- কমল সরকার,গৌরীপুর।।
- ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে মঙ্গলবার ভোরে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস র্দুঘটনায় ধুমড়ে-মুচড়ে যাওয়া রেলপথটি রেলওয়ে কর্তৃপক্ষ রাত-দিন মেরামতের কাজ করে ইঞ্জিনসহ ২টি বগি অপসারনের মাধ্যমে (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রেলপথটি ট্রেন চলাচলের উপযোগী করতে সমর্থ হয়েছেন। এতে সময় লেগেছে প্রায় ৩৬ ঘন্টা। তবে লাইনচ্যুত আন্তঃ নগর হাওড় এক্সপ্রেসের ১ম শ্রেনীর ২টি বগিসহ অন্যান্য ৪টি বগি উঠানো সম্ভব না হওয়ায় তা র্দুঘটনাস্থলের রেলপথের পাশেই ফেলে রাখা হয়েছে। আন্তঃনগর হাওর এক্সপ্রেস ১ম শ্রেনীর ২বগি ও সুলভের ২ বগি ছাড়া ৮ বগি নিয়ে আগামীকাল শুক্রবার থেকে নিয়মিত চলাচল করবে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে। উল্লেখ্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ ষ্টেশনের আউটার সিগন্যালের কাছে মইলাকান্দা নামক স্থানে রেল লাইনের পিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার (২৬ নভেম্বর ) ভোর পৌনে ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ৭৭৭ আপ আন্তঃনগর হাওর এক্্রপ্রেসের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই সময় থেকে মোহনগঞ্জ -জারিয়া রেলপথে ট্রেন-চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট রেলওয়ে কতৃপক্ষ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দাবী করেছে এ নাশকতার জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাই দায়ী। ঘটনার পর পরেই ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা প্রশাসক, ময়মনসিংহের পুলিশ সুপার মঙ্গনুল ইসলাম, গৌরীপুরের ইউএনও মোহাম্মদ নাছির উদ্দিন, গৌরীপুরের এএসপি সার্কেল, থানার ওসি, রেলের ঢাকা রেঞ্জের ডিএমইসহ রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে ঢাকা বিভাগীয় প্রকৌশলী (১) লিয়াকত আলীকে প্রধান করে ৪ সদস্য বিশ্টি একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩
গৌরীপুরে হাওর এক্্রপ্রেসের ইঞ্জিন ও বগি অপসারন ।।মোহনগঞ্জ-জারিয়া রেলপথ ৩৬ ঘন্টা পর চালু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন