রবিবার, ২২ জুন, ২০১৪

গৌরীপুরে বেতন-ভাতা বঞ্চিত শিক্ষকদের সংবাদ সম্মেলন



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুউপজেলার শিবপুর এল.ইউ আলিম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের জন্য স্বাক্ষর না দেয়ায় ২ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত শিক্ষক -কর্মচারীরা রোববার গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেসংবাদ সম্মেলনে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন লিখিত বক্তব্যে জানান, কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে মাহফুজ উলস্নাহকে সভাপতির পদ থেকে অপসারণ করা হয় কিন্তু  মাহফুজ উলস্নাহ সভাপতি পদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করলে কোর্ট তার সভাপতি পদ বহাল রাখার নির্দেশ দেন।
ক্ষোভে গত এপ্রিল মাসে মাদরাসার শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতা উত্তেলনের বিল- ভাউচারে সভাপতি স্বাক্ষর না করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষপ্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করলে কোর্ট বেতন-ভাতার বিল-ভাউচারে সভাপতি মাহফুজ উল্লাহকে স্বাক্ষর প্রদানের আদেশ দেয়। কিন্তু বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১৯জুন  পর্যন্ত শিক্ষক -কর্মচারীরা কয়েকদফা  সভাপতির কাছে গেলেও তিনি বিল-ভাউচারে স্বাক্ষর প্রদান করেননি। এক পর্য়ায়ে শিক্ষকরা  সভাপতির বাসায় অবস্থান নিলে তিনি (সভাপতি) পিছনের দরজা দিয়ে বাসা থেকে বেড়িয়ে যান বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রেল্লেখিত মাসরাসার কর্মকর্তা-কর্মচারীদের ৩ লক্ষ ৮৮হাজার ৩৬৮টাকা বেতন-ভাতা উত্তোলনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মাদরাসার  ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিকদের জানান মাদরাসার বেতন-ভাতার বিল-ভাউচারে স্বাক্ষর করার শর্তে সভাপতি হাইকোর্টে রিট করার ব্যয় বাব’দ ২লক্ষ টাকা ক্ষতিপুরন দাবী করেছে। এ ব্যাপারে জানার জন্য সভাপতির ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে মাদরাসার আরবি প্রভাষক মোঃ উছমান গণি, বাংলার মমতাজ বেগম, অর্থনীতির কাজী হুসনেয়ারা, আরবির হাবিবুর রহমান, সহকারি শিক্সক দিলীপ কুমার অধিকারী, মোজাম্মেল হক, মতিউর রহমান, সহকারি মৌলভী রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, ইবি প্রধান মনজুরুল হক, আনোয়ারা বেগম, সালাহ উদ্দিন, দপ্তরী শামছুল হক, গার্ড কাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন