বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

গৌরীপুরে মাধ্যমিক স্কুলগুলোতে এসএসসি ফরম পুরনে বিশেষ ক্লাশের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


কমল সরকার,গৌরীপুর ।। ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক স্কুলগুলোতে এসএসসি’র ফরম পুরনে বিশেষ ক্লাশের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামুলক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে শিক্ষার্থীর ফরম পুরনের টাকার যোগান দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে অনেক দরিদ্র-হতদরিদ্র পরিবারের অভিভাবকরা। জানা গেছে, ফরম পুরনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান শাখা ১১৯০, মানবিক ও বানিজ্য শাখা ১১শ টাকা। এ ক্ষেত্রে বোর্ডের পরিপত্র মোতাবেক প্রতি বিষয়ের পরিক্ষার নির্ধারিত ফি হচ্ছে ৬৫ টাকা ও ব্যবহারিক ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৩৫,সনদ ফি ১শ,বয় স্কাউট/গালর্স হাইড ফি ১৫,শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা ও কেন্দ্র ফি ২শ টাকা। এ্সএসসি ফরম পুরনে গৌরীপুর উপজেলায় বোর্ডের নির্ধারন করা ফি’র বদলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেরা লাভবান হতে বিশেষ ক্লাশের নামে সহায়-অসহায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে মোটা অংকের অতিরিক্ত টাকা। খোঁজ নিয়ে দেখা গছে, উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফরম পুরনের জন্য বিজ্ঞান শাখা ২ হাজার ৭শ, মানবিক ও বানিজ্য শাখায় ২ হাজার ৬শ টাকা আদায় করা হচ্ছে। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৪শ, মানবিক ও বানিজ্য শাখায় ফি আদায় করা হচ্ছে ২ হাজার ৩শ টাকা। এক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধানদের সাবলীল বক্তব্য হচ্ছে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেধায় দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাশের জন্য ২ হাজার টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ২ হাজার ৪শ ৪০ টাকা, মানবিক ও বানিজ্য শাখা ২ হাজার ৩শ ৫০ ও বিশেষ কাশের জন্য ১ হাজার ৫শ টাকা আদায় করা হচ্ছে। একই পন্থায় গৌরীপুর সরকারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়,রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নহাটা উচ্চ বিদ্যালয়, লাল খান উচ্চ বিদ্যালয়, বেতান্দর উচ্চ বিদ্যালয়, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, বালিজুরী উচ্চ বিদ্যালয়, পাছার উচ্চ বিদ্যালয়, ভকেশন্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সষ্টাইল স্কুল এন্ড কলেজসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ফরম পুরনের নামে বিশেষ ক্লাশের নামে ৩ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত আদায় করছে। এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, অতিরিক্ত ফি আদায়ের ব্যপারে তার কাছে কোন অভিযোগ নেই। তিনি আরো বলেন ফরম পুরনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করে থাকেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন