সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে প্যারেড গ্রাউন্ডে সন্ত্রাসী হামলা ।।আতংকে ছুটাছুটিতে আহত -৫০

কমল সরকার,গৌরীপুর।। 
ময়মনসিংহের গৌরীপুর স্টেডিয়ামে সোমবার সকালে স্থানীয় ষ্টেডিয়ামে মহান বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠান চলাকালে দুই সহোদরকে কুপিয়ে মারত্বক জখম করেছে সন্ত্রাসীরা। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ভাই মিজান (২৩) ও আনোয়ার হোসেন (১৭) গৌরীপুর ইউনিয়নের সাতুতি গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , সকাল সাড়ে ১০টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী রামদা হাতে নিয়ে বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে ঢুকে দর্শক গ্যালারিতে বসে থাকা ওই দুই সহোদরকে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। এ দৃশ্য দেখে গ্যালারীতে বসে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিবাবক ও দর্শনার্থীরা ভয়ে দিকবেদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যান। আতংকে ছুটা-ছুটিতে এ সময় কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হয়। এ কান্ড ঘটিয়ে সন্ত্রসীরা এক পর্যায়ে রামদা উচিঁয়ে বীরদর্পে জনসমুদ্রসম মাঠ ত্যাগ করে। প্যারেড অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান সেলভী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ পুলিশের কর্মকর্তা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন