শনিবার, ১৪ জুন, ২০১৪

গৌরীপুরে ৪ দফা দাবিতে রেলওয়ে জংশনে মানববন্ধন



কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনকে আধুনিক রি-মডেলিং স্টেশন, জারিয়া-ঢাকা, ময়মনসিংহ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন, হাওড় এক্সপ্রেক্সে আসন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ মানববন্ধন ও সমাবেশে করেছে। মানব বন্ধন শেষে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মজিবুর রহমান ফকির, যুগ্ম সম্পাদক হারুন আল বারী, নিজাম উদ্দিন বাবুল, ব্যবসায়ী নেতা আলী আকবর আনিছ, মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, আবুল কাসেম, শাহজাহান, মোঃ বাচ্চু মিয়া, উজ্জ্বল চন্দ চন্দ্র, ছাত্রনেতা আলী আশরাফ আবির, প্রিতম ফকির প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন