রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে ছিনতাইকারীদের আগুনে ১জন দগ্ধ

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গৌরীপুর-কেন্দুয়া সড়কের বীরআহাম্মদপুর এলাকায় সিএনজি যাত্রী’র টাকা ছিনতাইয়ের জন্য কৌশলী ছিনতাইকারীদের আগুনে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৪) গুরুতর অগ্নিদগ্ধসহ ৪ জন যাত্রী আংশিক অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।  গুরুতর অগ্নিদগ্ধের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শাহজাহান জমি ক্রয়ের দলিল করার জন্য বেশ কিছু নগদ টাকা সাথে নিয়ে বাসে সিলেট থেকে ময়মনসিংহে নেমে সেখান থেকে  সিএনজি করে বাড়ী আসছিল। পথের মাঝে উল্লেখিত স্থানে যাত্রীবেশী র্দুবৃত্তরা সিএনজিতে বসে থাকা শাহজাহানের গায়ের ছাদরে কৌশলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় হুড়োহুড়ি । এই ফাঁকে শাহজাহানের কাছে থাকা টাকা নিয়ে চম্পট দেয় র্দুবৃত্তরা । কিন্তু এ সময় তাদের দেয়া আগুনে শাহজাহানের মুখ-চুল ও শরীর মারাত্বকভাবে জ্বলসে যায়। গুরুতর  অগ্নিদগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানিয়েছেন, এটা কোন নাশকতা নয়। তার ধারনা ছিনতাইয়ের উদ্দেশেই এ আগুনের ঘটনাটি ঘটানো হয়। পুলিশ রাতেই  ঘটনাস্থল থেকে সিএনজিটি আটক করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন