বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

১০ম জাতীয় সংসদ নির্বাচন // গৌরীপুরে জমে উঠেছে মহাজোটের মুজিব স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমের লড়াই

কমল সরকার, গৌরীপুর ।।
আসন্ন জাতীয সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ ১৪৮নং সংসদীয় আসন গৌরীপুর উপজেলায় জমে উঠেছে মহাজোটের ডাঃ ক্যাপ্টেন (অবঃ)  মুজিবুর রহমান ফকির এমপি  ও স্বতন্ত্র প্রার্থী নাঁজনিন আলমের ভোট মাঠের লড়াই। মহাজোটের প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলম (হরিণ) প্রতিক নিয়ে প্রতিদিন বিভিন্ন উপজেলার গ্রামীন জনপদে গণসংযোগ করছেন। চলছে মাইকিংসহ বিভিন্ন প্রচারনা।  তবে আগামী  বছরের ৫ জানুয়ারী অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গৌরীপুরে ভোটারদের মাঝে সেই উৎসাহ-উদ্দীপনা না থাকলেও চা ষ্টল ও অবসর আড্ডায় সংসদ নির্বাচনকে কেন্দ্র   করে সাধারণ মানুষের মাঝে জোড়ালো আলোচনা-সমালোচনার কিন্তু কমতি নেই । তাদের আলোচনা-সমালোচনার মুল হচ্ছে মহাজোট প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মজিবুর রহমান ফকির এমপিকে নিয়ে। সাধারনের আলোচনা সমালোচনার মাঝে রয়েছে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মজিবুর রহমান ফকির ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ভোটের ব্যবধানে এমপি হয়ে গত ৫ বছরে এলাকার উন্নয়নে কি ভুমিকা রেখেছেন--কি উন্নয়ন করেননি, কি করা উচিৎ ছিল, কাকে চাকুরী দিয়েছেন,কাকে দেননি, দলের পরিক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে কতিপয় নব্য নেতাদের প্রাধান্য দিয়ে তাদের বিশাল বিত্তবান করা থেকে শুরু করে -দলীয় নেতা-কর্মী,সাধারণ ভোটার সমর্থকদের কিভাবে অবমুল্যায়ন, মুল্যায়ন অপমান-অপদস্থ, মামলা-মোকদ্দমা, হয়রানী করেছেন এ সকল নানাবিধ কর্মকান্ডের চুল ছেড়া বিশ্লেষন। এদিকে মহাজোট প্রার্থীর এ সকল আলোচনার-সমালোচনার মধ্যখানে দাঁড়িয়ে আশায় বুক বেঁধে বিজয়ের জন্য  ভোট মাঠে নিরলস কাজ করছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ব্যাংকার ফেরদৌস আলমের সহধর্মিনী নাজনিন আলম। স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমের  এলাকায় পরিচিতি না থাকলেও  তার স্বামী ব্যাংকার ফেরদৌস আলম দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের পক্ষে নানাবিধ কর্মকান্ড চালিয়ে এলাকায় তার একটি পরিচিতি গড়ে তুলেছেন। তাই স্বামীর পরিচয়ে নাজনিন  মহাজোটের দু‘বারের ডাকসাইটে এমপি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মুজিব প্রতিদ্বন্দী হয়ে কতটুকু সফলতা পাবেন তা বলা যাচ্ছে না। তবে নির্বাচনে ক্যাপ্টেন বিরোধিরা যদি জোড়ালো ভাবে নাজনিনের পক্ষালম্বন করেন তাহলে হয়তো প্রতিদ্বন্দিতামুলক একটি ভোট যুদ্ধ হলেও হতে পারে। গৌরীপুরে বর্তমানে মজিব এমপি’র বিরুদ্ধে  আড়ালে-আবডালে দলীয় নেতা-কর্মীরা মুখে যাই বলুক বিরোধীদল ছাড়া প্রকাশ্যে দলের কেউ ক্যাপ্টেন বিরোধীতায় এগিয়ে না আসলেও গোপনে তারা যথেষ্ট সক্রিয়  থাকবেন এ কথা নিঃসন্দেহে বিশ্বাস করছে এলাকাবাসী। এদিকে ক্যাপ্টেন সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী নাজনিন আলমকে শক্ত প্রতিদ্বন্দী হিসেবে দেখছেন না। তাদের বক্তব্য হচ্ছে মহাজোট প্রার্থী ডাঃ ক্যাপ্টেন  (অবঃ) মুজিব এমপি আবারো বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নাজনিন সমর্থকরা বলছে ও তাদের দৃঢ় বিশ্বাস গৌরীপুরের মানুষ এবার নাজনিন আলমকে এমপি  নির্বাচিত করে এক নতুন  ইতিহাস সৃষ্টি করবে। এর পরও মানুষের মন আকাশের রং - দুটোই মহুর্তে রং বদলায়। এখন সেই অপেক্ষায় থাকা-কে জানে- কি হয়--? এক্ষেত্রে হয়তো গৌরীপুরে এবার আরেক নতুন  ইতিহাস সৃষ্টি হবে । যেমনটি হয়েছিল মরহুম সাংসদ নজরুল ইসলাম সরকার এমপি’র স্ত্রী সাবেক সাংসদ বেগম রওশনারা নজরুলের বেলায়।  ২ ল ৪ হাজার ৫শ ৩০ ভোটারের হযরত নিজামউদ্দিন (রহঃ) আউলিযা ,বীরঙ্গনা সখিনা, পাঠানবীর বীর ওসমান খাসহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা, ১২ জমিদারের আবাসস্থল ও পুরাকির্তী সম্ভলিত গৌরীপুরের এ সংসদীয় আসনটিতে স্বাধীনতা উত্তর সময় অর্থাৎ ১৯৭২ সন থেকে ৯ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগের দখলে থাকে ৪ বার, জাতীয় পার্টী একবার এবং গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ এ,এফ,এম নজমুল হুদা একাই এমপি পদটি চার বার দখল করেন। এেেত্র জাতীয় পার্টী ও বর্তমান এমপি ছাড়া এ আসনে নির্বাচিত প্রায় এমপিকেই সংসদে বিরোধী দলের আসনে বসতে হয়েছে। ফলে এলাকার উন্নয়ন ছিল বহুলাংশে বাধাগ্রস্থ  ও উপেক্ষিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন