বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

গৌরীপুর রাস্তা অবরোধ-১০টি যানবাহন ভাংচুর, রেল পথের সিগন্যাল বক্সে আগুন -১৫ যাত্রী আহত

কমল সরকার,গৌরীপুর।।
অবরোধকারীরা (২৬ নভেম্বর) মঙ্গবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর বিভিন্ন সড়ক-জনপথ অবরোধ করাসহ আগুন দিয়ে পুড়িয়ে বিকল করে দেয় গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল পয়েন্ট বক্স। ফলে ভৈরব-ময়মনসিংহ রেল পথে প্রায় ১২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। স্থানীয় প্রকৌশলীরা সারারাত মেরামত কাজ শেষে বুধবার দুপুরে সিগন্যাল পয়েন্ট বক্স সচল করে  ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।  স্থানীয় স্টেশন মাস্টার তারেক রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া একই রাতে ময়মনসিংহ-কিশোগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাজার, গাজীপুর, তাতকুড়া বাজারে, সিএনজি ও অটো বিক্সায় অগ্নি সংযোগসহ গৌরীপুর কলতাপাড়া সড়ক ও ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে রাস্তায় টায়ার জালিয়ে অবরোধ করা হয়। এ সময় কমপক্ষে ১০টি যানবাহনে ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায় অবরোধকারীরা। তাদের ছোঁড়া ইট-পাটকেলে আহত হয় ১৫ জন যাত্রী।  অবরোধের দ্বিতীয় দিনে গৌরীপুরে স্থানীয়ভাবে নানা যাবাহন চলাচল করলেও কোন  দুরপাল্লার যান-বাহন চলাচল করেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন