শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার ত্রি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার শাখার ত্রি বার্ষিক সন্মেলন শনিবার অমরাবতী নাট্য মন্দির (ছায়াবাণী হলে) অনুষ্ঠিত হয়েছে । সন্মেলনের উদ্বোধন করেন, এডভোকেট প্রমোদ মানকিন , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংগঠনের সভাপতি । জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, এডভোকেট সুলতানা কামাল ,সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার । বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক , সভাপতিমন্ডলীর সদস্য ও প্রাক্তন রাষ্ট্রদূত , কাজল দেবনাথ সভাপতিমন্ডলীর সদস্য , নির্মল রোজারিও যুগ্ন সাধারণ সম্পাদক , কেন্দ্রীয় কমিটি , এডভোকেট দীপংকর ঘোষ দপ্তর সম্পাদক , কেন্দ্রীয় কমিটি, তপন কুমার চক্রবর্তী সহযোগী সম্পাদক কেন্দ্রীয় কমিটি, প্রিয়া সাহা , সাধারণ সম্পাদক মহিলা ঐক্য পরিষদ, এডভোকেট তপু গোপাল ঘোষ , সদস্য কেন্দ্রীয় কমিটি, স্বপন সরকার সাধারণ সম্পাদক , ময়মনসিংহ জেলা শাখা । সন্মেলনের প্রারম্ভে উপরোক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক দাবী আদায়ের সংগ্রামে সকাল ১০টা ৩০ মিনিটে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর হতে র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদণি করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন