সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

গৌরীপুর বিএনপি-পুলিশ আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ ।। ২ রাউন্ড গুলি, ওসিসহ আহত ৭

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার পৌর শহরে সোমবার রাতে বিএনপি’র,আওয়ামী লীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম,পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা আব্দুল কাদির আহত হয়। অপর দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শাহাজাহান আকন্দ সুমন, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর মরিরুজ্জামান পলাশ, শ্রমিক দল নেতা আবুল হাসিমসহ ৫ নেতা কর্মী আহত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।   ১০ম জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে রাত ৮টার দিকে সাবেক সাংসদ এএফ এম নজমুল হুদার সমর্থিত উপজেলা বিএনপি’র একটি গ্রুপ শহরে বিক্ষোভ  মিছিল্ বের করে। মিছিলটি শহরের কালিখলা আসার পরপরেই আ’লীগ পুলিশ ও বিএনপি’র নেতা-কর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ধাওয়ার মুখে এক পর্যায়ে  বিএনপি সমর্থকরা পিছু হটে উল্টো রাস্তা ধরে মিছিল করে ষ্টেশন রোডে চলে যাওয়ার সময়  পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল দাবী করেছেন বিএনপি’র লোকজন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে দলীয় কার্যালয়ে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীর উপর হামলা চালায় । পরবর্তী  সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পাল্টা হামলা চালালে বিএনপি পিছু হটার সময় পুলিশ ও আওয়ামী লীগ- নেতা-কর্মীদের উদ্দেশ্য করে এলোপাতারী  ইটপাটকেল ছুড়েছে। এদিকে  উপজেলা বিএনপি’র  যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হীরনসহ দলীয় নেতৃবৃন্দের অভিযোগ পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সম্মিলিতভাবে তাদের শান্তিপূর্ন মিছিলে হামলা চালিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন