর্ডের পরিপত্র মোতাবেক প্রতি বিষয়ের পরিক্ষার নির্ধারিত ফি হচ্ছে ৬৫ টাকা ও ব্যবহারিক ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৩৫,সনদ ফি ১শ,বয় স্কাউট/গালর্স হাইড ফি ১৫,শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা ও কেন্দ্র ফি ২শ টাকা। এ্সএসসি ফরম পুরনে গৌরীপুর উপজেলায় বোর্ডের নির্ধারন করা ফি’র বদলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেরা লাভবান হতে বিশেষ ক্লাশের নামে সহায়-অসহায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে মোটা অংকের অতিরিক্ত টাকা। খোঁজ নিয়ে দেখা গছে, উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফরম পুরনের জন্য বিজ্ঞান শাখা ২ হাজার ৭শ, মানবিক ও বানিজ্য শাখায় ২ হাজার ৬শ টাকা আদায় করা হচ্ছে। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৪শ, মানবিক ও বানিজ্য শাখায় ফি আদায় করা হচ্ছে ২ হাজার ৩শ টাকা। এক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধানদের সাবলীল বক্তব্য হচ্ছে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেধায় দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাশের জন্য ২ হাজার টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৪শ ৪০ টাকা, মানবিক ও বানিজ্য শাখা ২ হাজার ৩শ ৫০ ও বিশেষ কাশের জন্য ১ হাজার ৫শ টাকা আদায় করা হচ্ছে। একই পন্থায় গৌরীপুর সরকারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়,রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নহাটা উচ্চ বিদ্যালয়, লাল খান উচ্চ বিদ্যালয়, বেতান্দর উচ্চ বিদ্যালয়, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, বালিজুরী উচ্চ বিদ্যালয়, পাছার উচ্চ বিদ্যালয়, ভকেশন্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সষ্টাইল স্কুল এন্ড কলেজসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ফরম পুরনের নামে বিশেষ ক্লাশের নামে ৩ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত আদায় করছে। এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, অতিরিক্ত ফি আদায়ের ব্যপারে তার কাছে কোন অভিযোগ নেই। তিনি আরো বলেন ফরম পুরনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করে থাকেন।

গৌরীপুর উপজেলা বিএনপিসহ দলের অংগসহযোগী সংগঠন তারেক রহমানের ৪৯ তম জন্ম দিন পালন করেছে


কমল সরকার,গৌরীপুর।। ময়মনসিংহ গৌরীপুর উপজেলা বিএনপিসহ দলের অংগসহযোগী সংগঠন (২০ নভেম্বর ) বুধবার সন্ধ্যায় পৃথক পৃথক ভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৪৯ তম জন্ম দিন পালন করেছে। সন্ধ্যা ৬ টায় বিজয় ৭১‘র প্রাঙ্গনে উপজেলা ছাত্রদলের একাংশের উদ্দ্যোগে কেক কাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তফা কামাল ও যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু, হোসেন, সুমন, সেলিম আজাদ প্রমুখ। অপর দিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহজাহান সিরাজের উদ্দ্যোগে ছাত্রনেতা শহিদুল ইসলাম মিল্টনের উপস্থাপনায় মধ্যবাজার মরিচ মহালে কেক কাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসানুল হক সায়মন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রিপন, সাবেক যুগ্ম সম্পাদক আঃ হাই, সহ-সভাপতি অপু, ওয়াহীদ, ভূট্টো, কাজী রাজিব, সাবেক, যুবদল নেতা শাহিন. সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিংকন, স্বেচ্ছাসেবক দল নেতা তুষার প্রমুখ। সন্ধ্যা ৭ টায় পৌর বিএনপি‘র কার্যালয়ে কেক কাটেন পৌর বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবুল,এ সময় পাশে ছিলেন (উঃ) জেলা যুবদলের সাধারন সম্পাদক শামছুল হক শামছু, (উঃ) জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক শাহজাহান কবির হীরা, বিএনপিনেতা নিজাম উদ্দিন সরকার, ভিপি ফারুক আহাম্মেদ, একলাছুর রহমান কিরন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, সাবেক পৌর যুবদলের সভাপতি রমজান হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম শেখ, শ্রমিক নেতা শহিদ প্রমুখ। রাত ৮ টায় মাছুয়া কান্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেক কাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন (উঃ) জেলা যুবদলেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খোকন, ছাত্রনেতা শাহ ওবায়দুল্লাহ সুমন, বাশার আকন্দ, মোস্তফা, পৌর ছাত্রদলের নেতা তাজিজুল ইসলাম রাঙ্গা, নুর মোহাম্মদ মামুন, রাহাত, কলেজ ছাত্রদলে নেতা ইকবাল হোসেন বিকচান, ওয়ালিউল্লাহ প্রমুখ।

পিএসসি’র ১ম পরীক্ষায় ৫৭৯ শিক্ষার্থী অনুপস্থিত


কমল সরকার,গৌরীপুর।। ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৯ নভেম্বর) প্রাথমিক বিদ্যালয় সার্টিফিকেট (পিএসসি) ১ম দিনের গনিত পরীক্ষায় ৮ হাজার ৫৫ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষায় অংশ নেয়নি ৫শ ৭৯জন শিক্ষার্থী। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিবদের সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ জানিয়েছেন, সরকারি ৯০ টি, নবসরকারি ৭৮টি, কিন্ডার গার্টেন ১৫টি, কমিউনিটি ৩টি ও ব্র্যাক পরিচালিত ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫শ ১৮জন বালক, ৪হাজার ১৪জনের বালিকার মাঝে ৪৬৩জন শিক্ষাথী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এছাড়া এবতেদায়ী মাদরাসার ৫২৩জন শিক্ষার্থীর মাঝে উপস্থিত হয়নি ১১৬জন শিক্ষার্থী। সুষ্ট পরিক্ষা গ্রহনের স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন উপজেলার ২০টি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ধারা জারি করেন।