শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন

কমল সরকার,গৌরীপুর ।।
৩ হাজার ৬শ ৮৬ শিশুকে পোলিও টিকা খাওয়ার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার  (২১ডিসেম্বর) পোলিও মুক্ত ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। টিকা দিবসের উদ্বোধন কালে পৌর মেয়র বলেন সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলাকে পোলিও মুক্ত করতে ক্যাম্পিংসহ অন্যান্য বিস্তারিত কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে পৌরসভার মেডিকেল টিম সার্বক্ষনিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভেকসিনেটার ওম্মে জহুরা আক্তর নুর, টিকাদানকারী মিরা রানী দাস,পৌরসভার ভারপ্রাপ্ত এসআই দিলীপ কুমার সরকার, ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।  এদিকে দিবসটি সফল করতে পৌর শহরে অস্থায়ীভাবে ২৪ টি ভেকসিনেটার ক্যাম্প স্থাপন ও সাংবাদিক শামিম খানের নেতৃত্বে যানবাহনের একটি মোবাইল টিম গঠন করা হয়েছে। পৌরসভার ভেকসিনেটার সুপার ভাইজার ওম্মে জহুরা আক্তার নূর জানিয়েছেন উদ্বোধনী দিনে মোবাইলটিমসহ ২৪টি ক্যাম্পে প্রায় দেড় হাজার শিশুকে ইতিমধ্যে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। তিনি জানান লক্ষ্যমাত্রা পুরন করতে পৌর কর্তৃপক্ষ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ী বাড়ী খুঁজে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন