সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

গৌরীপুরে মহান বিজয় দিবস পালিত

কমল সরকার,গৌরীপুর।।
সকল যুদ্ধাপরাধীদের বিচার ও স্বাধীনতার চেতনায় দেশ গড়ার শপথের মধ্যদিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বিজয় ’৭১ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। পরে বিজয় ৭১ স্মতিসৌধে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একে একে গৌরীপুর উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি‘র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠন, উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠন পক্ষে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন গ্রƒফ, মকবুল হোসেন গ্রুপ, সাবেক সাংসদ এ এফ এম নজমুল হুদা গ্রুপ,যুবনেতা মাহফুজুর রহমান মাহফুজ, শামসুল ইসলাম গ্রুপ, ও বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে সরকারী, বেসরকারী, স্বায়ত্তশাসিত ভবনসহ শিা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে গৌরীপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলী আহামম্দে খান পাঠান সেলভী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির। এরপর পুলিশ, ভিডিপি, বিএনসিসি দল ও বিভিন্ন শিা প্রতিষ্ঠান, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ গ্রহন করে। মহান বিজয় দিবস উপলে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, ভলিবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন