সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুর ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালে দশ বছর পুর্তিতে // ৩৭ তম বিনামুল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

  1. কমল সরকার,গৌরীপুর  ।।
  2. ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালের ১০ বছর পুর্তি উপলক্ষে (২৩ ডিসেম্বর) সোমবার আনুষ্ঠানিকভাবে ৩৭তম সপ্তাহ ব্যাপী বিনামুল্যে ৫শ রোগীর চক্ষু পরিচর্যা,ফ্যাকো সার্জারীর মাধ্যমে ল্যান্স সংযোজন ও সেলাইবিহীন ছানি অপারেশনের উদ্ভোধন করা হয়েছে। চক্ষু শিবিরের চিকিৎসা সেবায় রয়েছেন ডাঃ একে এম মুকতাদির, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন, কনসালটেন্ট ডাঃ মাশরুফা, ডাঃ মালিহা শারমিন, ডাঃ মোতাহারুল সাদাত প্রমুখ।  হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, যাকাতের টাকায় এই চক্ষু শিবির পরিচালিত হওয়ার কারনে দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ চক্ষু শিবিরে হাসপাতালের টিকিট বাবদ ৫০ টাকা ব্যাতিত রোগীদের থাকা, খাওয়াসহ ছানি অপারেশনের জন্য আর কোন ফি নেয়া হচ্ছে না।  উল্লেখ্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ মুকতাদির  ২০০৪ সনে  উপজেলার নিজগ্রাম নয়াপাড়ায় নিজস্ব অর্থায়নে গড়ে তুলেন ডাঃ মুকতাদির আধুনিক চ্ক্ষু হাসপাতাল। তার আগে তিনি ১৯৭৭ সাল থেকে সর্বমোট এ নিয়ে ৩৭টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ১৫ হাজার রোগীর চক্ষু পরিচর্যা,অপারেশন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিনামুল্যে প্রাইভেট চিকিৎসা সেবা দিয়েছেন ২ লক্ষাধিক চোখের রোগীকে। হাসপাতাল প্রতিষ্ঠার পর এ হাসপাতালে ১০টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি অপারেশন,ল্যান্স সংযোজন ও দরিদ্র রোগীদের মাঝে পর্যান্ত পরিমানে ওষুধ বিতরণ করা হয়েছে। তা ছাড়া এ হাসপাতালে প্রতি তিন মাস পর পর স্বল্প মুল্যে ১শ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের ব্যবস্থা করেছেন হাসপাতালের  পরিচালক প্রফেসর ডাঃ একে এম মুকতাদির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন