সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

গৌরীপুরে যায়য়ায় জীবনের ২য় বিয়ে


কমল সরকার,গৌরীপুর ।। সোজা হয়ে দাঁড়াতে পারে না কুঁজো হয়ে অনেক কষ্টে হাটা-চলা করে। যিনি মৃত্যুর আগেই নিজের কবর স্থান পাকা করে রেখেছেন। ১ম স্ত্রীসহ ৩ মেয়ে ১ ছেলের ঘরের ১ ডজন বয়স্ক নাতি-নাতনী রয়েছে যার, সেই যায়যায় জীবনের বৃদ্ধ লাল মিয়া ১ হাজার টাকা দেনমহরে পঞ্চাশোর্ধ এক স্বামী পরিত্যাক্তাকে শনিবার ২য় বিয়ে করেছেন । এই চাঞ্চল্যকর অসম বিয়ের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের মধ্য ভালুকা গ্রামে। জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার যখন ৮০ বছর বয়স তখন থেকে তার ২য় বিয়ে করার অদম্য ইচ্ছা সৃষ্টি হয়। কিন্তু সে সময় স্ত্রী-ছেলে মেয়ে ও নাতি-নাতকরদের বাঁধার মুখে বৃদ্ধ লাল মিয়ার মনোবাসনা পুরন হয়নি। কিন্তু দিনান্তে ২য় বিয়ের সুপ্ত বাসনা বৃদ্ধের মনে চরমভাবে দাঁনা বাঁধতে থাকে। এ নিয়ে কাজে-অকাজে পারিবারের সদস্যদের প্রতি তিরিক্ষি মেজাজে ভৎসনাসহ ২য় বিয়ে নিয়ে তার অভিযোগের সীমা পরিসীমা ছিল না। অবশেষে বৃদ্ধ স্বামীর শেষ ইচ্ছা পুরনের জন্য ১ম স্ত্রী কোকিলের মা (৭৫) উদ্যোগী হয়ে পাশ্ববর্তী গজন্দর গ্রামের মৃত দেওয়ান আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে সালেমা খাতুন (৫০) কে স্বামীর ২য় স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন। এ বিয়েতে কোন প্রকার ধুমধাম-খানাপিনা বা সানাই না বাঁজলেও পরশী গৃহস্থবাড়ীর বৌঝিরা এসে গ্রামীন গীত গেয়ে বৃদ্ধ লাল মিয়ার ২য় বিয়ের নববধুকে বরন করেছেন। এ বিয়েতে দেনমহর বাবদ ১ হাজার টাকা, কনের শাড়ী ও অন্যান্য তৈজসপত্র বাবদ আরো ১ হাজার টাকা বৃদ্ধ লাল মিয়াই খরচ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন