সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

  1. কমল সরকার,গৌরীপুর ।।
  2. ময়মনসিংহের গৌরীপুর অফিসার্স কাবের উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সানের সহযোগীতায় (২৩ ডিসেম্বর) সোমবার  শীতার্থ এতিমখানা, মাদ্রাসা ছাত্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন দুপুরে সহনাটি ইউনিয়নের মানিক রাজ করফুলেরন্নেছা এতিম খানা ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীত বস্র বিতরন করেন। একইদিন সন্ধ্যায় পৌর শহরের হরিজন পল্লীর ২৫ পরিবার ও গৌরীপুর রেলওয়ে জংশনের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা ত্রান কর্মকর্তা তাজুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফয়জুল ইসলাম,উপজেলা ত্রান কর্মকর্তার সুপার ভাইজার সৈকত জামিল, স্বেচ্ছা সেবী সংগঠন সানের চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ হীরা, নির্বাহী পরিচালক এইচএম খাইরুল বাশার, পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সাংবাদিক কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল-আমিন, শেখ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

গৌরীপুর ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালে দশ বছর পুর্তিতে // ৩৭ তম বিনামুল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

  1. কমল সরকার,গৌরীপুর  ।।
  2. ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালের ১০ বছর পুর্তি উপলক্ষে (২৩ ডিসেম্বর) সোমবার আনুষ্ঠানিকভাবে ৩৭তম সপ্তাহ ব্যাপী বিনামুল্যে ৫শ রোগীর চক্ষু পরিচর্যা,ফ্যাকো সার্জারীর মাধ্যমে ল্যান্স সংযোজন ও সেলাইবিহীন ছানি অপারেশনের উদ্ভোধন করা হয়েছে। চক্ষু শিবিরের চিকিৎসা সেবায় রয়েছেন ডাঃ একে এম মুকতাদির, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন, কনসালটেন্ট ডাঃ মাশরুফা, ডাঃ মালিহা শারমিন, ডাঃ মোতাহারুল সাদাত প্রমুখ।  হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, যাকাতের টাকায় এই চক্ষু শিবির পরিচালিত হওয়ার কারনে দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ চক্ষু শিবিরে হাসপাতালের টিকিট বাবদ ৫০ টাকা ব্যাতিত রোগীদের থাকা, খাওয়াসহ ছানি অপারেশনের জন্য আর কোন ফি নেয়া হচ্ছে না।  উল্লেখ্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ মুকতাদির  ২০০৪ সনে  উপজেলার নিজগ্রাম নয়াপাড়ায় নিজস্ব অর্থায়নে গড়ে তুলেন ডাঃ মুকতাদির আধুনিক চ্ক্ষু হাসপাতাল। তার আগে তিনি ১৯৭৭ সাল থেকে সর্বমোট এ নিয়ে ৩৭টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ১৫ হাজার রোগীর চক্ষু পরিচর্যা,অপারেশন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিনামুল্যে প্রাইভেট চিকিৎসা সেবা দিয়েছেন ২ লক্ষাধিক চোখের রোগীকে। হাসপাতাল প্রতিষ্ঠার পর এ হাসপাতালে ১০টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি অপারেশন,ল্যান্স সংযোজন ও দরিদ্র রোগীদের মাঝে পর্যান্ত পরিমানে ওষুধ বিতরণ করা হয়েছে। তা ছাড়া এ হাসপাতালে প্রতি তিন মাস পর পর স্বল্প মুল্যে ১শ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের ব্যবস্থা করেছেন হাসপাতালের  পরিচালক প্রফেসর ডাঃ একে এম মুকতাদির।

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  1. কমল সরকার,গৌরীপুর।।
  2. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া (জুয়েল),সাধারন সম্পাদক হাব্বিুর রশিদ হাবিব ও ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম চেীধুরী (আবেদ)সহ ১৮ দলিয় গ্রেফতার কৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে (২২ ডিসেম্বর) রবিবার সকালে গৌরীপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত প্রতিবাদ সমাবেশে গ্রেফতারকৃতদেরে মুক্তিসহ ৮৩ ঘন্টা অবরোধ সফলের আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শাহ ওবায়দুল্লাহ সুমন, রাশার, মোস্তফা, সুজন, সোহেল, পৌর ছাত্রদলে নেতা তাজিজুল ইসলাম রাঙ্া, নুর মোহাম্মদ মামুন, আবিদ হাসান রাহাত, আনু, জামাল, আল-আমিন, কলেজ ছাত্রদল নেতা ইকবাল হাসন বিকচাস, ওয়ালিউল্লাহ, রুবেল, রবিন প্রমুখ।

গৌরীপুরে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে (২২ ডিসেম্বর) থেকে সরকারী ভাবে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানা গেছে,উক্ত সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার ২৫ টি মিলারদের কাছ থেকে ৫শ ৪ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। সরকারী ভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারন করা হয়েছে ৩০ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চালের সঠিক মান পরিক্ষা করে এ অভিযানের উদ্বোধন করেছেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীলিপ কুমার রায়, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক এ এক এম নাছির উদ্দিন. উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মিল মালিক ও গৌরীপুর প্রেস কাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর প্রেস কাবের সাধারন সম্পাদক খাইরুল বাশার, সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গৌরীপুরে ছিনতাইকারীদের আগুনে ১জন দগ্ধ

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গৌরীপুর-কেন্দুয়া সড়কের বীরআহাম্মদপুর এলাকায় সিএনজি যাত্রী’র টাকা ছিনতাইয়ের জন্য কৌশলী ছিনতাইকারীদের আগুনে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৪) গুরুতর অগ্নিদগ্ধসহ ৪ জন যাত্রী আংশিক অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।  গুরুতর অগ্নিদগ্ধের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শাহজাহান জমি ক্রয়ের দলিল করার জন্য বেশ কিছু নগদ টাকা সাথে নিয়ে বাসে সিলেট থেকে ময়মনসিংহে নেমে সেখান থেকে  সিএনজি করে বাড়ী আসছিল। পথের মাঝে উল্লেখিত স্থানে যাত্রীবেশী র্দুবৃত্তরা সিএনজিতে বসে থাকা শাহজাহানের গায়ের ছাদরে কৌশলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় হুড়োহুড়ি । এই ফাঁকে শাহজাহানের কাছে থাকা টাকা নিয়ে চম্পট দেয় র্দুবৃত্তরা । কিন্তু এ সময় তাদের দেয়া আগুনে শাহজাহানের মুখ-চুল ও শরীর মারাত্বকভাবে জ্বলসে যায়। গুরুতর  অগ্নিদগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানিয়েছেন, এটা কোন নাশকতা নয়। তার ধারনা ছিনতাইয়ের উদ্দেশেই এ আগুনের ঘটনাটি ঘটানো হয়। পুলিশ রাতেই  ঘটনাস্থল থেকে সিএনজিটি আটক করেছে।

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন

কমল সরকার,গৌরীপুর ।।
৩ হাজার ৬শ ৮৬ শিশুকে পোলিও টিকা খাওয়ার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার  (২১ডিসেম্বর) পোলিও মুক্ত ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। টিকা দিবসের উদ্বোধন কালে পৌর মেয়র বলেন সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলাকে পোলিও মুক্ত করতে ক্যাম্পিংসহ অন্যান্য বিস্তারিত কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে পৌরসভার মেডিকেল টিম সার্বক্ষনিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভেকসিনেটার ওম্মে জহুরা আক্তর নুর, টিকাদানকারী মিরা রানী দাস,পৌরসভার ভারপ্রাপ্ত এসআই দিলীপ কুমার সরকার, ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।  এদিকে দিবসটি সফল করতে পৌর শহরে অস্থায়ীভাবে ২৪ টি ভেকসিনেটার ক্যাম্প স্থাপন ও সাংবাদিক শামিম খানের নেতৃত্বে যানবাহনের একটি মোবাইল টিম গঠন করা হয়েছে। পৌরসভার ভেকসিনেটার সুপার ভাইজার ওম্মে জহুরা আক্তার নূর জানিয়েছেন উদ্বোধনী দিনে মোবাইলটিমসহ ২৪টি ক্যাম্পে প্রায় দেড় হাজার শিশুকে ইতিমধ্যে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। তিনি জানান লক্ষ্যমাত্রা পুরন করতে পৌর কর্তৃপক্ষ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ী বাড়ী খুঁজে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন।

গৌরীপুরে যুবদলের ৩ কর্মী আটক

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে জাতীয়তাবাদী  যুবদলের ৩ কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকৃতরা হলেন মারফত আলী (২৮), শফিকুল ইসলাম (২৩), আফজাল হোসেন (২১)। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আটকৃকতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও রাজনৈতিক সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

গৌরীপুরে জঙ্গল থেকে এসএসসি পরিক্ষার্থীর লাশ উদ্ধার

  1. কমল সরকার,গৌরীপুর ।।
  2. ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ (২০ ডিসেম্বর) শুক্রবার বিকালে রামগোপালপুর ইউনিয়নের শীবপুর গ্রামের মৃত আইন উদ্দিনের বাঁশঝাড় থেকে  এসএসসি পরিক্ষার্থীর মোঃ মোস্তফা (২২) এর লাশ  উদ্ধার করেছে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে,ময়মনসিংহ সদর থানার ৭নং চর নিলক্ষেয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আলীর ছেলে মোঃ মোস্তফা নিজের লেখাপড়ার খরচসহ সংসারের টুকিটাকি খরচ  যোগাতে অবসরে অটো রিক্সা চালাতো। কিন্তু গত বুধবার থেকে অটো বিক্সাসহ মোস্থফার খোঁজ না পেয়ে তার বাবা থানায় একটি সাধারন ডায়েরী করেন। (২০ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত গ্রামবাসী জঙ্গলাকীর্ন বাঁশঝাড়ে মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশের ধারনা চালক মোস্তফাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

১০ম জাতীয় সংসদ নির্বাচন // গৌরীপুরে জমে উঠেছে মহাজোটের মুজিব স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমের লড়াই

কমল সরকার, গৌরীপুর ।।
আসন্ন জাতীয সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ ১৪৮নং সংসদীয় আসন গৌরীপুর উপজেলায় জমে উঠেছে মহাজোটের ডাঃ ক্যাপ্টেন (অবঃ)  মুজিবুর রহমান ফকির এমপি  ও স্বতন্ত্র প্রার্থী নাঁজনিন আলমের ভোট মাঠের লড়াই। মহাজোটের প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলম (হরিণ) প্রতিক নিয়ে প্রতিদিন বিভিন্ন উপজেলার গ্রামীন জনপদে গণসংযোগ করছেন। চলছে মাইকিংসহ বিভিন্ন প্রচারনা।  তবে আগামী  বছরের ৫ জানুয়ারী অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গৌরীপুরে ভোটারদের মাঝে সেই উৎসাহ-উদ্দীপনা না থাকলেও চা ষ্টল ও অবসর আড্ডায় সংসদ নির্বাচনকে কেন্দ্র   করে সাধারণ মানুষের মাঝে জোড়ালো আলোচনা-সমালোচনার কিন্তু কমতি নেই । তাদের আলোচনা-সমালোচনার মুল হচ্ছে মহাজোট প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মজিবুর রহমান ফকির এমপিকে নিয়ে। সাধারনের আলোচনা সমালোচনার মাঝে রয়েছে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মজিবুর রহমান ফকির ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ভোটের ব্যবধানে এমপি হয়ে গত ৫ বছরে এলাকার উন্নয়নে কি ভুমিকা রেখেছেন--কি উন্নয়ন করেননি, কি করা উচিৎ ছিল, কাকে চাকুরী দিয়েছেন,কাকে দেননি, দলের পরিক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে কতিপয় নব্য নেতাদের প্রাধান্য দিয়ে তাদের বিশাল বিত্তবান করা থেকে শুরু করে -দলীয় নেতা-কর্মী,সাধারণ ভোটার সমর্থকদের কিভাবে অবমুল্যায়ন, মুল্যায়ন অপমান-অপদস্থ, মামলা-মোকদ্দমা, হয়রানী করেছেন এ সকল নানাবিধ কর্মকান্ডের চুল ছেড়া বিশ্লেষন। এদিকে মহাজোট প্রার্থীর এ সকল আলোচনার-সমালোচনার মধ্যখানে দাঁড়িয়ে আশায় বুক বেঁধে বিজয়ের জন্য  ভোট মাঠে নিরলস কাজ করছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ব্যাংকার ফেরদৌস আলমের সহধর্মিনী নাজনিন আলম। স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমের  এলাকায় পরিচিতি না থাকলেও  তার স্বামী ব্যাংকার ফেরদৌস আলম দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের পক্ষে নানাবিধ কর্মকান্ড চালিয়ে এলাকায় তার একটি পরিচিতি গড়ে তুলেছেন। তাই স্বামীর পরিচয়ে নাজনিন  মহাজোটের দু‘বারের ডাকসাইটে এমপি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিব প্রতিদ্বন্দী হয়ে কতটুকু সফলতা পাবেন তা বলা যাচ্ছে না। তবে নির্বাচনে ক্যাপ্টেন বিরোধিরা যদি জোড়ালো ভাবে নাজনিনের পক্ষালম্বন করেন তাহলে হয়তো প্রতিদ্বন্দিতামুলক একটি ভোট যুদ্ধ হলেও হতে পারে। গৌরীপুরে বর্তমানে মজিব এমপি’র বিরুদ্ধে  আড়ালে-আবডালে দলীয় নেতা-কর্মীরা মুখে যাই বলুক বিরোধীদল ছাড়া প্রকাশ্যে দলের কেউ ক্যাপ্টেন বিরোধীতায় এগিয়ে না আসলেও গোপনে তারা যথেষ্ট সক্রিয়  থাকবেন এ কথা নিঃসন্দেহে বিশ্বাস করছে এলাকাবাসী। এদিকে ক্যাপ্টেন সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমকে শক্ত প্রতিদ্বন্দী হিসেবে দেখছেন না। তাদের বক্তব্য হচ্ছে মহাজোট প্রার্থী ডাঃ ক্যাপ্টেন  (অবঃ) মুজিব এমপি আবারো বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নাজনিন সমর্থকরা বলছে ও তাদের দৃঢ় বিশ্বাস গৌরীপুরের মানুষ এবার নাজনিন আলমকে এমপি  নির্বাচিত করে এক নতুন  ইতিহাস সৃষ্টি করবে। এর পরও মানুষের মন আকাশের রং - দুটোই মহুর্তে রং বদলায়। এখন সেই অপেক্ষায় থাকা-কে জানে- কি হয়--? এক্ষেত্রে হয়তো গৌরীপুরে এবার আরেক নতুন  ইতিহাস সৃষ্টি হবে । যেমনটি হয়েছিল মরহুম সাংসদ নজরুল ইসলাম সরকার এমপি’র স্ত্রী সাবেক সাংসদ বেগম রওশনারা নজরুলের বেলায়।  ২ ল ৪ হাজার ৫শ ৩০ ভোটারের হযরত নিজামউদ্দিন (রহঃ) আউলিযা ,বীরঙ্গনা সখিনা, পাঠানবীর বীর ওসমান খাসহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা, ১২ জমিদারের আবাসস্থল ও পুরাকির্তী সম্ভলিত গৌরীপুরের এ সংসদীয় আসনটিতে স্বাধীনতা উত্তর সময় অর্থাৎ ১৯৭২ সন থেকে ৯ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগের দখলে থাকে ৪ বার, জাতীয় পার্টী একবার এবং গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ এ,এফ,এম নজমুল হুদা একাই এমপি পদটি চার বার দখল করেন। এেেত্র জাতীয় পার্টী ও বর্তমান এমপি ছাড়া এ আসনে নির্বাচিত প্রায় এমপিকেই সংসদে বিরোধী দলের আসনে বসতে হয়েছে। ফলে এলাকার উন্নয়ন ছিল বহুলাংশে বাধাগ্রস্থ  ও উপেক্ষিত।

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুর উপজেলা বিএনপি’র বিজয় শীর্ষক আলোচনা সভা

কমল সরকার,গৌরীপুর ।।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা বিএনপি‘র বৃহদাংশ সাবেক সংসদ সদস্য এএফএম নজমূল হুদার সমর্থক গ্রুপ (১৬ ডিসেম্বর) বিকালে পাটবাজার দলিয় কার্যালয়ে বিজয় শীর্ষক আলোচনা সভার আযোজন করে।
উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হীরন, হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপি‘র সহ-সভাপতি মোমেন খান কামাল, বিএনপি নেতা ডাঃ মোতালিব, উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রনেতা শহিদুল ইসলাম মিল্টন, জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শাহজাহান আকন্দ সুমন, উপজেলা স্বেচ্ছা সেবক দল নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, অচিন্তপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আব্দুর সবুর মিল্টন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম জান মিয়া,  ছাত্র নেতা সেলিম আজাদ প্রমুখ।
অপর দিকে মাছবাজার স্বেচ্ছা সেবক দলের উদ্দ্যোগে একই বিষয়ের উপর ছাত্রনেতা শাহ সুমনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন (উঃ) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, যুবনেতা এএফএম শহিদুল্লাহ, বিশ্বজিৎ ঘোষ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খোকন, (উঃ) জেলা স্বেচ্ছা সেবক দল নেতা প্রভাষক আঃ সিদ্দিক, শফিকুল ইসলাম রতন, পৌর ছাত্রদলের নেতা তাজিজুল ইসলাম রাঙ্গা,  নুর মোহাম্মদ মামুন, রাহাত, সুমন, জামাল, আল-আমিন, মোস্তফা কামাল, কলেজ ছাত্রদল নেতা ইকবাল হাসান ্িবকসান, ওয়ালীউল্লাহ বাসার আকন্দ, মোমেন, সাকিব, সুজন, জাহাঙ্গীর, প্রমুখ।

গৌরীপুরে প্যারেড গ্রাউন্ডে সন্ত্রাসী হামলা ।।আতংকে ছুটাছুটিতে আহত -৫০

কমল সরকার,গৌরীপুর।। 
ময়মনসিংহের গৌরীপুর স্টেডিয়ামে সোমবার সকালে স্থানীয় ষ্টেডিয়ামে মহান বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠান চলাকালে দুই সহোদরকে কুপিয়ে মারত্বক জখম করেছে সন্ত্রাসীরা। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ভাই মিজান (২৩) ও আনোয়ার হোসেন (১৭) গৌরীপুর ইউনিয়নের সাতুতি গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , সকাল সাড়ে ১০টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী রামদা হাতে নিয়ে বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে ঢুকে দর্শক গ্যালারিতে বসে থাকা ওই দুই সহোদরকে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। এ দৃশ্য দেখে গ্যালারীতে বসে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিবাবক ও দর্শনার্থীরা ভয়ে দিকবেদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যান। আতংকে ছুটা-ছুটিতে এ সময় কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হয়। এ কান্ড ঘটিয়ে সন্ত্রসীরা এক পর্যায়ে রামদা উচিঁয়ে বীরদর্পে জনসমুদ্রসম মাঠ ত্যাগ করে। প্যারেড অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান সেলভী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ পুলিশের কর্মকর্তা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

গৌরীপুরে মহান বিজয় দিবস পালিত

কমল সরকার,গৌরীপুর।।
সকল যুদ্ধাপরাধীদের বিচার ও স্বাধীনতার চেতনায় দেশ গড়ার শপথের মধ্যদিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বিজয় ’৭১ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। পরে বিজয় ৭১ স্মতিসৌধে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একে একে গৌরীপুর উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি‘র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠন, উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠন পক্ষে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন গ্রƒফ, মকবুল হোসেন গ্রুপ, সাবেক সাংসদ এ এফ এম নজমুল হুদা গ্রুপ,যুবনেতা মাহফুজুর রহমান মাহফুজ, শামসুল ইসলাম গ্রুপ, ও বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত ভবনসহ শিা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে গৌরীপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলী আহামম্দে খান পাঠান সেলভী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির। এরপর পুলিশ, ভিডিপি, বিএনসিসি দল ও বিভিন্ন শিা প্রতিষ্ঠান, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ গ্রহন করে। মহান বিজয় দিবস উপলে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, ভলিবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।

গৌরীপুরে ষাঁড়ের লড়াইয়ের নামে চলছে কোটি কোটি টাকার বাজি খেলা নামক জুয়া

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের নামে চলছে কোটি টাকার জুয়া নামক বাজি খেলা। এতে সর্বশান্ত হচ্ছে এলাকার মানুষ। পুলিশী সহযোগিতায় স্থানীয় কিছু চিহ্নিত জুয়ারী, ইউপি চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের  প্রভাবশালীরা প্রকাশ্যে নিষিদ্ধ ষাড়ের লড়াই চালিয়ে লুঠে নিচ্ছেন কোটি কোটি টাকা।এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন  রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ই ডিসেম্বর শনিবার উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে ষাঁড়ের লড়াইয়ের নামে অনুষ্ঠিত হয়েছে  বাজি খেলার জমজমাট জুয়ার আসর। এ ব্যাপারে  স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পরও  কন্ধ হয়নি বাজি খেলার জুয়া। উল্টো প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাওহা ইউনিয়ন পরিষদের সদস্য তারা মিয়া (৩২)। ্এ ঘটনায় পুলিশের প্রতি এলাকাবাসী ক্ষুব্দ মনোভাব পোষন করছেন।
এ লড়াই শেষ হবার পর আবারো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সরকার দলীয় লোকজনের তত্বাবধানে আগামী ১৯ ডিসেম্বর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর ও ২০ ডিসেম্বর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ষাঁড়ের লড়াইয়ের নামে জমজমাট বাজি নামক  জুয়ার আসরের প্রস্তুতি চলছে।
নিরীহ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ, স্থানীয় প্রশাসন ও প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়াকে ম্যানেজ করে এলাকার কিছু চি‎িহ্নত জুয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সরকারদলীয় লোকজনের যোগসাজসে ষাঁড়ের লড়াইয়ের নামে কোটি কোটি টাকার জুয়ার বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী  প্রানের ভয়ে এদের  বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ ব্যপারে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন জানান, ষাঁড়ের লড়াইয়ের নামে যে  জুয়া খেলা হয় এর সাথে নিজে বা তার পরিষদের কোনো সদস্য জড়িত নয়। তিনি বলেন উপরন্ত তার এক ইউপি সদস্য তারা মিয়া (৩২) এ ষাড়ের লড়াই নামক জুয়া খেলার  বিরোধিতা করায় আসল জুয়ারীরা পুলিশ  দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।
ইউপি  সদস্যকে গ্রেপ্তারের ব্যপারে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, জুয়া খেলা বন্ধে প্রতিবাদ করার জন্য নয়, তাকে অন্য অভিযোগে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন জানান, পুলিশ প্রশাসনের অসহোযোগিতার কারনে তিনি ষাড়ের লড়াইয়ের নামে জুয়া বন্ধে কোন পদক্ষেপ নিতে পারছেন না।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কমল সরকার,গৌরীপুর।।
অসাংবিধানিক ভাবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্টার দাবীতে (৭ ডিসেম্বর) শনিবার বিকালে বিএনপিসহ অংগসহযোগী সংগঠনের উদ্দ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবরোধ কর্মসূচী পালন করে। এ সময় উল্লেখিত মহাসড়কে প্রায় ৩ ঘন্টা সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জাতীয়তাবাদী আইন জীবি ফোরামের সাধারন সম্পাদক এড.নুরুল হক। তার সাথে ছিল (দঃ) জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ ইউছুফ লিটন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম রতন, ইউনিয়ন বিএনপি নেতা লাল মিয়া মেম্বার, মতিউর রহমান স্বাধীন, জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতা সগির আহাম্মেদ, শহিদুল্লাহ আকন্দ, করিম, জুয়েল, হেলাল, পলাশ, আল-আমিন, ইমন, আনিছুর রহমান, তারেক, ফারুক, মিজান, রুবেল প্রমুখ।

৮ ডিসেম্বর গৌরীপুুর হানাদার মুক্ত দিবস

  1. কমল সরকার, গৌরীপুর ।।
  2. ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী রাঁতের আধারে গৌরীপুর ছেড়ে চলে যাওয়ার পর পুলিশ ফাঁড়ির ক‘জন পুলিশ ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করলে শত্রু মুক্ত হয় গৌরীপুর।
  3. ১৯৭১ সালের ২৬ মার্চের পর এপ্রিলের প্রথম দিকে গৌরীপুরে শুরু হয় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম পর্যায়ের সংগ্রাম। তৎকালীন আওয়ামী লীগ নেতা ও এম সি এ মরহুম হাতেম আলীর বাস ভবনে আলোচনা শেষে গৌরীপুর মহাবিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক সৈয়দ আলী হাসানের তত্ত্বাবধানে কলেজ মাঠে ১৭টি রাইফেল দিয়ে শুরু হয় প্রশিন। তাদেরকে সহযোগিতা করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মমতাজ উদ্দিন ও আরো একজন অবসরপ্রাপ্ত সৈনিক। ১৯৭১ সালের ২৩ এপ্রিল কিশোরগঞ্জ থেকে রেল পথে পাক হানাদার বাহিনী গৌরীপুরে প্রবেশ করেই শুরু করে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ। ওইদিন সকাল থেকেই পাকিস্থানী জঈী বিমান গৌরীপুরের আকাশে টহল দিয়ে থেমে থেমে আকাশ থেকে এলোপাথারী মেশিন গান দিয়ে রেল ষ্টেশন, কলেজসহ কয়েকটি স্থানে গুলি বর্ষন করছিল। হানাদার বাহিনী গৌরীপুর শহরে প্রবেশ করেই কালীপুর মোড়ে গুলি করে হত্যা করে স্কুল শিক ব্রজেন বিশ্বাসকে।  গৌরীপুরে ব্রজেন বিশ্বাস হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ হলেও শহীদদের তালিকায় তার নাম উঠেনি বা শহীদ পরিবার হিসাবে তার পরিবার আজো কোন সহযোগিতা পায়নি। পাক হানাদার বাহিনী গৌরীপুর দখলের পর মুক্তিযোদ্ধারা পিছু হটে একে একে ভারতের মেঘালয় রাজ্যের শিব বাড়ীতে আশ্রয় নেয় এবং প্রািশক্ষন নিতে শুরু করে। এদিকে গৌরীপুরে পাক হানাদার বাহিনী সাধারন মানুষের উপর চালায় নির্মম অত্যাচার। ১৬ মে সকালে পাক হানাদার বাহিনী শালীহর গ্রাম থেকে ধরে নিয়ে যায় বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক মধু সুদন ধরকে এবং শহর থেকে ধরে নিয়ে যায় বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে। তারা বেঁেচ আছে না মরে গেছে আজো কেউ জানতে পারেনি। আগষ্ট মাসে গৌরীপুরে অবস্থানরত পাক বাহিনীর উপর হামলা শুরু করে প্রশিন প্রাপ্ত মুক্তিযোদ্ধারা। দেশ মাতৃকাকে মুক্ত করতে তারা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় পাক বাহিনী ও তাদের দোসরদের যোগাযেগের মাধ্যম টেলিফোন এক্সচেঞ্জ ও রেল সেতু । অগ্নি সংযোগ করে ধ্বংস করে রেল ষ্টেশন ও পাট গুদাম। মুক্তিযোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় পাক বাহিনী প্তি হয়ে উঠে এবং শালীহর গ্রামে প্রবেশ করে শুরু করে গনহত্যা । সেখানে  নির্দোষ ১৩ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে এবং ধরে নিয়ে যায় মরহুম মুক্তিযোদ্ধা আবুল হাসেমের পিতা ছাবেদ হোসেনকে। পরে তার আর খোঁজ মিলেনি। মুক্তিযুদ্ধের শেষের দিকে ৩০ নভেম্বর পলাশ কান্দায় পাকহনাদার বাহিনীর সাথে সম্মুক যুদ্ধে শহীদ হন সিরাজ, জসিম, মঞ্জু ও মতি এই চারজন মুক্তিযোদ্ধা। শ্যমগঞ্জে শহীদ হয় সুধী বড়–য়া। অবশেষে ডিসেম্বরের প্রথম দিকে গৌরীপুর শহর ছাড়া সমস্ত এলাকা মুক্তিযোদ্ধাদের দখলে চলে যায়। মুক্তিযোদ্ধাদের হামলায় পাক হানাদার বাহিনী ৭ ডিসেম্বর রাতে রেল যোগে গৌরীপুর থেকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মরহুম রফিকুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম আজাদ,আঃ হেকীম, মরহুম নজরুল ইসলাম, সোহরাব, ছোট ফজলূ, আনসার, কনুসহ একদল মুক্তিযোদ্ধা ৭ ডিসেম্বর গৌরীপুর থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকারকে আত্মসমর্পনে বাধ্য করে। ৮ ডিসেম্বর শত্রু মুক্ত হয় গৌরীপুর।

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুর বিএনপি‘র পৃথক গায়েবানা জানাযা অনুষ্টিত


কমল সরকার,গৌরীপুর ।।
১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচীর পালন কালে আ‘লীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলিতে নিহত নেতা কর্মী ও সাধারন মানুয়ের আতœার মাগফেরাত কামনায় (৬ ডিসেম্বর) শুক্রবার জুম্মার নামাজের পর বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের উদ্দ্যোগে গায়েবানা জানাযা অনুষ্টিত হয়েছে। জুম্মা বাদ জান্নাতুল বাকি গুরুস্থান মসজিদ প্রাঙ্গনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ এএফএম নজমূল হুদার সমর্থনকারী একটি গ্রুপ গায়েবানা জানাযায় অংশ গ্রহন করে। উক্ত জানাযায় ঈমামতি করেন ৭নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি রমজান আলী। এতে উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিন, আহাম্মদ তায়েবুর রহমান হীরন, (মপই) সাবেক ভিপি মকবুল হোসেন বকুল, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মরিরুজ্জামান পলাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রনেতা জাহাঙ্গির হোসেন পাপ্পু, শহিদুল ইসলাম মিল্টন, সুমন, যুবদল ও ছাত্রদলের নেত্রীবৃন্দসহ শত শত মুসুল্লি অংশ নেয়।
অপর দিকে মাছূয়া কান্দা মসজিদে নামেরা প্রাঙ্গনে (উঃ) জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি মোমেন খান কামাল, আনোয়ারুল হুদা, যুবনেতা বিশ্বজিৎ ঘোষ, শফিকুল ইসলাম ভূট্টো, রহমত উল্লাহ, আরজু, সোহেল, (উঃ) জেলা স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আঃ মিদ্দিক, শফিকুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের নেতা শাহ ওবায়দুল্লা সুমন, বাসার আকন্দ, মোমেন, সাকিব, সুজন, জাহাঙ্গীর, পৌর ছাত্রদলের নেতা তাজিজুল ইসলাম রাঙ্গা, নুর মোহাম্মদ মামুন, রাহাত, কলেজ ছাত্রদল নেতা ইকবাল হাসান ্িবকসান, ওয়ালীউল্লাহ, প্রমুখ। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  আব্দুল কাদের জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে শাহ ওবায়দুল্লাহ সুমন ও তাজিজুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়


গৌরীপুর স্বেচ্ছাসেবক দলের লাঠি মিছিল
সরকারের ঘোষিত তফসিল বাতিল,তত্বাবধায়ক সরকার পুনবহাল ও স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে (৬ ডিসেম্বর) শুক্রবার বিকালে ময়মনসিংহের গৌরপুরে (উঃ) জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ারুল ইসলাম  বাবুলের নেতৃত্বে একটি লাাঠি মিছিল শহর প্রদক্ষিন করে পাট বাজার বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হীরন, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ,ছাত্রনেতা শহিদুল ইসলাম মিল্টন, স্বেচ্ছা সেবক দল নেতা শাহীন,তুষার, রিপন ও নয়ন প্রমুখ।

গৌরীপুর প্রেসকাবের সাবেক আহবায়ক আব্দুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর প্রেসকাবের সাবেক আহবায়ক বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী (৬ ডিসেম্বর) শুক্রবার বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর প্রেসকাবের উদ্যোগে মরহুম সাংবাদিকের কবর জিয়ারত, বাদ জুম্মা বড় মসজিদে বিশেষ দোয়া ও সন্ধ্যায় প্রেসকাব ভবনে এক স্বরন সভার আযোজন করা হয়। প্রেসকাব সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে স্বরন সভায় বক্তব্য রাখেন প্রেসকাবের সাবেক সভাপতি এড জসিম উদ্দিন আহম্মেদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামিম খান, সাংবাদিক সাজ্জতুল ইসলাম, মরহুম পুত্র মশিউর রহমান কাউসার, সাংবাদিক  শেখ বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসকাব সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার। এ ছাড়া মরহুমের একমাত্র ছেলে আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মশিউর রহমান কাউসার পারিবারিকভাবে সাংবাদিক পিতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফিল শেষে দরিদ্র ও সাধারণ ভোজের আয়োজন করে ।

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে দলীয় প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়ন জমা

কমল সরকার,গৌরীপুর ।।
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর নির্বাচনী আসনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন সোমবার ৭ প্রার্থী উৎসব মুখর পরিবেশে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জানা গেছে, আ’লীগের দলীয় প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি, আওযামী লীগের মনোনয়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভি, জাপার প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম, ন্যাশান্যাল আওযামী পার্টি জেলা (ন্যাপ মোজাফর) আহবায়ক আব্দুল মতিন মাষ্টার, এডঃ মোহাম্মদ মোজ্জামেল হোসেন, আ’লীগের মনোনয়ন বঞ্চিত ব্যাংকার ফেরদৌস আলমের স্ত্রী নাজনীন আলম, ও জেলার সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রির্টানিং অফিসার  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

গৌরীপুরে মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধন ।।পাশাপাশি দলীয় প্রার্থীর মটর সাইকেল শোডাউন

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের দাবীতে (২ ডিসেম্বর) সোববার সকালে আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে  মনোনয়ন বঞ্চিতরা যখন মানব বন্ধন কর্মসূচী পালন করছিল-ঠিক সেই মুহুর্তে একইপথ দিয়ে চলছিল দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র বিশাল মটর সাইকেল শোডাউন। এ সময় অজানা আশংকায় শহরের সাধারণ মানুষ ছিল ভীতসন্ত্রস্থ। যদিও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন কর্মসূচী ও প্রার্থীর শোডাউন সফল সমাপ্তি ঘটে। ময়মনসিংহ-৩ নির্বাচনী আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপিকে মনোনয়ন দেয়ায় মনোনয়ন বঞ্চিতরা তার মনোনয়ন বাতিলের দাবীতে (৩০ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশসহ নানাবিধ কর্মসূচী গ্রহন করে। একই দাবীতে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মনোনয়ন প্রত্যাশী নাজিম উদ্দিন,উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস, মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সামিউল আলম লিটন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, জেলা যুবলীগ নেতা কামাল হোসেন প্রমুখ। মানব বন্ধনে বক্তারা এ আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে হলে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের জন্য জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা  করেন। এদিকে দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন বঞ্চিতদের মানব বন্ধন কর্মসূচী থাকায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি সংঘাত এড়াতে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে রেখে আনুষ্ঠানিকভাবে সোমবার দুপুর দেড়টায় রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সংগে ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ডাঃ হেলাল উদ্দিন, অধ্যক্ষ রুহুল আমিন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক ম,নুরুল ইসলাম,ইকবাল হোসেন জুয়েল,পৌর আ’লীগের সাধারন সম্পাদক রওশন সারোয়ার সজিরসহ উপজেলা ও ইউনিয়ন সমুহের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীবৃন্দ।