সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধন ।।পাশাপাশি দলীয় প্রার্থীর মটর সাইকেল শোডাউন

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের দাবীতে (২ ডিসেম্বর) সোববার সকালে আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে  মনোনয়ন বঞ্চিতরা যখন মানব বন্ধন কর্মসূচী পালন করছিল-ঠিক সেই মুহুর্তে একইপথ দিয়ে চলছিল দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র বিশাল মটর সাইকেল শোডাউন। এ সময় অজানা আশংকায় শহরের সাধারণ মানুষ ছিল ভীতসন্ত্রস্থ। যদিও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন কর্মসূচী ও প্রার্থীর শোডাউন সফল সমাপ্তি ঘটে। ময়মনসিংহ-৩ নির্বাচনী আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপিকে মনোনয়ন দেয়ায় মনোনয়ন বঞ্চিতরা তার মনোনয়ন বাতিলের দাবীতে (৩০ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশসহ নানাবিধ কর্মসূচী গ্রহন করে। একই দাবীতে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মনোনয়ন প্রত্যাশী নাজিম উদ্দিন,উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস, মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সামিউল আলম লিটন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, জেলা যুবলীগ নেতা কামাল হোসেন প্রমুখ। মানব বন্ধনে বক্তারা এ আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে হলে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মনোনয়ন বাতিলের জন্য জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা  করেন। এদিকে দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন বঞ্চিতদের মানব বন্ধন কর্মসূচী থাকায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি সংঘাত এড়াতে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে রেখে আনুষ্ঠানিকভাবে সোমবার দুপুর দেড়টায় রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সংগে ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ডাঃ হেলাল উদ্দিন, অধ্যক্ষ রুহুল আমিন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক ম,নুরুল ইসলাম,ইকবাল হোসেন জুয়েল,পৌর আ’লীগের সাধারন সম্পাদক রওশন সারোয়ার সজিরসহ উপজেলা ও ইউনিয়ন সমুহের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন