রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে (২২ ডিসেম্বর) থেকে সরকারী ভাবে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানা গেছে,উক্ত সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার ২৫ টি মিলারদের কাছ থেকে ৫শ ৪ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। সরকারী ভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারন করা হয়েছে ৩০ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চালের সঠিক মান পরিক্ষা করে এ অভিযানের উদ্বোধন করেছেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীলিপ কুমার রায়, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক এ এক এম নাছির উদ্দিন. উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মিল মালিক ও গৌরীপুর প্রেস কাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর প্রেস কাবের সাধারন সম্পাদক খাইরুল বাশার, সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন