মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

গৌরীপুরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপিত



কমল সরকার,গৌরীপুর ||
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় (৩জুন) মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৪ তম তিরোধান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার পৌর শহরের কালিখলাস্থ লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের মাঝে ছিল প্রভাতী কীর্তন, পূজার্চনা, গীতাপাঠ, মহাসাধকের উদ্দ্যেশে ভক্তদের মোমবাতি-আগরবাতি প্রজ্জলন,অঞ্জলী প্রদান ও লোকনাথ ভক্তদের মাঝে বাল্যভোগ ও রাজভোগের প্রসাদ বিতরণ। এ ছাড়া সন্ধ্যায়  ছিল ভক্তিমুলক গান ও লোকনাথ ব্রহ্মচারীর জীবনবৃত্তামত্ম পাঠের অনুষ্ঠান। এতে শত শত  ভক্ত নারী-পুরম্নষ শ্রোতা অংশ নেন। এ উপলক্ষে মন্দির আঙ্গিনায়  বসেছিল এক বিশাল মিলন মেলা। সার্বিক আয়োজনে ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী অজিত মোদক, সহসভাপতি- কমল সরকার, সাধারণ সম্পাদক  প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ রঞ্জন পাল, লোকনাথ সেবক ভজন চন্দ্র শীল,কাশীনাথ চৌহান,দিলিপ সরকার, সুকন সাহা,সুমন কুমার বিশ্বশর্মা,জীবন সাহা, রতন কুমার সাহা, বিকাশ সরকার, শুকলাল দাস, কানু সরকার, কমল চন্দ্র সরকার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন