বুধবার, ১৮ জুন, ২০১৪

গৌরীপুরে বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান হিরণের মুক্তির দাবীতে বিক্ষোভ-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ উত্তর জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,গৌরীপুর উপজেলা পরিষদ চেয়াররম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনের মুক্তির দাবীতে (১৮জুন) বিকালে উপজেলা ও পৌর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি সারা শহর প্রদক্ষিন করে সাবেক জনতা ব্যাংক চত্বরে সমাবেশ করে। এতে গৌরীপুর থানা পুলিশের দায়ের করা ৬ মামলায় জামিন শেষে কোতোয়ালি মডেল থানার  মামলায় পুনরায় তাকে গ্রেফতার করার প্রতিবাদ- তীব্র নিন্দা ও অনতিবিলম্বে  মুক্তির দাবি জানিয়ে  বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. কোয়াসম উদ্দিন, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ইউপি চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম মিল্টন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক আব্দুল বাকী রানা, মোস্তফা মাহমুদ লিমন, যুবনেতা শেখ বিপ্ল, বিশ্বজিত, ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম শেখ,আশরাফুল হক উজ্জল, যুবনেতা, হাসান রানা, হাবিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির,ছাত্রনেতা জাহাঙ্গির হোসেন পাপ্পু, হোসেন, সুমন, নুর মোহাম্মদ সোহেল প্রমুখ।
জানা গেছে,ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের দায়ের করা ৬ মামলায় আটক ময়মনসিংহ উত্তর জেলা-উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়াররম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ৬ মামলায় জামিন পেলেও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মামলা নং- ১১(১) ২০১৩ মূলে তাকে আবারও গ্রেফতার দেখানো হয়েছে।  পুলিশ উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হীরনকে আটকের প্রায় ২৭ দিন পর ১৬ জুন  ময়মনসিংহের বিজ্ঞ জেলা জজ আদালত এক রায়ে তার জামিন আদেশ দিলেও  বিকালে কোতোয়ালি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে  পুনরায় গ্রেফতার দেখিয়েছে। ফলে ৬ মামলায় জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্ত হতে পারেননি। উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ অনুষ্ঠিতব্য গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে  আ.লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ৩০ এপ্রিল ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন শেষে ১১ মে গৌরীপুর উপজেলা পরিষদের দায়িত্ববভার গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন