শুক্রবার, ২০ জুন, ২০১৪

গৌরীপুরে কেয়ার সৌহার্দ্য-২’র সহযেগিতায় সবজি উৎপাদনের মাঠ দিবস



কমল সরকার,গৌরীপুরঃ
কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য ২ কর্মসুচীর সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় গ্রামে (১৯ জুন) এক  প্রান্তিক চাষীর উৎপাদিত  সম্মিলিত সবজি বাগানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উলেস্নখিত গ্রামের প্রান্তিক চাষী মোঃ নজরুল ইসলাম কেয়ার সৌহার্দ্য-২ এর আর্থিক সহযোগিতা ও প্রযুক্তি গ্রহন করে তার ২০ শতক জমিতে  আগাম ও অর্থকরী সবজি  হিসেবে প্রথমে শশা,বরবটি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো ও সবশেষে পেঁপে চাষ করেন। এতে বীজ,সার ও শ্রমিক খরচ বাবদ তার সর্বমোট উৎপাদন ব্যয় হয়েছে ৪ হাজার টাকা। প্রামিত্মক কৃষক মোঃ নজরু  জানিয়েছেন, গত তিন মাসে উলেস্নখিত পরিমান জমিতে উৎপাদিত বরবটি,কমুড়ো, পুঁই শাক ও শশা বিক্রি করেছেন ১৫ হাজার টাকা। তাছাড়া সম্মিলিত বাগানে অবশিষ্ট এখনও যে সবজি রয়েছে তা বাজারে ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হবে বলে তিনি জানান। এদিকে একই বাগানে চাষ করা পেঁপে আগামী মাস থেকেই বিক্রি শুরু হবে। এ থেকে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে প্রান্তিক কৃষকের আয় হবে হবে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রামিত্মক কৃষক নজরুল ইসলামের পেঁপে চাষের সাফল্য ও  এলাকার অন্যান্য চাষীদের উদ্ধুদ্ধ করতে (১৯ জুন) কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য-২ এক মাঠ দিবসের আয়োজন করে। এতে এলাকার সংখ্যাধিক কৃষক-কৃষানী অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত কৃষক-কৃষানীগন স্বল্প জমিতে অল্প খরচে  সবজি চাষ করে চাষী নজরুলের  অধিক লাভবান  হওয়ার বিষয়টি স্বচক্ষে দেখে নিজেরাও সম্মিলিত সবজি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সবজি চাষের মাঠ দিবসে কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য’র সুপারভাইজার মিঠু রানী চৌধুরী,গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন