রবিবার, ২৯ জুন, ২০১৪

গৌরীপুরে জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠান



কমল সরকার,গৌরীপুর ।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠান  (২৯জুন) রোববার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রথ যাত্রা উপলক্ষে গোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের পূজার্চনা,শ্রীমদ্ভাগবত পাঠ,হরিনাম সংকীর্তন ও শত শত নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।  বিকাল সাড়ে ৪ টায় পূজারীগণ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করেন।  পরে ঢাক-ঢোল কাশর বাঁজিয়ে ও উলউধ্বনিসহকারে জগন্নাথ দেবের প্রতিমা স্থাপিত রথটি গোবিন্দ জিউর  মন্দির থেকে সম্মিলিত শত শত নারী-পুরুষ, ছোট ছোট ছেলে-মেয়ে, কিশোর-কিশোরীরা শহর দিয়ে টেনে টেনে  বাগান বাড়ী হরিসভা মন্দির প্রাঙ্গনে নিয়ে যায়। সেখানেই রথযাত্রার সমাপ্তি ঘটে। এ উপলক্ষে দুটি  মন্দিরে বসেছিল নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে মেয়েদের এক বিশাল মিলন মেলা।  উল্লেখ্য জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠানের (২৯জুন) রোববার থেকে  উল্টোরথ যাত্রা অনুষ্ঠান পর্যমত্ম পৌর শহরের কালিপুর হরিসভা মন্দিরে ৯ দিন ব্যাপী  হরিনাম সংকীর্তন, শ্রী মদ্ভাগবত পাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আযোজন করা  হয়েছে।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

গৌরীপুরে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকিরের সন্ত্রাসী বাহীনি কর্তৃক সাবেক উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও মুমিনুন্নিসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামি ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে দিগম্বর করার ঘটনার প্রতিবাদ   ও বিচারের দাবীতে (২৭ জুন) শূক্রবার বিকাল সাড়ে ৪ টায় বোকাইনগর নিজাম উদ্দিন (রঃ) আওলীয়া মাজার সংলগ্ন ঈদগা ময়দানে সর্বদলীয় জনতা প্রতিবাদ সমাবেশ করেছে। এ  বিক্ষোভ  সমাবেশ সফল করার লক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও  গ্রাম থেকে মুজিব এমপির বিভিন্ন ব্যাঙ্গ চিত্রের প্লেকারড, কুশপুত্তলিকা, জুতা ঝাড়ু মিছিল নিয়ে শত শত  নারী পুরুষ সমাবেত হতে থাকে। বিকাল সাড়ে ৪টায় সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হলে শুরু হয় মুল সমাবেশ।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদু বোকাইনগরীর সভাপতিত্বে  উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখের উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ,সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস, সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী,পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি‘র যুগ্ম অহবায়ক ও বোকাইনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ,আ,লীগের কেন্দ্রীয় উপকমিটির যুগ্ম সম্পাদক ড.সামিউল আলম লিটন, ফেরদৌস আলম, উপজেলা আ,লীগের সাবেক সভাপতি এড,আবুল কালাম আজাদ, নিযাতিত সাবেক সাধারন সম্পাদক অধ্যপক ফরিদ উদ্দিন আহম্মেদ ,আ,লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, আ’লীগ নেতা জয়নাল আবেদীন, হাফিজ উদ্দিন, ইউনিয়ন আ,লীগের সভাপতি মোসলেম উদ্দিন,  গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভি পি আব্দুল আওয়াল, হাবিবুল্লাহ,শাহিন, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম,কামাল হোসেন, ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন খান মামুন, মোখলেছুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র নবী নেওয়াজ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মোফাজ্জাল হোসেন খান, কাউন্সিলর দেওয়ান সুজন,আঃ কাদির, যুবদল নেতা ফজলুল হক ফকির  প্রমুখ।  প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে কসাই ডাঃ ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপিকে দল থেকে বহিস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানায়।  সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি শহরে প্রবেশ মুখে  পুলিশি বাধা উপেক্ষা করে অশ্লীশ্লোগানসহ শহর প্রদক্ষিন করে।

গৌরীপুরে সিভিলে আসামী ধরতে গিয়ে পুলিশ বিপাকে



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সন্ধ্যায় সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে সন্ত্রাসী ভেবে জনগনের আটকের মুখে পড়ে ২ পুলিশ কর্মকর্তা ও ৩ কনেষ্টবল। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিনের হিম্মতনগর গ্রামে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় উল্লেখিত ইউনিয়নের হিম্মত নগর বাজারে গৌরীপুর থানার এস আই তাজউদ্দিন ও এ এস আই চন্দন সিভিল পোশাকে মামলার বাদীকে সংগে নিয়ে  আসামী  মৃত মিয়া বক্সের ছেলে মোঃ মতিউর রহমানকে আটক করে।  এ সময় মতিউর রহমানের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সন্ত্রাসী মনে করে ২ পুলিশ কর্মকর্তাসহ অপরাপর ৩ পুলিশ কনেষ্টবলকে আটক করে আসামী মতিউর রহমানকে ছিনিয়ে নেয়। আটককৃতরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও সুস্পষ্ট কোন মামলা ও গ্রেফতারী পরোওয়ানার কোন কাগজ দেখাতে পারেনি তারা। পরে এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হযরত আলীর সুপারিশে তাদের ছেড়ে দেয়। 
এ ব্যাপারে আসামী মতিউর রহমানের সাথে কথা বলেলে তিনি জানান ঘটনার দিন সন্ধ্যায় রাম দা নিয়ে কয়েক জন সন্ত্রাসী আমায় আটক করলে আমার চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাদের আটক করে। আটক কৃতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আমার নামে থানায় নিয়মিত মামলা আছে বলে জানায়। তবে  গ্রেফতারী পরোয়ানা দেখাতে চাইলে তারা কোন কাগজপত্রদি দেখাতে পারেনি। ১ ঘন্টা পর সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থলে এসে আটককৃত ২ পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে উদ্ধার করে । ঘটনার শিকার এস আই তাজউদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন গৌরীপুর থানায় দায়েরকৃত  বাদী মাহমুদা আক্তারের মামলার আসামী ধরতে ওই এলাকায় গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে কোন লোক বা রাম দা ছিলনা।

গৌরীপুর উপজেলা আ’ লীগের সভাপতি পদ থেকে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিব এমপিকে অব্যাহতি



কমল সরকার,গৌরীপুর ।।
সাবেক উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও মমিনুন্নিসা মহিলা অনার্স কলেজের ইসলামি ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে দিগম্বর করার ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের (গৌরীপুরের) সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতি মন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ দাসের বরাত দিয়ে পৌরশহরে মাইকিং করে এই অব্যাহতির খবরটি প্রচার করা হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র সাম্প্রতিক কর্মকান্ডে গৌরীপুর তথা সারা বাংলাদেশের আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তিনি বলেন বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক জরম্নরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির ৬৭ জন সদস্যের মাঝে ৪২ জন সদস্যদের সম্মতি ও স্বাক্ষরে সাম্প্রতিক কালে দলে অসাংগঠনিক,অশালীন কর্মকান্ড চালানোর কারনে সভাপতির পদ থেকে সাবেক স্বাস্থ্য প্রতি মন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপিকে অব্যাহতি দেওয়া হয়। পরে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহসভাপতি ডা. হেলাল উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

গৌরীপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বুধবার গৌরীপুরের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ  করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন সিএ আবদুছ ছালাম। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতরা  প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের ধরছে না বলে এসময় আন্দোলনকারীরা অভিযোগ করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ মামুন, মোখলেছুর রহমান বাবুল, শরফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক আহবায়ক কামাল হোসেন, যুগ্মআহবায়ক আরিফুল ইসলাম জনি, সৈকত আল আমিন, আশরাফুল হক, একেএম আবুল কাসেম, মাসুদুর রহমান শুভ্র, প্রদীপ বাগচি, আল ফারুক, আবদুর রউফ মোস্তাকিম, সাঈদ আহম্মদ হারুন, এদিকে উমর ফারুক, উত্তম কুমার সরকার, সিদ্দিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। এদিকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির উন্নয়নমূলক কর্মকান্ডের নামফলক কালি দিয়ে মুছে দিয়েছে কে বা কারা। গৌরীপুর উপজেলায় ৫০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর, গৌরীপুর প্রেসক্লাবের বর্ধিত নতুন ভবনের উদ্বোধনের নাম ফলক,জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃসদন হাসপাতাল, বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নামফলক কে বা কারা রাতের আধারে কালি দিয়ে মুছে দিয়েছে। এ ব্যাপারে হাসপাতালের ইউএইচও ডা. চন্দন চক্রবর্তী গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।


 ছাত্রলীগ নেতৃবৃন্দের স্বারক লিপি পেশের দৃশ্য

গৌরীপুরে মাদক বিরোধী সমাবেশ



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, সান ও যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আমত্মর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্টিত হয়। স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও দূর-রে-শাহওয়াজ, সহাকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম আলী বেগ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, নূরমোহাম্মদ কালন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান, সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা ফৌজিয়া বেগম, সানের চেয়ারম্যান এইচএম খায়রম্নল বাসার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ মজিবুর রহমান ফকির, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি অলি উল্লাহ, স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও সানের সহযোগিতায় যুগান্তর স্বজন সমাবেশ বাসস্ট্যান্ড, রেলওয়ে জংশন ও ইউনিয়নের হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে সপ্তাহব্যাপি পথসভা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে।

রবিবার, ২২ জুন, ২০১৪

¬গৌরীপুর প্রেস ক্লাবে মৎস্য চাষ বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ



কমল সরকার,গৌরীপুর ।।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩টি উপজেলার সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘মৎস্য চাষে বিষাক্ত রাসায়নিক দ্রবাদির ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধনের পর আগামীকাল সোমবার সমাপ্তি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইয়াহিয়া মাহমুদ।   
এ প্রশিক্ষণ কর্মশালায় ঈশ্বরগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ  আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি আবু জাফর তালুকদার, সাংবাদিক তিলক রায় টুলু, পাক্ষিকুবর্ণ বাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম, শেখ বিপ্লব, মশিউর রহমান কাউছার, হুমায়ুন কবির, তৌহিদুল আমিন তুহিন, সেলিম আল রাজ, নূর-ই-আলমসহ প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার ২০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। এতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সিরাজুম মুনীমসহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের  বিভাগীয় আরো ৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করে

গৌরীপুরে বেতন-ভাতা বঞ্চিত শিক্ষকদের সংবাদ সম্মেলন



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুউপজেলার শিবপুর এল.ইউ আলিম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের জন্য স্বাক্ষর না দেয়ায় ২ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত শিক্ষক -কর্মচারীরা রোববার গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেসংবাদ সম্মেলনে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন লিখিত বক্তব্যে জানান, কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে মাহফুজ উলস্নাহকে সভাপতির পদ থেকে অপসারণ করা হয় কিন্তু  মাহফুজ উলস্নাহ সভাপতি পদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করলে কোর্ট তার সভাপতি পদ বহাল রাখার নির্দেশ দেন।
ক্ষোভে গত এপ্রিল মাসে মাদরাসার শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতা উত্তেলনের বিল- ভাউচারে সভাপতি স্বাক্ষর না করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষপ্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করলে কোর্ট বেতন-ভাতার বিল-ভাউচারে সভাপতি মাহফুজ উল্লাহকে স্বাক্ষর প্রদানের আদেশ দেয়। কিন্তু বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১৯জুন  পর্যন্ত শিক্ষক -কর্মচারীরা কয়েকদফা  সভাপতির কাছে গেলেও তিনি বিল-ভাউচারে স্বাক্ষর প্রদান করেননি। এক পর্য়ায়ে শিক্ষকরা  সভাপতির বাসায় অবস্থান নিলে তিনি (সভাপতি) পিছনের দরজা দিয়ে বাসা থেকে বেড়িয়ে যান বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রেল্লেখিত মাসরাসার কর্মকর্তা-কর্মচারীদের ৩ লক্ষ ৮৮হাজার ৩৬৮টাকা বেতন-ভাতা উত্তোলনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাদরাসার  ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিকদের জানান মাদরাসার বেতন-ভাতার বিল-ভাউচারে স্বাক্ষর করার শর্তে সভাপতি হাইকোর্টে রিট করার ব্যয় বাব’দ ২লক্ষ টাকা ক্ষতিপুরন দাবী করেছে। এ ব্যাপারে জানার জন্য সভাপতির ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে মাদরাসার আরবি প্রভাষক মোঃ উছমান গণি, বাংলার মমতাজ বেগম, অর্থনীতির কাজী হুসনেয়ারা, আরবির হাবিবুর রহমান, সহকারি শিক্সক দিলীপ কুমার অধিকারী, মোজাম্মেল হক, মতিউর রহমান, সহকারি মৌলভী রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, ইবি প্রধান মনজুরুল হক, আনোয়ারা বেগম, সালাহ উদ্দিন, দপ্তরী শামছুল হক, গার্ড কাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২০ জুন, ২০১৪

গৌরীপুরে কেয়ার সৌহার্দ্য-২’র সহযেগিতায় সবজি উৎপাদনের মাঠ দিবস



কমল সরকার,গৌরীপুরঃ
কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য ২ কর্মসুচীর সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় গ্রামে (১৯ জুন) এক  প্রান্তিক চাষীর উৎপাদিত  সম্মিলিত সবজি বাগানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উলেস্নখিত গ্রামের প্রান্তিক চাষী মোঃ নজরুল ইসলাম কেয়ার সৌহার্দ্য-২ এর আর্থিক সহযোগিতা ও প্রযুক্তি গ্রহন করে তার ২০ শতক জমিতে  আগাম ও অর্থকরী সবজি  হিসেবে প্রথমে শশা,বরবটি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো ও সবশেষে পেঁপে চাষ করেন। এতে বীজ,সার ও শ্রমিক খরচ বাবদ তার সর্বমোট উৎপাদন ব্যয় হয়েছে ৪ হাজার টাকা। প্রামিত্মক কৃষক মোঃ নজরু  জানিয়েছেন, গত তিন মাসে উলেস্নখিত পরিমান জমিতে উৎপাদিত বরবটি,কমুড়ো, পুঁই শাক ও শশা বিক্রি করেছেন ১৫ হাজার টাকা। তাছাড়া সম্মিলিত বাগানে অবশিষ্ট এখনও যে সবজি রয়েছে তা বাজারে ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হবে বলে তিনি জানান। এদিকে একই বাগানে চাষ করা পেঁপে আগামী মাস থেকেই বিক্রি শুরু হবে। এ থেকে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে প্রান্তিক কৃষকের আয় হবে হবে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রামিত্মক কৃষক নজরুল ইসলামের পেঁপে চাষের সাফল্য ও  এলাকার অন্যান্য চাষীদের উদ্ধুদ্ধ করতে (১৯ জুন) কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য-২ এক মাঠ দিবসের আয়োজন করে। এতে এলাকার সংখ্যাধিক কৃষক-কৃষানী অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত কৃষক-কৃষানীগন স্বল্প জমিতে অল্প খরচে  সবজি চাষ করে চাষী নজরুলের  অধিক লাভবান  হওয়ার বিষয়টি স্বচক্ষে দেখে নিজেরাও সম্মিলিত সবজি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সবজি চাষের মাঠ দিবসে কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য’র সুপারভাইজার মিঠু রানী চৌধুরী,গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

গৌরীপুরে হাউজিসহ জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে হাউজিসহ বিভিন্ন জুয়া, ষাঁড়ের লড়াইয়ের নামে বাজি-খেলা,    যাত্রার নামে শ্লীল নৃত্য বন্ধের দাবিতে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশ গ্রহণে বৃহস্পতিবার (১৯জুন) বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান ফকির, হারুন আল বারী, নুর মোহাম্মদ ফকির, নিজাম উদ্দিন বাবুল, সানের চেয়ারম্যান আবুল ফজল আল আজাদ হিরা, লোটাসের সৈয়দ ফরিদ, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, সমাজকর্মী খসরুজ্জামান বাবুল, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পাভেল, সাহিত্য সম্পাদক সেলিম আল রাজ, কলেজ শাখার সভাপতি এমদাদুল হক মিলন, স্কুল বিষয়ক সম্পাদক রবিন আচার্য্য প্রমুখ।#

বুধবার, ১৮ জুন, ২০১৪

গৌরীপুরে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে বুধবার (১৮জুন) কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ  উপলক্ষে এক বর্ণাঢ্শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে  ভিটিআই অধ্যক্ষ মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপাররিনটেনডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ, চীফ ইন্সট্রাক্টর কাজী জাকি উদ্দিন আহমেদ, আলী আহাম্মদ মোল্লা, সমীর কুমার ভৌমিক, মোঃ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর মির্জা মাহমুদুল হাছান, আবু খায়ের মোহাম্মদ মনিরুল হাসান, মোঃ আলমগীর কবির, জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ হারম্নন অর রশিদ, গোপাল চন্দ্র সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মামুনুর রহমান, বিজ্ঞান শিক্ষক মোঃ আব্দুল হক, মোঃ খুরশীদ আলম, ভাষা শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিজ্ঞান শিক্ষক মোঃ আব্দুল হক।

গৌরীপুরে বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান হিরণের মুক্তির দাবীতে বিক্ষোভ-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ উত্তর জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,গৌরীপুর উপজেলা পরিষদ চেয়াররম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনের মুক্তির দাবীতে (১৮জুন) বিকালে উপজেলা ও পৌর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি সারা শহর প্রদক্ষিন করে সাবেক জনতা ব্যাংক চত্বরে সমাবেশ করে। এতে গৌরীপুর থানা পুলিশের দায়ের করা ৬ মামলায় জামিন শেষে কোতোয়ালি মডেল থানার  মামলায় পুনরায় তাকে গ্রেফতার করার প্রতিবাদ- তীব্র নিন্দা ও অনতিবিলম্বে  মুক্তির দাবি জানিয়ে  বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. কোয়াসম উদ্দিন, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ইউপি চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম মিল্টন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক আব্দুল বাকী রানা, মোস্তফা মাহমুদ লিমন, যুবনেতা শেখ বিপ্ল, বিশ্বজিত, ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম শেখ,আশরাফুল হক উজ্জল, যুবনেতা, হাসান রানা, হাবিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির,ছাত্রনেতা জাহাঙ্গির হোসেন পাপ্পু, হোসেন, সুমন, নুর মোহাম্মদ সোহেল প্রমুখ।
জানা গেছে,ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের দায়ের করা ৬ মামলায় আটক ময়মনসিংহ উত্তর জেলা-উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়াররম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ৬ মামলায় জামিন পেলেও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মামলা নং- ১১(১) ২০১৩ মূলে তাকে আবারও গ্রেফতার দেখানো হয়েছে।  পুলিশ উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হীরনকে আটকের প্রায় ২৭ দিন পর ১৬ জুন  ময়মনসিংহের বিজ্ঞ জেলা জজ আদালত এক রায়ে তার জামিন আদেশ দিলেও  বিকালে কোতোয়ালি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে  পুনরায় গ্রেফতার দেখিয়েছে। ফলে ৬ মামলায় জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্ত হতে পারেননি। উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ অনুষ্ঠিতব্য গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে  আ.লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ৩০ এপ্রিল ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন শেষে ১১ মে গৌরীপুর উপজেলা পরিষদের দায়িত্ববভার গ্রহণ করেন।

শনিবার, ১৪ জুন, ২০১৪

গৌরীপুরে ৪ দফা দাবিতে রেলওয়ে জংশনে মানববন্ধন



কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনকে আধুনিক রি-মডেলিং স্টেশন, জারিয়া-ঢাকা, ময়মনসিংহ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন, হাওড় এক্সপ্রেক্সে আসন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ মানববন্ধন ও সমাবেশে করেছে। মানব বন্ধন শেষে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মজিবুর রহমান ফকির, যুগ্ম সম্পাদক হারুন আল বারী, নিজাম উদ্দিন বাবুল, ব্যবসায়ী নেতা আলী আকবর আনিছ, মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, আবুল কাসেম, শাহজাহান, মোঃ বাচ্চু মিয়া, উজ্জ্বল চন্দ চন্দ্র, ছাত্রনেতা আলী আশরাফ আবির, প্রিতম ফকির প্রমুখ।

বুধবার, ১১ জুন, ২০১৪

গৌরীপুরে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের হামলায় আহত-৬



কমল সরকার,গৌরীপুর  ।।
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে (১১ জুন) বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন শেষে ছাত্রলীগের অপর একটি গ্রুপ সন্ত্রাসী হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা জনিকে কুপিয়ে আহত করেছে। এ সময় ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়িতে আরো ৫ ছাত্রনেতা আহত হয়। ঘটনার দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন ও সাধারন সম্পাদক মোফাজ্জাল হোসেন খান  গৌরীপুর প্রেস ক্লাবে বিকাল ৫ টায় এক সংবাদ সম্মেলনে মিলিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে ৩১ মে অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্মেলনের পর থেকে কতিপয় ছাত্রলীগ নামধারী ব্যক্তি নিজেদেরকে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছে। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের দাবী বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলার পূর্বতন কমিটি কিংবা বর্তমান কমিটির নেতৃবৃন্দ লিখিত ভাবে অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অদ্যাবধি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন নি। এক্ষেত্রে স্থানীয় কতিপয় ছাত্রলীগ নামধারী ব্যক্তিরা নিজেদের হীন স্বার্থ চরিত্রার্থ করার মানসে নিজেদেরকে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক দাবী করে আসছে। সংবাদ সন্মেলনের মাধ্যমে এ ব্যাপারে সর্বমহলকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানানো হয়। লিখিত বক্তব্যে ছাত্রবৃন্দ আরো উল্লেখ করেছে যে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে সম্মেলন আহবান ছাড়া ছাত্রলীগের নতুন পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার অধিকার কারো নেই। ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করতে হলে জেলা ছাত্রলীগকে অবশ্যই উপজেলা ছাত্রলীগের বিষয় নির্ধারনী সভা আহবান করে পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। যেহেতু গৌরীপুর উপজেলা ছাত্রলীগের কোন বিষয় নির্ধারনী সভা জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়নি সেহেতু গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদক হিসেবে কারো নাম ঘোষণা হতে পারে না। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতৃবৃন্দ সংবাদ  সম্মেলন শেষ করে প্রেস ক্লাব প্রাঙ্গনে  যখন ফটোসেশন করছিল এ সময়  স্থানীয় ছাত্রলীগের একটি  গ্রুপ অতর্কিতে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান জনি গুরুতর আহতসহ দৌড়াদৌড়ি করে আরো ৫ জন ছাত্রনেতা  আহত হয়েছে এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান শান্তিপূর্ন সংবাদ সম্মেলনে এ ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে  ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে।